Opposition Party Meeting: 'এবার বিয়েটা করুন, দাড়িটাও ছোট করে কাটুন,' পটনার বৈঠকে রাহুলকে পরামর্শ লালুর

Last Updated:

Opposition Party Meeting: এদিন বৈঠকের পরে সাংবাদিক সম্মেলন করেন নীতীশ কুমার, রাহুল গান্ধি, লালুপ্রসাদ যাদব, মমতা বন্দ্যোপাধ্যায়রা

পাটনার বৈঠকে রাহুলকে পরামর্শ লালুর
পাটনার বৈঠকে রাহুলকে পরামর্শ লালুর
পটনা: পটনায় বিরোধী দলগুলির বৈঠকে উঠে এল বিজেপির বিরুদ্ধে একসঙ্গে জোটে লড়ার প্রসঙ্গ। এদিন বৈঠকের পরে সাংবাদিক সম্মেলন করেন নীতীশ কুমার, রাহুল গান্ধি, লালুপ্রসাদ যাদব, মমতা  বন্দ্যোপাধ্যায়রা। সেই বৈঠকেই রাহুল গান্ধির বিয়ের প্রসঙ্গ তোলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব।
এদিন মজার সুরেই লালু প্রসাদ যাদব বলেন, “রাহুলের এবার বিয়ে করা উচিত। বয়স এমন কিছু হয়নি। আর আমরা বরযাত্রী যাব। এক দাড়িওয়ালা দেশে ঘুরছে। এবার দাড়িটা ছোট ছোট করে কাটুন।” লালুপ্রসাদ যাদবের মুখে এমন কথা শুনে হাসি চেপে রাখতে পারেননি রাহুল গান্ধিও।
advertisement
বৈঠকের বিষয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, “একসঙ্গে ভোটে লড়ার বিষয়ে প্রাথমিক সম্মতি হয়েছে। মল্লিকার্জুন খাড়গে মিটিং করবেন। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত। কোথায় কোন দল লড়াই করবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।” রাহুল গান্ধি বৈঠকের বিষয়ে বলেন, “সবার মধ্যেই ছোট বড় মতপার্থক্য থাকবে। কিন্তু নমনীয় হয়ে একসঙ্গে কাজ করব। কারণ আমাদের মূল লক্ষ্য এক। আরও গভীরে গিয়ে খুব শিগগিরই আলোচনা হবে।”
advertisement
বৈঠকের পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা একসঙ্গে লড়াই করব। আমরা বিরোধীরা নই। আমরাও দেশের সন্তান। আমরা ঠিক করেছি বিজেপি সরকার ইতিহাস পরিবর্তন করতে চাইছে । আমাদের রাজ্যে রাজভবনকে যে পৃথক একটা সরকারি কার্যালয় বানিয়ে দিয়েছে। আমাদের রাজ্যের প্রতিষ্ঠা দিবস আমরা জানি না, কিন্তু ওরা জানে। কেউ ওদের বিরুদ্ধে বললে ইডি-সিবিআই লাগিয়ে দিচ্ছে। অর্থনীতি-বেকারত্ব নিয়ে এই কেন্দ্রীয় সরকার কোনও চিন্তা করে না। নিজের মর্জি মতো বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ করে। কালা কানুন নিয়ে আসছে। এগুলো আমরা একসঙ্গে লড়াই করব।”
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Opposition Party Meeting: 'এবার বিয়েটা করুন, দাড়িটাও ছোট করে কাটুন,' পটনার বৈঠকে রাহুলকে পরামর্শ লালুর
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement