Pak Spy at Varanasi: এবার খাস বারাণসীতেই পাক চর!...৬০০ পাকিস্তানির সঙ্গে যোগাযোগ, রহস্য বাড়াচ্ছে এক মহিলাও

Last Updated:

নাফিসা নামের এক পাকিস্তানি মহিলার সঙ্গে এই তুফেইলের যোগাযোগের কথা জানতে পেরেছেন গোয়েন্দারা৷ সমস্যার কথা, এই নাফিসার স্বামী আবার পাকিস্তানের সেনায় কর্মরত৷

News18
News18
বারাণসী: পঞ্জাব-হরিয়ানার পরে এবার বারাণসীতেও ধরা পড়ল পাক গুপ্তচর৷ উত্তরপ্রদেশের অ্যান্টি টেররজিম স্কোয়াডের (UP ATS) হাতে গ্রেফতার তুফেইল নামের এক ব্যক্তি৷ এই তুফেইল ভারতের নানা গোপন তথ্য যোগাড় করে পাকিস্তানের হাতে তুলে দিত বলে তথ্য এসেছে স্কোয়াডের কাছে৷
খাস বারাণসীর বাসিন্দা তুফেইলের সঙ্গে প্রায় ৬০০ পাকিস্তানির যোগাযোগ ছিল বলে গোয়েন্দা সূত্রের খবর৷ তাদেরই বিভিন্ন জনকে বিভিন্ন ময়ে সে ভারতের নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত নানা গোপনীয় তথ্য পৌঁছে দিয়েছে এতদিন৷
জানা গিয়েছে, নয়াদিল্লির রাজঘাট, নমো ঘাট, জ্ঞানবাপী, বারাণসী রেল স্টেশন এবংএমনকি লাল কেল্লার মতো সংবেদনশীল জায়গারও ছবি তুলে শত্রুদের হাতে তুলে দিয়েছে৷
advertisement
advertisement
এছাড়াও, হোয়াটস অ্যাপে তুফেইল বেশ কিছু চরমপন্থী গ্রুপের সদস্য ছিল৷ সেখানে সে প্রখ্যাত চরমপন্থী নেতা তেহরিক-এ-লিব্বাইকের মৌলানা সাদ রিজভর নানা ভিডিও শেয়ার করত৷
এছাড়াও, তুফেইল বাবরি মসজিদের বদলা নেওয়ার কথা সগর্বে প্রচার করেছে বলেও তথ্য রয়েছে গোয়েন্দাদের কাছে৷
advertisement
নাফিসা নামের এক পাকিস্তানি মহিলার সঙ্গে এই তুফেইলের যোগাযোগের কথা জানতে পেরেছেন গোয়েন্দারা৷ সমস্যার কথা, এই নাফিসার স্বামী আবার পাকিস্তানের সেনায় কর্মরত৷
বাংলা খবর/ খবর/দেশ/
Pak Spy at Varanasi: এবার খাস বারাণসীতেই পাক চর!...৬০০ পাকিস্তানির সঙ্গে যোগাযোগ, রহস্য বাড়াচ্ছে এক মহিলাও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement