ফের নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি ভাঙল পাকিস্তান, কাশ্মীরে সেনার হাতে খতম জঙ্গি

Last Updated:

সীমান্ত বরাবর বারবার জঙ্গি অনুপ্রবেশের ঘটনা ঘটছে ৷ কিন্তু সেনার তৎপরতায় এনকাউন্টারে গত কয়েকমাসে খতম বেশ কয়েকজন জঙ্গি ৷

#শ্রীনগর: ফের ভূস্বর্গে সংঘর্ষবিরতি ৷ নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষ বিরতি ভাঙল পাকিস্তান ৷ মেনধর সেক্টরে পাক সেনার গোলাগুলি ৷ অন্যদিকে, সকালেই এনকাউন্টারে সোপিয়ানে সেনার হাতে নিকেশ এক জঙ্গি ৷ উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র ৷ সেনার তরফে এখনও অভিযান জারি রয়েছে ৷
দিন দুয়েক আগেই দক্ষিণ কাশ্মীরের পাম্পোর ও সোপিয়ানে অভিযান চালায় সেনা ৷ সেখানে জওয়ানদের সঙ্গে গুলির লড়াই হয় জঙ্গিদের ৷ সেনার গুলিতে খতম হয় আট জঙ্গি ৷ শনিবারও কাশ্মীরে এনকাউন্টারে সেনার হাতে এক জঙ্গির নিকেশ হয় ৷
সীমান্ত বরাবর বারবার জঙ্গি অনুপ্রবেশের ঘটনা ঘটছে ৷ কিন্তু সেনার তৎপরতায় এনকাউন্টারে গত কয়েকমাসে খতম বেশ কয়েকজন জঙ্গি ৷ ভারত-চিন উদ্বেগজনক পরিস্থিতির মাঝে জঙ্গি অনুপ্রবেশে সাহায্য করতেই নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের সংঘর্ষবিরতি, বলে মত সংশ্লিষ্ট মহলের ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
ফের নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি ভাঙল পাকিস্তান, কাশ্মীরে সেনার হাতে খতম জঙ্গি
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement