হায় রে! ICU বেডের অপেক্ষায় মায়ের মৃত্যু, হাসপাতালের টয়লেটে আটকে মারা গেলেন দিদা!

Last Updated:
করোনা ভাইরাসে নয়, মহারাষ্ট্রে অত্যন্ত খারাপ স্বাস্থ্য পরিষেবার ফলে শেষ হয়ে গেল 'হাসিখুশি' পরিবার৷ এমনই গুরুতর অভিযোগ উঠছে
1/7
▪️৯ দিনের মধ্যে শেষ হয়ে গেল পরিবার! করোনা ভাইরাসের থেকেও জঘন্য স্বাস্থ্য পরিষেবা কেড়ে নিল মা ও দিদিমাকে৷ এবং সেই মৃত্যুও হল মর্মান্তিক৷ ঘটনা মুম্বইয়ের জলগাঁওয়ের৷
▪️৯ দিনের মধ্যে শেষ হয়ে গেল পরিবার! করোনা ভাইরাসের থেকেও জঘন্য স্বাস্থ্য পরিষেবা কেড়ে নিল মা ও দিদিমাকে৷ এবং সেই মৃত্যুও হল মর্মান্তিক৷ ঘটনা মুম্বইয়ের জলগাঁওয়ের৷
advertisement
2/7
▪️হর্ষল নেহেতের মা ও দিদিমার করোনা সংক্রমণ ধরা পড়ে৷ মা টিনার বয়স ৬০ এবং দিদিমা মালতির বয়স ছিল ৮২৷
▪️হর্ষল নেহেতের মা ও দিদিমার করোনা সংক্রমণ ধরা পড়ে৷ মা টিনার বয়স ৬০ এবং দিদিমা মালতির বয়স ছিল ৮২৷
advertisement
3/7
▪️প্রথম অবস্থাতে হাসপাতালে ICU বেডের জন্য ৬ ঘণ্টা অপেক্ষা করতে করতে মৃত্যুর কোলে লুটিয়ে পড়েন ৬০ বছরের করোনা আক্রান্ত টিনাদেবী৷
▪️প্রথম অবস্থাতে হাসপাতালে ICU বেডের জন্য ৬ ঘণ্টা অপেক্ষা করতে করতে মৃত্যুর কোলে লুটিয়ে পড়েন ৬০ বছরের করোনা আক্রান্ত টিনাদেবী৷
advertisement
4/7
▪️এই ঘটনার কিছুদিন পর হাসপাতালের টয়লেট থেকে উদ্ধার হয় ৮২ বছরের দিদিমার দেহ৷ সরকারি হাসপাতালের শৌচালয়ের মধ্যে থেকে উদ্ধার হয় মালতিদেবীর পচাগলা কোকড়ানো দেহ!
▪️এই ঘটনার কিছুদিন পর হাসপাতালের টয়লেট থেকে উদ্ধার হয় ৮২ বছরের দিদিমার দেহ৷ সরকারি হাসপাতালের শৌচালয়ের মধ্যে থেকে উদ্ধার হয় মালতিদেবীর পচাগলা কোকড়ানো দেহ!
advertisement
5/7
▪️জানা গিয়েছে যে, ২ জুন থেকে সরকারি হাসপাতালেই খোঁজ মিলছিল না তাঁর৷ স্বাস্থ্যকর্মীরা বলেন যে, তিনি হাসপাতাল থেকে চেলে গিয়েছেন৷ ৮ দিন কেউ তাঁর কোনও খোঁজ নেয়নি এমনকি যেই শৌচালয়ে তিনি আটকে ছিলেন সেটিও খোলা হয়নি৷
▪️জানা গিয়েছে যে, ২ জুন থেকে সরকারি হাসপাতালেই খোঁজ মিলছিল না তাঁর৷ স্বাস্থ্যকর্মীরা বলেন যে, তিনি হাসপাতাল থেকে চেলে গিয়েছেন৷ ৮ দিন কেউ তাঁর কোনও খোঁজ নেয়নি এমনকি যেই শৌচালয়ে তিনি আটকে ছিলেন সেটিও খোলা হয়নি৷
advertisement
6/7
▪️পরবর্তীকালে পচা গন্ধের ব্যাপারে অভিযোগ জানানোর পর শেষ পর্যন্ত ভাঙা হয় টয়লেটের দরজা৷ এরপরই হাসপাতালের ডিন সহ ৪ উচ্চপদস্থ আধিকারিককে বরখাস্ত করা হয়৷ কেন এমন ঘটনা ঘটল, তারও তদন্ত শুরু করা হয়৷ এর আগে একই হাসপাতালে আরও ৩ করোনা আক্রান্ত শৌচালয়ে যাওয়ার পথে মারা গিয়েছেন৷
▪️পরবর্তীকালে পচা গন্ধের ব্যাপারে অভিযোগ জানানোর পর শেষ পর্যন্ত ভাঙা হয় টয়লেটের দরজা৷ এরপরই হাসপাতালের ডিন সহ ৪ উচ্চপদস্থ আধিকারিককে বরখাস্ত করা হয়৷ কেন এমন ঘটনা ঘটল, তারও তদন্ত শুরু করা হয়৷ এর আগে একই হাসপাতালে আরও ৩ করোনা আক্রান্ত শৌচালয়ে যাওয়ার পথে মারা গিয়েছেন৷
advertisement
7/7
▪️পুণে শহরে বেসরকারি সংস্থায় কর্মরত হর্ষলের স্ত্রী গর্ভবতী৷ কিছুদিনের মধ্যেই তার সন্তান প্রসবের সম্ভাবনা৷ অন্যদিকে নাসিকের এক বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন তার বাবা৷ অন্যদিকে মা ও দিদিমার মৃ্ত্যুতে শেষকৃত্যের জন্য আসতে পারছেন না কেউই৷ Representative Image
▪️পুণে শহরে বেসরকারি সংস্থায় কর্মরত হর্ষলের স্ত্রী গর্ভবতী৷ কিছুদিনের মধ্যেই তার সন্তান প্রসবের সম্ভাবনা৷ অন্যদিকে নাসিকের এক বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন তার বাবা৷ অন্যদিকে মা ও দিদিমার মৃ্ত্যুতে শেষকৃত্যের জন্য আসতে পারছেন না কেউই৷ Representative Image
advertisement
advertisement
advertisement