ট্রেনের ভিতর অভিভাবক ছাড়াই ঘুরছিল শিশুরা... ছয় নাবালককে উদ্ধার করল আরপিএফ

Last Updated:

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানিয়েছেন, RPF-এর দ্রুত এবং সতর্ক পদক্ষেপের ফলে ছয় নাবালককে সময়মতো উদ্ধার করা গিয়েছে। নিয়মিত আরপিএফ ও জিআরপি বিভিন্ন রেল স্টেশনে নজরদারি চালায়৷ ফলে শিশু ও কিশোর-কিশোরী উদ্ধার হয়।

* অপারেশন নান্নে ফারিস্তে, কামাল করল আসানসোলে
* অপারেশন নান্নে ফারিস্তে, কামাল করল আসানসোলে
নয়াদিল্লি: অপারেশন নান্নে ফারিস্তের অধীনে ছয় শিশুকে উদ্ধার করল RPF, ER। পূর্ব রেলওয়ের আসানসোল ডিভিশনের রেলওয়ে সুরক্ষা বাহিনীর কর্মীরা ছয় নাবালককে সফলভাবে উদ্ধার করল। আসানসোল, দুমকা এবং সিমুলতলা রেলওয়ে স্টেশনের বিভিন্ন ট্রেন এবং স্টেশন প্রাঙ্গণ থেকে নাবালকদের খুঁজে বের করা হয়।
শিশুদের মধ্যে চারজনকে কোনও অভিভাবক ছাড়াই ট্রেনে দেখা যাচ্ছিল। এই অভিযানের অধীনে হারিয়ে যাওয়া এবং পাচার হওয়া শিশুদের রেল স্টেশন এবং ট্রেন থেকে উদ্ধার করা হয় এবং  নিরাপদ আশ্রয় প্রদান করা হয়। পূর্ব রেলওয়ের রেল সুরক্ষা বাহিনী (RPF) যাত্রীদের  নারী ও শিশুদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। জানুয়ারী থেকে অক্টোবর পর্যন্ত অপারেশন AAHT  এর Nanhe Faristey-এর অধীনে সাফল্য অর্জন করেছে।  ৯২ জন কিশোর এবং ১৬ জন প্রাপ্তবয়স্ক-সহ ১০৮ জন পাচারকারীকে উদ্ধার করা হয়েছে এবং হাওড়া, শিয়ালদহ, আসানসোল এবং মালদহ ডিভিশন জুড়ে ৪৫ জন পাচারকারীকে গ্রেফতার করেছে।
advertisement
advertisement
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানিয়েছেন, RPF-এর দ্রুত এবং সতর্ক পদক্ষেপের ফলে ছয় নাবালককে সময়মতো উদ্ধার করা গিয়েছে। নিয়মিত আরপিএফ ও জিআরপি বিভিন্ন রেল স্টেশনে নজরদারি চালায়৷ ফলে শিশু ও কিশোর-কিশোরী উদ্ধার হয়।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ট্রেনের ভিতর অভিভাবক ছাড়াই ঘুরছিল শিশুরা... ছয় নাবালককে উদ্ধার করল আরপিএফ
Next Article
advertisement
West Bengal Weather Update: কার্তিকেই রাজ্য জুড়ে শীতের আমেজ ! কিছুটা বাড়বে তাপমাত্রা, কুয়াশাচ্ছন্ন আকাশ
কার্তিকেই রাজ্য জুড়ে শীতের আমেজ ! কিছুটা বাড়বে তাপমাত্রা, কুয়াশাচ্ছন্ন আকাশ
  • কার্তিকেই রাজ্য জুড়ে শীতের আমেজ !

  • কিছুটা বাড়বে তাপমাত্রা

  • কুয়াশাচ্ছন্ন আকাশ

VIEW MORE
advertisement
advertisement