Ukraine Crisis: ইউক্রেন সঙ্কটে বিরল ছবি দিল্লিতে, সরকারের পাশে কংগ্রেস সহ বিরোধীরা
- Published by:Debamoy Ghosh
Last Updated:
রাহুল গান্ধির উদ্বেগ, রাশিয়ার ঘনিষ্ঠ হয়ে উঠছে চিন এবং পাকিস্তান। রাহুলের দাবি, ভারতীয়দের ফেরানোই আপাতত অগ্রাধিকার হওয়া উচিত (Ukraine crisis)।
#নয়াদিল্লি : ছবিটা বিরল বটে! বিষয় ইউক্রেন (Ukraine Crisis), সহমত শাসক-বিরোধী। একধাপ এগিয়ে, পরস্পরের প্রশংসায় পঞ্চমুখ দুই পক্ষ। সরকারের উদ্যোগে বৃহস্পতিবার শাসক-বিরোধী একসঙ্গে গঠনমূলক আলোচনা করেছে, তার প্রশংসা করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর।
বৈঠক থেকে বেরিয়ে তিনি বলেন, "ইউক্রেন (Ukraine) নিয়ে আজ সকালে বিদেশমন্ত্রকের উপদেষ্টা কমিটির বৈঠক হয়েছে দারুণ পরিবেশে। আমাদের উদ্বেগ এবং প্রশ্নের বিশদ ব্যাখা দেওয়ার জন্য এস জয়শঙ্কর এবং তাঁর সহকর্মীদের ধন্যবাদ জানাই। এই ভাবেই দেশের বিদেশনীতি চালিয়ে যাওয়া উচিত।"
advertisement
advertisement
তিনি আরও বলেছেন, "৬টি রাজনৈতিক দলের ৯জন সাংসদ বৈঠকে যোগ দিয়েছিলেন।" বিদেশমন্ত্রক সূত্রের খবর, এদিনের উপদেষ্টা কমিটির বৈঠকে ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে চিনের প্রসঙ্গ উত্থাপন করেন রাহুল গান্ধি।
সূত্রের খবর, রাহুল গান্ধির উদ্বেগ, রাশিয়ার ঘনিষ্ঠ হয়ে উঠছে চিন এবং পাকিস্তান। রাহুলের দাবি, ভারতীয়দের ফেরানোই আপাতত অগ্রাধিকার হওয়া উচিত। তবে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা জারি করা থেকে শুরু করে ফেরানোর প্রক্রিয়া শুরু করতে দেরি করেছে বলে উপদেষ্টা কমিটির বৈঠকে মন্তব্য করেন রাহুল গান্ধি।
advertisement
রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে সরকারের ভোটদান থেকে বিরত থাকাকে সমর্থন জানিয়েছে কংগ্রেস। কমিটির চেয়ারম্যান তথা বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে ইউক্রেনে আটকে থাকা সমস্ত ভারতীয়কে অপারেশন গঙ্গার মাধ্যমে দেশে ফেরানো হবে।অন্যদিকে, দেশে ফেরা সব পড়ুয়ারই অভিযোগ, ইউক্রেন থেকে সীমান্ত বা পাশ্ববর্তী দেশে পৌঁছনোই তাঁদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মাইলের পর মাইল হেঁটে, প্রাকৃতিক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে প্রতিবেশী দেশে পৌঁছতে হচ্ছে।
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য, ইউক্রেন ইস্যুতে ঐক্যবদ্ধ সরকার-বিরোধী পক্ষ। সুরক্ষিতভাবে যাতে সমস্ত ভারতীয় পড়ুয়াকে ফেরানো যায়, তার জন্য সরকারকে সবরকম সমর্থনের আশ্বাস দেওয়া হয়েছে বিরোধীদের তরফে। আজ সকালে ইউক্রেন নিয়ে বৈঠকে বসে বিদেশমন্ত্রকের উপদেষ্টা কমিটি। সূত্রের খবর, বৈঠকে সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছে বিরোধীরা। যত দ্রুত সম্ভব যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয় পড়ুয়াদের ফেরানোর দাবি জানিয়েছেন কমিটির সদস্যরা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 04, 2022 7:39 AM IST