Pahalgam Terrorist Attack One Week: পহেলগাঁও জঙ্গিহামলার ৭ দিন পার, গত এক সপ্তাহে কতদূর পালাল জঙ্গিরা? তদন্ত কোথায় দাঁড়িয়ে?

Last Updated:

Pahalgam Terrorist Attack One Week: জঙ্গিহামলায় নিহত হয়েছেন ২৭ জন ভারতীয়। সেনা সূত্রের দাবি, কুলগামের কাছে ওই হামলাকারীদের চিহ্নিত করে নিরাপত্তাবাহিনী। গুলি বিনিময়ও হয় দু’পক্ষের। কিন্তু পালিয়ে যায় জঙ্গিরা।

পহেলগাঁও হামলায় জড়িত জঙ্গিদের ছবি
পহেলগাঁও হামলায় জড়িত জঙ্গিদের ছবি
কলকাতা: পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গিহামলার সাতদিন কেটে গেল। জঙ্গিদের স্কেচ-ছবি সামনে আসা সত্ত্বেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি নিরাপত্তা বাহিনী। গোয়েন্দা-ইন্টেলিজেন্স-নিরাপত্তা বাহিনীর ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।
জঙ্গিহামলায় নিহত হয়েছেন ২৭ জন ভারতীয়। সেনা সূত্রের দাবি, কুলগামের কাছে ওই হামলাকারীদের চিহ্নিত করে নিরাপত্তাবাহিনী। গুলি বিনিময়ও হয় দু’পক্ষের। কিন্তু পালিয়ে যায় জঙ্গিরা। যদিও সেনার পক্ষ থেকে সরকারি ভাবে এ বিষয়ে কিছুই জানানো হয়নি।
পহেলগাঁও হামলার তদন্তভার সরকারিভাবে নেওয়ার পর এই মুহূর্তে বৈসরন ভ‍্যালি এবং আশপাশের জঙ্গলে এনআইএ টিম রয়েছে, সঙ্গে রয়েছে ফরেন্সিক টিম, কেন্দ্রীয় বাহিনী। গোটা বৈসরন ভ‍্যালি এই মুহূর্তে রেসট্রিকটেড বা সীমাবদ্ধ রাখা হয়েছে।
advertisement
advertisement
এই এক সপ্তাহে কী কী হল পহেলগাঁওয়ে?
* ⁠পহেলগাঁও লাগোয়া একাধিক জঙ্গলে টানা চিরুনি তল্লাশি চলছে।
* ⁠সূত্রের খবর, সেনাবাহিনী, আধাসেনা এই মুহুর্তে অপারেশন চালাচ্ছে এক আনড্সক্লোজড লোকেশনে।
* ⁠স্থানীয় পোনি চালকদের একটা বড় অংশ এখনও আটক স্থানীয় থানায়। চলছে জিজ্ঞাসাবাদ
* ⁠ওসিডব্লিউদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চলছে।
* ⁠গোয়েন্দা সূত্রে খবর, হাইলি ট্রেইন্ড এই জঙ্গিরা অন দ‍্য মুভ রয়েছে টানা। তাই বাগে আনতে লাগছে কিছুটা সময়।
advertisement
* ⁠এনআইএ উপস্থিত রয়েছে পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায়।
আরও পড়ুন: বৈসরনের ফুড স্টলে শান্তভাবে বসেছিল জঙ্গিরা, সংকেত পেতেই পর পর ৪ পর্যটকের মাথায় গুলি করে! NIA-এর হাতে ভয়ঙ্কর তথ্য
নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, পহেলগাঁওয়ের ভৌগোলিক পরিস্থিতি জঙ্গিদের পালিয়ে যেতে সাহায্য করেছে। চারদিকে ঘন জঙ্গলের সুবিধা নিয়ে এক দিকে জঙ্গিরা কোকেরনাগ, কিস্তওয়ারের মতো দূরের এলাকাগুলিতে চলে যেতে পারে। কিস্তওয়ারের জঙ্গল, দুর্গম পাহাড়ের মাধ্যমে যোগাযোগ রয়েছে ডোডার।
advertisement
আরও পড়ুন: জিপলাইনে সেলফি তুলছিলেন পর্যটক, সেখানেই ধরা পড়ল পহেলগাঁওয়ের ভয়াবহ হত্যাকাণ্ড! ভিডিও দেখলে হাত-পা ঠান্ডা হয়ে যাবে
আর এক বার ডোডা পৌঁছলে সেখান থেকে কাঠুয়া পর্যন্ত চলে যাওয়ার সুযোগ রয়েছে জঙ্গিদের। আবার জঙ্গলের আড়ালের সুযোগ নিয়ে সোনমার্গ বা বালতালেও পৌঁছে যেতে পারে জঙ্গিরা। সূত্রের দাবি, শেষ দফায় তাদের ত্রাল ও তার পরে কোকেরনাগে দেখা গিয়েছে। তাই গোটা এলাকা ধরেই তল্লাশি চালাচ্ছে সেনা, আধাসেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ।
advertisement
মৈত্রেয়ী ভট্টাচার্য
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Pahalgam Terrorist Attack One Week: পহেলগাঁও জঙ্গিহামলার ৭ দিন পার, গত এক সপ্তাহে কতদূর পালাল জঙ্গিরা? তদন্ত কোথায় দাঁড়িয়ে?
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement