গায়ে বুলেট প্রুফ জ্যাকেট...পকেটে AR-style রাইফেল! এবার এলোপাথাড়ি গুলিতে রক্তাক্ত খাস নিউ ইয়র্ক

Last Updated:

নিউ ইয়র্ক পুলিশ ৩২ এবং ৩৩ তলা উভয় জায়গা থেকেই ফোন পায়। নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, এই হামলার ঘটনা একজন পুলিশ অফিসার সহ কমপক্ষে ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন।

News18
News18
ওয়াশিংটন: সোমবার (স্থানীয় সময়) নিউ ইয়র্কের সেন্ট্রাল ম্যানহাটনে বন্দুকবাজের গুলিতে নিউ ইয়র্ক পুলিশ বিভাগের একজন আধিকারিকসহ কমপক্ষে চারজন নিহত হয়েছেন বলে জানা গেছে। লাস ভেগাসের বাসিন্দা ২৭ বছর বয়সি শেন তামুরা নামে ওই বন্দুকধারীও আত্মহত্যা করেছেন বলে স্থানীয় পুলিশ সূত্রে খবর।
তদন্তকারীদের মতে, সন্দেহভাজন বন্দুকধারী, যিনি এখন মৃত, তার কাছে একটি গোপনে বন্দুক বহন করার লাইসেন্স ছিল। সিএনএন-এর প্রতিবেদন অনুসারে, তার একটি মেয়াদোত্তীর্ণ প্রাইভেট ইনভেস্টিগেটর লাইসেন্সও ছিল।
advertisement
নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বন্দুকবাজ একটি বুলেট প্রুফ ভেস্ট পরেছিল৷ সঙ্গে রেখেছিল AR-style রাইফেল৷ সেই রাইফেল দিয়েই গ্র্যান্ড সেন্ট্রাল স্টেশন, রকফেলার সেন্টার এবং the Museum of Modern Art থেকে মাত্র কয়েক ব্লক দূরে মিডটাউন ম্যানহাটনের জনাকীর্ণ অংশে পার্ক অ্যাভিনিউয়ের আকাশচুম্বী বহুতলের ভিতরে এলোপাথাড়ি বন্দুক চালায়৷
advertisement
সন্দেহভাজন বন্দুকধারী প্রথমে সন্ধ্যে ৬:৪০ এর দিকে ৩৪৫ পার্ক অ্যাভিনিউয়ের লবিতে একজন নিউ ইয়র্ক পুলিশ অফিসারের সাথে গুলি বিনিময় করে। এরপর সে ৩৩ তলায় উঠে যায় এবং তারপর অফিস টাওয়ারের ভেতরে নিজেকে আটকে রাখে, সম্ভবত ভবনের ৩২ তলায়, যার ফলে এলাকায় লকডাউন শুরু হয়।
advertisement
advertisement
নিউ ইয়র্ক পুলিশ ৩২ এবং ৩৩ তলা উভয় জায়গা থেকেই ফোন পায়। নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, এই হামলার ঘটনা একজন পুলিশ অফিসার সহ কমপক্ষে ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন।
বাংলা খবর/ খবর/বিদেশ/
গায়ে বুলেট প্রুফ জ্যাকেট...পকেটে AR-style রাইফেল! এবার এলোপাথাড়ি গুলিতে রক্তাক্ত খাস নিউ ইয়র্ক
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement