ট্রেনে চেপে দিনের পর দিন যা চলছিল...সব ফাঁস করে দিল RPF! ‘অপারেশন নারকোস’-এ কী উঠে এল?
- Published by:Tias Banerjee
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
গ্রেফতার একের পর এক মাদক পাচারকারীরা! ভারতের মতো দেশে যেখানে রেল পরিষেবা সাশ্রয়ী, সহজলভ্য ও বিস্তৃত, সেখানে পাচারকারীরা প্রায়ই মাদক পরিবহনের প্রধান মাধ্যম হিসেবে রেলপথকে ব্যবহার করে থাকে।
নয়া দিল্লি: বিশ্বব্যাপী বাড়তে থাকা মাদকদ্রব্যের অপব্যবহার আজ একটি গভীর সংকটে পরিণত হয়েছে। রাষ্ট্রসংঘের কার্যালয় ড্রাগস অ্যান্ড ক্রাইম (UNODC)-এর রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালে প্রায় ২৯৬ মিলিয়ন মানুষ মাদক সেবন করেছে— যা গত এক দশকে ২৩% বৃদ্ধি প্রমাণ করে।
ভারতের মতো দেশে যেখানে রেল পরিষেবা সাশ্রয়ী, সহজলভ্য ও বিস্তৃত, সেখানে পাচারকারীরা প্রায়ই মাদক পরিবহনের প্রধান মাধ্যম হিসেবে রেলপথকে ব্যবহার করে থাকে। তারা অসংরক্ষিত কামরা, স্লিপার কোচ, পার্সেল ভ্যান এমনকি নিরীহ যাত্রীদেরও পাচারে ব্যবহার করে থাকে। এর ফলে আইনপ্রয়োগকারী সংস্থাগুলির জন্য তৈরি হয়েছে একটি জটিল চ্যালেঞ্জ।
তবে এই হুমকির মোকাবিলায় ভারতীয় রেলওয়ের রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) এখন আরও সতর্ক ও সক্রিয়।
advertisement
advertisement

advertisement
রেলে মাদক পাচারের বিরুদ্ধে বড় সাফল্য আরপিএফ-এর, ‘অপারেশন নারকোস’-এ কোটি টাকার নিষিদ্ধ দ্রব্য জব্দ
🎯 ‘অপারেশন নারকোস’-এ নজিরবিহীন সাফল্য
রেল মন্ত্রকের আওতাধীন ‘অপারেশন নারকোস’ অভিযানের মাধ্যমে ২০২৪ সালে আরপিএফ ২২০ কোটি টাকারও বেশি মূল্যের মাদকদ্রব্য জব্দ করেছে এবং ১,৩৮৮ জন পাচারকারীকে গ্রেফতার করেছে। এই সংক্রান্ত নজরদারি, তল্লাশি এবং গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানের গতি অব্যাহত রয়েছে।
advertisement
২০২৫ সালের প্রথম চার মাসেই আরপিএফ ৬৮ কোটির বেশি মূল্যের মাদক জব্দ করেছে, যা গোয়েন্দা তথ্য এবং সমন্বিত প্রয়োগের সাফল্যকে আরও স্পষ্ট করে তোলে।
🔍 মাল্টি-লেভেল নজরদারি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার
আরপিএফ এখন একটি বহুমুখী কৌশল গ্রহণ করেছে। যার মধ্যে রয়েছে:
advertisement
আরপিএফ একাধিক সংস্থার সঙ্গে যৌথ অভিযানও চালাচ্ছে, যার মধ্যে রয়েছে:
advertisement
🧠 জনসচেতনতা বাড়াতে উদ্যোগ
শুধু অভিযান নয়, রেল কর্মচারী ও যাত্রীদের জন্য সচেতনতামূলক কর্মসূচিও চালানো হচ্ছে। সাধারণ মানুষকে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে জানানো হচ্ছে এবং সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে তথ্য দেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে।
উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন—
“আরপিএফ-এর নিরন্তর প্রচেষ্টায় রেলপথে মাদক পাচার অনেকটাই রোধ করা গেছে। এর ফলে লক্ষ লক্ষ যাত্রীকে সুরক্ষিত ভ্রমণ অভিজ্ঞতা দেওয়া সম্ভব হয়েছে। তবে শুধু নিরাপত্তা বাহিনীর উদ্যোগ যথেষ্ট নয়— জনসচেতনতা, সতর্কতা এবং সক্রিয় নাগরিক অংশগ্রহণ অপরিহার্য।”
advertisement
তিনি আরও বলেন,
মাদক পাচার বন্ধে আরপিএফ-এর এই সাফল্য নিঃসন্দেহে প্রশংসনীয়। কিন্তু লড়াই এখনও বাকি। প্রতিটি সচেতন নাগরিকের ছোট উদ্যোগই বড় পার্থক্য গড়ে দিতে পারে। সন্দেহজনক কিছু দেখলেই রিপোর্ট করুন — কারণ নীরবতা নয়, সচেতনতাই হচ্ছে সমাজ বাঁচানোর পথ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 28, 2025 1:59 PM IST

