২২ এপ্রিল থেকে ১৭ জুন...এর মাঝে ফোনে কোনও কথা হয়নি মোদি আর ট্রাম্পের, সংসদে স্পষ্ট জানালেন জয়শঙ্কর
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
এবার নয়৷ ২৬ বার৷ ভারতের তরফে বার বার অস্বীকার করা সত্ত্বেও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাগাড়ে দাবি করে গিয়েছেন, তাঁর মধ্যস্থতাতেই থেমেছেল ভারত-পাকিস্তান সংঘর্ষ৷ তিনিই নাকি, বাণিজ্য চুক্তি বাতিলের ‘ভয়’ দেখিয়ে পরমাণু শক্তিধর দুই দেশকে একে অপরের সঙ্গে লড়ে যাওয়ার পথ থেকে দূরে সরিয়ে এনেছেন৷
advertisement
ট্রাম্পের দাবি সর্বসমক্ষে আসার পর থেকেই বিরোধীদের রোষের মুখে পড়েছিল কেন্দ্রীয় সরকার৷ প্রশ্ন তুলেছিল, দেশের অভ্যন্তরী বিষয়ে কী করে নাক গলায় অন্য দেশের কেউ? যদিও ট্রাম্পের সেই দাবি বারবার নাকচ করা হয়েছে সেনা বাহিনীর তরফে৷ সোমবার বাদল অধিবেশনে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা চলাকালীন আরও এক সংসদকে তা জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর৷ বললেন...
advertisement
advertisement
advertisement
advertisement
গগৈ বলেন, ‘‘গোটা দেশ এবং বিরোধীরা প্রধানমন্ত্রী মোদিকে সমর্থন করছিল। হঠাৎ করে, ১০ মে, আমরা জানতে পারলাম যে যুদ্ধবিরতি হয়েছে। কেন? আমরা প্রধানমন্ত্রী মোদির কাছ থেকে জানতে চেয়েছিলাম যে পাকিস্তান যদি হাঁটু গেড়ে বসতে প্রস্তুত থাকে, তাহলে আপনি কেন থামলেন এবং কার কাছে আত্মসমর্পণ করলেন? মার্কিন রাষ্ট্রপতি ২৬ বার বলেছেন যে তিনি ভারত ও পাকিস্তানকে যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য করেছেন৷’’