Pakistani Spy: পাকিস্তানের মহিলা গুপ্তচরকে Whatsapp-এ বিএসএফ, নৌসেনার গোপন তথ্য পাচার! গুজরাতে গ্রেফতার স্বাস্থ্যকর্মী
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Pakistani Spy: ফের গুজরাত থেকে পাকিস্তানে চরবৃত্তির অভিযোগে গ্রেফতার এক চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মী।
গুজরাত: ফের গুজরাত থেকে পাকিস্তানে চরবৃত্তির অভিযোগে গ্রেফতার এক চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মী। গুজরাতের কচ্ছ থেকে সহদেব সিং গোহেল নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে ওই রাজ্যের এটিএস (সন্ত্রাসদমন শাখা)।
সূত্রের খবর, সীমান্ত সুরক্ষা বাহিনী এবং ভারতীয় নৌবাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ তথ্য এক পাকিস্তানের গুপ্তচরকে পাচার করে অভিযুক্ত। গুজরাতের সন্ত্রাসদমন শাখা সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানে চরবৃত্তির সঙ্গে জড়িত এক মহিলাকে গোপন তথ্য পাচার করে ২৮ বছর বয়সী সহদেব। পাকিস্তানের গুপ্তচর ওই মহিলা নিজের পরিচয় দিয়েছিল অদিতি ভরদ্বাজ নামে।
advertisement
advertisement
পুলিশ সুপার (ATS) সিদ্ধার্থ কোরুকোন্ডা জানিয়েছেন, ২০২৩ সালের জুন মাস থেকে কচ্ছের বিভিন্ন বিএসএফ এবং নৌবাহিনীর নির্মান-সহ একাধিক গোপন তথ্য এবং ছবি ভিডিও পাকিস্তানি গুপ্তচরের সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকার বিনিময়ে শেয়ার করেছিলেন অভিযুক্ত সহদেব।
advertisement
আরও জানা গিয়েছে, ওই পাকিস্তানি এজেন্ট জুন ২০২৩-এ গোহেলের হোয়াটসঅ্যাপ নম্বরে তাঁর সঙ্গে যোগাযোগ করেন। বন্ধুত্ব পাতান। “সহদেবের বিশ্বাস অর্জনের পর, এজেন্ট বিএসএফ এবং ভারতীয় নৌবাহিনীর অফিস এবং তার গ্রামের আশেপাশের চলমান নির্মাণের ছবি এবং ভিডিও চেয়েছিলেন। গোহিল হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনুরোধকৃত গোপনীয় তথ্য শেয়ার করেছিলেন,” জানালেন পুলিশ সুপার। পুলিশ আরও জানিয়েছে সহদেব শুরু থেকেই জানতেন ওই মহিলা পাকিস্তানের গুপ্তচর।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 24, 2025 6:40 PM IST