Outgoing President Ram Nath Kovind || জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, সম্প্রচারিত হবে বিভিন্ন ভাষায়

Last Updated:

Outgoing President Ram Nath Kovind || সন্ধ্যা ৭টা থেকে অল ইন্ডিয়া রেডিওর সমগ্র নেটওয়ার্কে সম্প্রচারিত হবে এই ভাষণ এবং দূরদর্শনের সমস্ত চ্যানেলে হিন্দিতে প্রচার করা হবে এটি, থাকবে  ইংরেজি সংস্করণও৷ 

File photo of Outgoing President Ram Nath Kovind. (Photo: Twitter / President of India)
File photo of Outgoing President Ram Nath Kovind. (Photo: Twitter / President of India)
#নয়াদিল্লি: রবিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, শনিবার রাষ্ট্রপতি ভবনের এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে। সন্ধ্যা ৭টা থেকে অল ইন্ডিয়া রেডিওর সমগ্র নেটওয়ার্কে সম্প্রচারিত হবে এই ভাষণ এবং দূরদর্শনের সমস্ত চ্যানেলে হিন্দিতে প্রচার করা হবে এটি, থাকবে  ইংরেজি সংস্করণও৷  বিবৃতিতে বলা হয়েছে, হিন্দি ও ইংরেজিতে সম্প্রচারের পর দূরদর্শনের আঞ্চলিক চ্যানেলগুলি আঞ্চলিক ভাষায় এটির সম্প্রচার করবে। অল ইন্ডিয়া রেডিও তার আঞ্চলিক নেটওয়ার্কগুলিতে রাত ৯.৩০ থেকে আঞ্চলিক সংস্করণ সম্প্রচার করতে শুরু করবে। সোমবার ভারতের পরবর্তী রাষ্ট্রপতি সংসদের সেন্ট্রাল হলে শপথ নেবেন দ্রৌপদী মুর্মু।
advertisement
advertisement
আজ, রবিবার শেষ হচ্ছে কোবিন্দের মেয়াদ৷ সোমবার থেকে রাষ্ট্রপতির পদে নতুন মুখ৷ রামনাথ কোবিন্দের উত্তরসূরী হতে চলেছেন দ্রৌপদী মুর্মু৷  "উত্তরপ্রদেশের একটি ছোট গ্রাম থেকে ভারতের শীর্ষ সাংবিধানিক পদে তাঁর যাত্রা দেশের গণতন্ত্রের কাছে বিস্ময়কর এবং অনুপ্রেরণামূলক", এমনটাই বললেন লোকসভার স্পিকার ওম বিড়লা৷  বিদায়ী রাষ্ট্রপতির জন্য সংসদ সদস্যদের পক্ষ থেকে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিড়লা জানান, "রাজনৈতিক ন্যায্যতার প্রতি কোবিন্দের প্রতিশ্রুতি উত্তরসূরীদের অনুপ্রাণিত করবে।" সংসদের সেন্ট্রাল হলের একটি সমাবেশে ভাষণ দেওয়ার সময়  স্পিকার এও  বলেন, "সংসদে রাষ্ট্রপতির ভাষণ তাঁর বিচক্ষণ দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক ও সামাজিক সমস্যাগুলির প্রতি গভীর উপলব্ধি এবং তাঁদের সমাধানের প্রতি নিজের অসীম আগ্রহকেই প্রতিফলিত করেছে বারবার। তাঁর ভাষণ অনুপ্রাণিত করেছে সমস্ত রাজনৈতিক দলকে। তাই সমস্ত দলের নেতাদের পূর্ণ সমর্থনও পেয়েছেন তিনি৷ সমস্ত সাংসদ তাঁকে অভিভাবক হিসাবে দেখেছেন৷"
advertisement
১৯৯৪ সালে রাজনীতিতে প্রথম পা রাখেন এই দলিত নেতা৷  ভারতের ১৪ তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে ২০১৭ সালের ২৫ জুলাই শপথগ্রহণ করেন কোবিন্দ৷  ২০০৬ সালের মার্চ পর্যন্ত ১২ বছর পরপর দু’টি দায়িত্ব পালন করেন। তারপর ২০১৫-২০১৭ সালে বিহারের রাজ্যপাল৷ প্রায় ১৬ বছর দিল্লি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে অনুশীলন করেছেন রামনাথ কোবিন্দ।
advertisement
আরও পড়ুন- গোয়াতে বেআইনি বার চালান স্মৃতি ইরানির কন্যা! কংগ্রেসের অভিযোগে ক্ষুব্ধ মন্ত্রী
গত শুক্রবার, ২২ জুলাই রামনাথ কোবিন্দের সঙ্গে বিদায়ী নৈশভোজের আয়োজন করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  হোটেল অশোকায় বিদায়ী রাষ্ট্রপতির জন্য ছিল ব্যাপক আয়োজন। সস্ত্রীক উপস্থিত হয়েছিলেন কোবিন্দ। সারা দেশের বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন দলের প্রতিনিধিরা নয়াদিল্লির হোটেলে নৈশভোজে যোগ দেন। সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরাও ছিলেন।
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
Outgoing President Ram Nath Kovind || জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, সম্প্রচারিত হবে বিভিন্ন ভাষায়
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস !

  • পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement