জম্মু কাশ্মীরে অপরেশন অলআউট! এ বছর ৮৯ জন জঙ্গি খতম, বড়সড় ধাক্কা হিজবুলে

Last Updated:

এবছর সেনাবাহিনীর জন্য সবথেকে বড় সাফল্য হল হিজবুল মুজাহিদ্দিন প্রধান রিয়াজ নাইকুর হত্যা৷ জানুয়ারি মাস থেকে নিরাপত্তা বাহিনীর লাগাতার অভিযানে রীতিমত কোণঠাসা হিজবুল গোষ্ঠী৷

#নয়াদিল্লি: এ বছর জঙ্গি মোকাবিলায় অনেকটাই সফল ভারতীয় সেনা৷ বছর শুরুর থেকে ৮৯ জন জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনাবাহিনী ও পুলিশ৷ যার মধ্যে অন্যতম সাফল্য হিজবুল প্রধান রিয়াজ নাইকুর হত্যা৷
জম্মু ও কশ্মীরের পুলিশ আই জি বিজয় কুমার জানান যে, সন্ত্রাস বিরোধী অভিযান চলছে৷ তবু তার জন্য বেছে নেওয়া হয়েছে নতুন কৌশল৷ যন্ত্রের ওপর বেশি নির্ভর না করে স্থানীয় মানুষের বুদ্ধিমত্তার ওপর বেশি জোর দিয়েছেন তাঁরা৷ অভিযান চলার সময় যাতে স্থানীয়রা কোনও ভাবে আহত না হন, তার দিকেও ছিল প্রবল নজর৷ এই কয়েকমাসে প্রতিটি জঙ্গিগোষ্ঠীর মাথাদের দিকে পাখির চোখ ছিল আমাদের, এবং সেইভাবে এগিয়েছি আমরা, বলছেন বিজয় কুমার৷
advertisement
advertisement
জঙ্গিগোষ্ঠীরাও সচেতন হয়ে গিয়েছে৷ ফলে ৬ মাস আগে দলে যেভাবে লোক নিয়োগ হত, এখন তার থেকে অনেকটাই কমেছে৷ ৮৯ জন জঙ্গির মধ্যে ৪৬ জনই মুজাহিদিনের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে৷
নাইকু ছাড়াও লস্কর-ই-তৈবার হায়দার, জইশ ই মহম্মদ কম্যান্ডর করি ইয়াসিন, অনসর গুজাওয়াত উল হিন্দের বুরহান কোকারও মৃত্যু হয়েছে নিরাপত্তা রক্ষীদের হাতে৷ কাশ্মীরের এক পুলিশ কর্তায় কথায়, জম্মু কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা সরে যাওয়ার পরপর এই সব জঙ্গিদের খোঁজ পাওয়া কিছুটা মুশকিল হচ্ছিল৷ বন্ধ ছিল ইন্টারনেট পরিষবা বন্ধ থাকার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল৷ তাই সমস্যা বাড়ছিল৷
advertisement
দেশজুড়ে যখন লকডাউন চলছিল, তখনও জোর তৎপরতা নজর পড়েছে সোনা বাহিনীতে৷ সিআরপিএফের স্পেশাল ডিজি জুলফিকার হুসেইন জানাচ্ছেন যে, লকডাউনের সময় জোর কদমে চলছে জঙ্গী পকড়ানোর কাজ৷
বাংলা খবর/ খবর/দেশ/
জম্মু কাশ্মীরে অপরেশন অলআউট! এ বছর ৮৯ জন জঙ্গি খতম, বড়সড় ধাক্কা হিজবুলে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement