Tripura Assembly Election 2023: ভোট পরবর্তী অশান্তির ঘটনায় আক্রান্তদের খোঁজ নিতে এসে হামলার অভিযোগ বিরোধী দলের সাংসদদের 

Last Updated:

Tripura Assembly Election 2023: কংগ্রেসের এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি৷ তাদের অভিযোগ বিজেপি কর্মীরা নানা জায়গায় বারবার আক্রান্ত হচ্ছেন৷

আগরতলা: ত্রিপুরায় নির্বাচন পরবর্তী অশান্তির ঘটনায় গ্রাম পরিদর্শনে এসে আক্রান্ত হওয়ার অভিযোগ তুলল বাম-কংগ্রেস উভয়েই৷ তাঁদের অভিযোগ মোহনপুরে ও বিশালগড়ে আক্রান্ত হয়েছেন সংসদীয় প্রতিনিধি দলের সদস্যরা।
প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা জানিয়েছেন, "মোহনপুরে কংগ্রেস ও বামফ্রন্টের প্রতিনিধি দলের উপর আক্রমণের চেষ্টা করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী মানিক সাহাজি আপনার সুশাসন কি তাই করতে অনুমতি দিচ্ছে আপনার দলের কর্মীদের? মোহনপুরে আক্রান্তদের সঙ্গে দেখা করে কংগ্রেস ও বামফ্রন্টের প্রতিনিধি সাংসদ দল। তারপরেই জয় শ্রীরাম স্লোগানে বিশালগড়ে কংগ্রেস ও বামফ্রন্টের সাংসদ দলের উপর আক্রমণ চালায় বিজেপি।বিশালগড়ের নেহালচন্দ্রনগরে কংগ্রেস ও বামফ্রন্ট সাংসদ দলের উপর বিজেপির আক্রমণ, ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি।"
advertisement
advertisement
আরও পড়ুন: কুন্তল ঘোষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছিলেন বনি সেনগুপ্ত, কিন্তু কেন, জানালেন বাবা
কংগ্রেসের এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি৷ তাদের অভিযোগ বিজেপি কর্মীরা নানা জায়গায় বারবার আক্রান্ত হচ্ছেন৷ নির্বাচনোত্তর সন্ত্রাসদীর্ণ পরিস্থিতি খতিয়ে দেখার জন্য রাজ্যে সফররত সংসদীয় টিমের পক্ষ থেকে আজ  সকালবেলা মাননীয় রাজ্যপালের জরুরী সাক্ষাৎকারের জন্য আবেদন জানানো হয়েছে। যদিও গতকাল রাত ১০টা পর্যন্ত রাজভবন থেকে কোনও খবর জানানো হয়নি, অভিযোগ করেছেন বাম নেতা জীতেন্দ্র চৌধুরী। অন্য দিকে আজই ত্রিপুরার একাধিক জায়গায় বিজয় মিছিলের ডাক দিয়েছে বিজেপি৷ বিজেপির তরফে জানানো হয়েছে, যে সব জেলায় বা মণ্ডলে এখনও অবধি বিজয় মিছিল হয়নি তারা আজকে সেই বিজয় মিছিল করবে।
advertisement
ত্রিপুরায় ফের ক্ষমতায় ফিরেছে বিজেপি । ভোট পরবর্তী হিংসা  যাতে না হয়, সেকারণে আবেদন জানিয়েছিলেন মানিক সাহা । কিন্তু সে গুড়ে বালি। আবেদনে যবনিকা পড়েনি ভোট পরবর্তী হিংসায়। পরিবর্তে ভোটের ফলাফল প্রকাশ্যের পরেই ফের হিংসা শুরু হয় এলাকায়। আর এবার সেই ইস্যুতেই ভোট পরবর্তী হিংসায়  ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করতে এসেছেন বিরোধী ৮ সদস্যের প্রতিনিধি দল।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Assembly Election 2023: ভোট পরবর্তী অশান্তির ঘটনায় আক্রান্তদের খোঁজ নিতে এসে হামলার অভিযোগ বিরোধী দলের সাংসদদের 
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement