Opposition Party Meeting: বিজেপির বিরুদ্ধে বেঁধে লড়াইয়ের সিদ্ধান্ত বিরোধী দলগুলির! জুলাইতে সিমলাতে ফের বৈঠক

Last Updated:

Opposition Party Meeting: বিরোধী দলগুলির তরফে জানানো হয় লোকসভা নির্বাচন জোট বেধে লড়াই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

লোকসভা ভোটে জোট বেধেই লড়াইয়ের সিদ্ধান্ত বিরোধী দলগুলির
লোকসভা ভোটে জোট বেধেই লড়াইয়ের সিদ্ধান্ত বিরোধী দলগুলির
পাটনা: লোকসভা ভোটের আগে আরও একজোট বিরোধীরা। এদিন পাটনাতে বিরোধী দলগুলির বৈঠক ছিল। সেখানে অংশ নিয়েছিল তৃণমূল, কংগ্রেস, আপ, আরজেডি, জেডিইউ-সহ বাকি বিরোধী দলগুলি। সেই বৈঠকের পর একটি সাংবাদিক সম্মেলন হয়। সেখানে বিরোধী দলগুলির তরফে জানানো হয় লোকসভা নির্বাচন জোট বেধে লড়াই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মাসে ফের বৈঠকে বসতে চলেছে বিরোধী দলগুলি। আগামী মাসের ১২ জুলাই বৈঠকে বসছে দলগুলি।
জানা গিয়েছে, এই বৈঠকে জোট বেঁধে ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছে বিরোধীরা। তবে আগামী মাসের বৈঠকেই চিত্রটা আরও স্পষ্ট হবে। বৈঠকের বিষয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, “একসঙ্গে ভোটে লড়ার বিষয়ে প্রাথমিক সম্মতি হয়েছে। মল্লিকার্জুন খাড়গে মিটিং করবেন। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত। কোথায় কোন দল লড়াই করবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।” রাহুল গান্ধি বৈঠকের বিষয়ে বলেন, “সবার মধ্যেই ছোট বড় মতপার্থক্য থাকবে। কিন্তু নমনীয় হয়ে একসঙ্গে কাজ করব। কারণ আমাদের মূল লক্ষ্য এক। আরও গভীরে গিয়ে খুব শিগগিরই আলোচনা হবে।”
advertisement
advertisement
বৈঠকের পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা একসঙ্গে লড়াই করব। আমরা বিরোধীরা নই। আমরাও দেশের সন্তান। আমরা ঠিক করেছি বিজেপি সরকার ইতিহাস পরিবর্তন করতে চাইছে । আমাদের রাজ্যে রাজভবনকে যে পৃথক একটা সরকারি কার্যালয় বানিয়ে দিয়েছে। আমাদের রাজ্যের প্রতিষ্ঠা দিবস আমরা জানি না, কিন্তু ওরা জানে। কেউ ওদের বিরুদ্ধে বললে ইডি-সিবিআই লাগিয়ে দিচ্ছে। অর্থনীতি-বেকারত্ব নিয়ে এই কেন্দ্রীয় সরকার কোনও চিন্তা করে না। নিজের মর্জি মতো বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ করে। কালা কানুন নিয়ে আসছে। এগুলো আমরা একসঙ্গে লড়াই করব।”
advertisement
লালু প্রসাদ যাদব বলেন,  “আমি পুরোপুরি ফিট হয়ে গেছি। বিজেপিকে এবার আমি সরাব। শিমলার পরবর্তী বৈঠকে পরের ধাপ নিয়ে আলোচনা হবে। সবাই বলত, আমরা কেন একসাথে লড়াই করিনা। বাজারে গিয়ে দেখুন কি দাম জিনিসের। বেকারত্ব বাড়ছে। হনুমানের নাম নিয়ে শুধু ভোট করে। বিজেপির হাল কিন্তু খারাপ। মোদীর অবস্থাও খারাপ হবে। ২০০০ টাকার নোট বাতিল করল। কেন করল? রাহুল গান্ধি ভাল কাজ করেছে৷ পায়ে হেঁটে ভালো করে দেশ দেখেছে। রাহুলের এবার বিয়ে করা উচিত৷ বয়স এমন কিছু হয়নি। আর আমরা বরযাত্রী যাব। এবার দাড়িটা ছোট ছোট করে কাটুন।”
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Opposition Party Meeting: বিজেপির বিরুদ্ধে বেঁধে লড়াইয়ের সিদ্ধান্ত বিরোধী দলগুলির! জুলাইতে সিমলাতে ফের বৈঠক
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement