India Pakistan Tension: পাকিস্তানের লক্ষ্য ছিল ভারতের একাধিক শহর, সৈন্যঘাঁটি! পাক হানার পর্দাফাঁস করলেন বিদেশ সচিব
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
শুক্রবার সাংবাদিক বৈঠকে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি জানালেন, পাকিস্তান ভারতের একাধিক শহর, সৈন্য ঘাঁটি লক্ষ্য করেছিল। ভারত যথাযথ ভাবে তা প্রতিহত করেছে। পাকিস্তান অবশ্য আগের মতই অস্বীকার করেছে।
নয়াদিল্লি: গতকাল রাতে একের পর এক হামলা চালিয়েছে পাকিস্তান। সেই আঘাতের পাল্টা প্রত্যাঘাত দিয়েছে ভারতও। এই ঘটনার প্রেক্ষিতে শুক্রবার সাংবাদিক বৈঠকে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি জানালেন, পাকিস্তান ভারতের একাধিক শহর, সৈন্য ঘাঁটি লক্ষ্য করেছিল। ভারত যথাযথ ভাবে তা প্রতিহত করেছে। পাকিস্তান অবশ্য আগের মতই অস্বীকার করেছে। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমি গতকাল বলেছিলাম পুঞ্চে গুরুদ্বারে হামলা করা হয়েছে। ওরা সেটা অস্বীকার করে বলতে চাইছে ভারতীয় বায়ু সেনাই নাকি হামলা করেছে! আমরা আমাদের শহরকে আক্রমণ করব! এমন স্বপ্ন বা ফ্যান্টাসি পাকিস্তান দেখতে পারে। পাকিস্তান একের পর এক মিথ্যা কথা ও তথ্য দিয়ে চলেছে। করতারপুর সাহিব করিডর আপাতত বন্ধ রাখা হচ্ছে। যে উত্তেজনা চলছে তাতে এই সিদ্ধান্ত নেওয়া হল।”
আরও পড়ুন: চিন নয়, ভারতের উপর কোন দেশের ড্রোন নিয়ে হামলা চালাল পাকিস্তান? সামনে এসে গেল ‘দাদা’র পরিচয়
পাকিস্তান একাধিক জায়গায় ভারী গোলাবর্ষণ করেছে বলেও জানান তিনি। বিদেশসচিব জানান, পুঞ্চে স্কুল লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই ঘটনায় দুইজন শিশু নিহত হয়েছে। আরও এক জায়গায় স্কুলে হামলা চালানো হয়েছিল। তবে, স্কুল বন্ধ থাকায় বড় জীবনহানি আটকানো গিয়েছে।
advertisement
advertisement
ইতিমধ্যেই, আইএমএফে বৈঠকে চলছে। ভারত তাদের দাবি সেখানে জানাবে। বাকিদের সাথেও এটা নিয়ে কথা চলছে। ভারত দায়িত্বশীল অবস্থায় তার জবাব দিয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 09, 2025 8:09 PM IST








