Pahalgam Attack Zipline Video: ঋষি জানিয়েছেন, তিনি জিপলাইনে ওঠার আগে আরও ন’জন তাতে উঠে উপত্যকার অপর প্রান্তে গিয়েছিলেন। এই ন’জনের মধ্যে রয়েছেন ঋষির স্ত্রী এবং পুত্রও।
কলকাতা: ছবির মতো সুন্দর কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকাই গত মঙ্গলবার বদলে গিয়েছিল মৃত্যুপুরীতে। চোখের সামনে স্বজন হারানোর আর্তনাদ। পহেলগাঁওয়ের পর্যটকদের পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মারে জঙ্গিরা। ২২ এপ্রিলের জঙ্গিহামলায় ২৭ জন ভারতীয়ের মৃত্যু হয়েছে।
সেদিনের সেই ভয়াবহ জঙ্গিহামলার একটি নতুন ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে, বৈসরনে জিপলাইন রাইডে চড়ছেন গুজরাতের এক প্রত্যক্ষদর্শী পর্যটক ঋষি ভাট। গোটা জিপলাইনের রাইডেই তিনি সেলফি স্টিকে ক্যামেরা ধরে রেখেছেন। আর তাঁর অজান্তেই সেই ক্যামেরায় উঠে এসেছে জঙ্গিদের বর্বর হত্যাকাণ্ড।
ঋষি জানিয়েছেন, তিনি জিপলাইনে ওঠার আগে আরও ন’জন তাতে উঠে উপত্যকার অপর প্রান্তে গিয়েছিলেন। এই ন’জনের মধ্যে রয়েছেন ঋষির স্ত্রী এবং পুত্রও। জিপলাইলিং শুরু হওয়ার পরই তিনি উপর থেকে দেখেন নীচে পর্যটকদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে জঙ্গিরা। চিৎকার করে পালানোর চেষ্টা করছেন পর্যটকেরা।
কী ভাবে জঙ্গিদের হাত থেকে রেহাই পেলেন, সে কথাও জানিয়েছেন ওই পর্যটক। ঋষির কথায়, ‘জিপলাইনে ওঠার প্রায় ২০ সেকেন্ড পরে বুঝলাম জঙ্গিরা গুলি চালাচ্ছে। জিপলাইন অপর প্রান্তে যাওয়ার আগেই প্রায় ১৫-১৭ ফুট উঁচু থেকে গায়ে লাগানো বেল্ট খুলে নীচে ঝাঁপ দিলাম। তার পর স্ত্রী-পুত্রকে নিয়ে দৌড় দিলাম।’ একটি ঝোপ এলাকায় পরিবারকে নিয়ে প্রায় ২৫ মিনিট লুকিয়ে ছিলেন বলে জানিয়েছেন ঋষি। পরে সেনা গিয়ে তাঁদের উদ্ধার করে। ঋষি এ-ও জানিয়েছেন যে, জঙ্গিরা ৮-১০ মিনিট ধরে গুলি চালিয়েছিল। কিছু ক্ষণ বিরতি নিয়ে ফের গুলি চালানো হয়।