Parliament News: ‘ভোটার আইডি কার্ড, বন্দুক, চকোলেট’...জঙ্গি নিয়ে চিদম্বরমের প্রশ্নের পাল্টা সংসদে কড়া জবাব অমিত শাহর

Last Updated:

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে সোমবার জম্মু ও কাশ্মীর পুলিশ, সিআরপিএফ এবং সেনাবাহিনী একসাথে অপারেশন মহাদেব পরিচালনা করে। জঙ্গি সুলেমান, জিবরান এবং আফজল নিহত হয়।

News18
News18
নয়াদিল্লি: ভোটার আইডি কার্ড, বন্দুক, কার্টিজ…আর সবশেষে চকোলেট৷ পহেলগাঁও কাণ্ডে জড়িত, সোমবারের এনকাউন্টারে খতম জঙ্গিরা যে পাকিস্তানের৷ পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেই গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় হামলা চালিয়েছিল ওরা৷ যে হামলায় মারা গিয়েছিল ২৬ জন নিরপরাধ পর্যটক৷ কংগ্রেস নেতা পি চিদম্বরমের প্রশ্নের উত্তরে সংসদে দাঁড়িয়ে কড়া ভাষায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানালেন, তাঁদের সরকারের কাছে সব রকমের প্রমাণ আছে যে ওই জঙ্গিরা পাকিস্তানি৷
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘‘গতকাল ওরা (কংগ্রেস) প্রশ্ন তুলেছিল জঙ্গিরা কোথা থেকে এসেছে, এর জন্য কারা দায়ী৷ অবশ্যই, এই দুর্ঘটনা রুখতে না পারার জন্য আমরা দায়ী৷ আমরা সরকারে রয়েছি৷’’
শাহ বলেন, ‘‘চিদাম্বরম জি প্রশ্ন তুলেছেন, কী প্রমাণ আছে যে জঙ্গিরা পাকিস্তান থেকেই এসেছিল? আমি ওঁরে প্রশ্ন করতে চাই পাকিস্তানকে বাঁচিয়ে আপনার কী লাভ? উনি যখনই এইপ্রশ্ন তুলছেন, তাঁর অর্থ দাঁড়াচ্ছে, তিনি আদতে পাকিস্তানকেই ক্লিন চিট দিতে চাইছেন৷’’
advertisement
advertisement
শাহ জানান, ‘‘আমাদের কাছে ওদের (পাকিস্তানের) ভোটার আইডি কার্ডের নম্বর রয়েছে৷ রাইফল, কার্টিজ যেগুলো ওরা ব্যবহার করেছিল সব পাকিস্তানে তৈরি৷ ওদের কাছে পাকিস্তানের চকোলেটও মিলেছে৷ ’’
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে সোমবার জম্মু ও কাশ্মীর পুলিশ, সিআরপিএফ এবং সেনাবাহিনী একসাথে অপারেশন মহাদেব পরিচালনা করে। জঙ্গি সুলেমান, জিবরান এবং আফজল নিহত হয়।
advertisement
সন্ত্রাসীদের কাছ থেকে তিনটি রাইফেল উদ্ধার করা হয়েছে। যে রাইফেল দিয়ে পহেলগাঁও হামলা চালানো হয়েছিল সেগুলিও সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, সন্ত্রাসীদের কাছ থেকে এম৯ আমেরিকান রাইফেল এবং দুটি একে-৪৭ উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধার হওয়া শেল এবং কার্তুজ বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন। নিশ্চিত হয়েছেন যে এই অস্ত্র দিয়েই পহেলগাঁওয়ে হামলা চালানো হয়েছিল।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Parliament News: ‘ভোটার আইডি কার্ড, বন্দুক, চকোলেট’...জঙ্গি নিয়ে চিদম্বরমের প্রশ্নের পাল্টা সংসদে কড়া জবাব অমিত শাহর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement