ঘরে ঢুকে মারবে ভারত, এই ভয়েই অভিনন্দন বর্তমানকে ছেড়েছিল পাকিস্তান! বিরাট তথ্য সামনে

Last Updated:

এমন তথ্য কোনও ভারতীয় দিচ্ছেন না, বেরিয়ে আসছে খোদ পাকিস্তানি সাংসদের মুখ থেকেই।

#নয়াদিল্লি: মুখে বলা হয়েছিল শান্তির কথা। কিন্তু আদতেও তা নয়, আসলে পাকিস্তান ভয় পেয়েছিল। চাপের মুখে দেশের অস্তিত্ব বাঁচাতেই অভিনন্দন বর্তমানকে মুক্তি দিয়েছিল পাকিস্তান। এমন তথ্য কোনও ভারতীয় দিচ্ছেন না, বেরিয়ে আসছে খোদ পাকিস্তানি সাংসদের মুখ থেকেই।
বুধবার খোদ পাকিস্তানী সাংসদই জাতীয় সাংসদ ভবনে এমন তথ্য কবুল করেছেন। জাতীয় সংসদে এক ভাষণে মুসলিম লিগ নওয়াজ নেতা আয়াজ সাদিক বলেন, অভিনন্দন বর্তমানকে ফেরানো হয়েছে প্রত্যাঘাতের ভয়েই। সেই সময় নাকি পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেছিলেন, নির্দিষ্ট দিনে রাত ন'টার মধ্যে অভিনন্দনকে মুক্তি না দিলেই ভারত হামলা শুরু করবে, এমনটই দাবি করছেন পিএমএল-এন নেতা আয়াজ সাদিক। সাদিকের এই মন্তব্যকে উদ্ধৃত করেছে পাকিস্তানের নামী সংবাদমাধ্যম দুনিয়া নিউজ।
advertisement
ঠিক কী বলেছেন সাদিক? দুনিয়া নিউজ সম্প্রচারিত ওই ক্লিপে দেখা যাচ্ছে সাদিক বলছেন, ইমরান খান সেদিন শাহ মহম্মদ কুরেশি এব চিফ অফ আর্মি স্টাফ কোমর জাভেদ বাজওয়ার সঙ্গে বৈঠকে রাজি ছিলেন না। এই আর্মি চিফ বিশ্রীরকম ঘামছিলেন, তাঁর হাঁটু কাঁপছিল। শাহ মহম্মদ কুরেশি ওই বৈঠকে বলেন, ঈশ্বরের নামে অভিনন্দনকে ছেড়ে দিতে হবে। নাহলে রাত নটার মধ্যে ভারতীয় হামলা নেমে আসবে।
advertisement
advertisement
২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারির ঘটনা। পাক সেনার হাতে আটক হন অভিনন্দন বর্তমান। দীর্ঘ ৫৮ ঘণ্টা পাকিস্তান তাঁকে কবজা করে রেখেছিল। ভারত বলেছিল কোনও শর্ত ছাড়াই নিরাপদে ফেরাতে হবে অভিনন্দনকে। ইমরান খান অভিনন্দনকে মুক্তি দিয়ে একে শান্তির পদক্ষেপ বলে বর্ণনা করেন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ঘরে ঢুকে মারবে ভারত, এই ভয়েই অভিনন্দন বর্তমানকে ছেড়েছিল পাকিস্তান! বিরাট তথ্য সামনে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement