India Pakistan Tension: চিন নয়, ভারতের উপর কোন দেশের ড্রোন নিয়ে হামলা চালাল পাকিস্তান? সামনে এসে গেল 'দাদা'র পরিচয়!

Last Updated:
মূলত ভাটিন্ডা, অমৃতসর, অবন্তীপুরা, কপুরথলা,জম্মু-সহ একাধিক অঞ্চলে ড্রোন হামলা চালায় পাকিস্তান।
1/4
 ভারত-পাক সংঘাতের মধ্যে গতকাল রাতে হামলা চালায় পাকিস্তান। ভারতের একের পর এক শহরে ড্রোন হামলা চালিয়েছিল পাকিস্তান। কিন্তু, ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমে অধিকাংশই ধ্বংস হয়ে যায়। শুক্রবার, সাংবাদিক বৈঠকে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এই ড্রোন তুরস্কের তৈরি।
ভারত-পাক সংঘাতের মধ্যে গতকাল রাতে হামলা চালায় পাকিস্তান। ভারতের একের পর এক শহরে ড্রোন হামলা চালিয়েছিল পাকিস্তান। কিন্তু, ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমে অধিকাংশই ধ্বংস হয়ে যায়। শুক্রবার, সাংবাদিক বৈঠকে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এই ড্রোন তুরস্কের তৈরি।
advertisement
2/4
Pakistan attack prompts nationwide alert multiple cities complete black out in several cities Blackout in Dalhousie himachal pradesh দেশজুড়ে সতর্কতা! ডালহৌসি, ভুজ, বরমের-সহ একাধিক শহরে সম্পূর্ণ ব্ল্যাকআউট
মূলত ভাটিন্ডা, অমৃতসর, অবন্তীপুরা, কপুরথলা,জম্মু-সহ একাধিক অঞ্চলে ড্রোন হামলা চালায় পাকিস্তান।
advertisement
3/4
শুধু F16 নয়, দুটি JF17 বিমান ধ্বংস করেছে ভারত। তিনটি বিমানই চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান। ক্ষতির কথা স্বীকার করেছে পাকিস্তান। Image: Reuters
ভারতের পক্ষ থেকেও পাকিস্তানের বিভিন্ন শহরে আক্রমণ চালানো হয়। গুলি করে নামানো হয় পাক যুদ্ধ বিমান এফ-১৬ এবং জেএফ-১৭। এছাড়াও বৃহস্পতিবার রাতেও মোট ৫০টি পাক ড্রোন নষ্ট করে দেওয়া হয়।
advertisement
4/4
 এরপরেই ভারতের উপর হামলা চালাতে শুরু করে পাকিস্তান। কিন্তু, ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের কাছে হার মানে তাঁরা। এবারে জানা গেল তুরস্কের ড্রোন নিয়ে হামলা চালিয়েছিল পাকিস্তান।
এরপরেই ভারতের উপর হামলা চালাতে শুরু করে পাকিস্তান। কিন্তু, ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের কাছে হার মানে তাঁরা। এবারে জানা গেল তুরস্কের ড্রোন নিয়ে হামলা চালিয়েছিল পাকিস্তান।
advertisement
advertisement
advertisement