ট্রেনের ভিতর অভিভাবক ছাড়াই ঘুরছিল শিশুরা... ছয় নাবালককে উদ্ধার করল আরপিএফ
- Published by:Rachana Majumder
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানিয়েছেন, RPF-এর দ্রুত এবং সতর্ক পদক্ষেপের ফলে ছয় নাবালককে সময়মতো উদ্ধার করা গিয়েছে। নিয়মিত আরপিএফ ও জিআরপি বিভিন্ন রেল স্টেশনে নজরদারি চালায়৷ ফলে শিশু ও কিশোর-কিশোরী উদ্ধার হয়।
নয়াদিল্লি: অপারেশন নান্নে ফারিস্তের অধীনে ছয় শিশুকে উদ্ধার করল RPF, ER। পূর্ব রেলওয়ের আসানসোল ডিভিশনের রেলওয়ে সুরক্ষা বাহিনীর কর্মীরা ছয় নাবালককে সফলভাবে উদ্ধার করল। আসানসোল, দুমকা এবং সিমুলতলা রেলওয়ে স্টেশনের বিভিন্ন ট্রেন এবং স্টেশন প্রাঙ্গণ থেকে নাবালকদের খুঁজে বের করা হয়।
শিশুদের মধ্যে চারজনকে কোনও অভিভাবক ছাড়াই ট্রেনে দেখা যাচ্ছিল। এই অভিযানের অধীনে হারিয়ে যাওয়া এবং পাচার হওয়া শিশুদের রেল স্টেশন এবং ট্রেন থেকে উদ্ধার করা হয় এবং নিরাপদ আশ্রয় প্রদান করা হয়। পূর্ব রেলওয়ের রেল সুরক্ষা বাহিনী (RPF) যাত্রীদের নারী ও শিশুদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। জানুয়ারী থেকে অক্টোবর পর্যন্ত অপারেশন AAHT এর Nanhe Faristey-এর অধীনে সাফল্য অর্জন করেছে। ৯২ জন কিশোর এবং ১৬ জন প্রাপ্তবয়স্ক-সহ ১০৮ জন পাচারকারীকে উদ্ধার করা হয়েছে এবং হাওড়া, শিয়ালদহ, আসানসোল এবং মালদহ ডিভিশন জুড়ে ৪৫ জন পাচারকারীকে গ্রেফতার করেছে।
advertisement
advertisement
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানিয়েছেন, RPF-এর দ্রুত এবং সতর্ক পদক্ষেপের ফলে ছয় নাবালককে সময়মতো উদ্ধার করা গিয়েছে। নিয়মিত আরপিএফ ও জিআরপি বিভিন্ন রেল স্টেশনে নজরদারি চালায়৷ ফলে শিশু ও কিশোর-কিশোরী উদ্ধার হয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 17, 2025 9:49 AM IST

