Bangalore Traffic Problem: ৬ কিলোমিটার রাস্তা যেতে ৪৬ ঘণ্টা সময়, বেঙ্গালুরুর ট্রাফিকে নাজেহাল শহরবাসী

Last Updated:

Bangalore Traffic Problem: আয়ুষ সিং বলে একজন তাঁর টুইটার হ্যান্ডেলে একটা পোস্ট শেয়ার করেছেন৷ সেখানে দেখা যাচ্ছে, মাত্র ৬ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে গাড়ির সময় লাগছে প্রায় ৪৪ মিনিট৷ তার চেয়ে হেঁটে যেতে অনেক কম সময় লাগে৷ ৪২ মিনিটেই হেঁটে গন্তব্যে পৌঁছানো যাওয়া যাবে বলে জানা যায়৷

গাড়ির থেকে হেঁটে যেতে কম সময় লাগে, ব্যঙ্গালুরুর ট্র্যাফিক জ্যামে পড়ে পোস্ট এক ব্যক্তির(Photo credits: X)
গাড়ির থেকে হেঁটে যেতে কম সময় লাগে, ব্যঙ্গালুরুর ট্র্যাফিক জ্যামে পড়ে পোস্ট এক ব্যক্তির(Photo credits: X)
বেঙ্গালুরু: বেঙ্গালুরুতে ট্রাফিক জ্যামের গল্প অনেকেই জানেন৷ আগেও সোশ্যাল মিডিয়াতে এই শহরের ট্র্যাফিক নিয়ে নানা ধরনের গল্প চালু রয়েছে৷ নানা মিমও প্রতিদিন শেয়া হচ্ছে৷ এবার একজন গুগল ম্যাপ শেয়ার করলেন৷ সেখানে দেখা যাচ্ছে একটা জায়গা থেকে আর এক জায়গায় যেতে গাড়ির থেকে পায়ে হেঁটে কম সময় লাগছে৷
আয়ুষ সিং বলে একজন তাঁর টুইটার হ্যান্ডেলে একটা পোস্ট শেয়ার করেছেন৷ সেখানে দেখা যাচ্ছে, মাত্র ৬ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে গাড়ির সময় লাগছে প্রায় ৪৪ মিনিট৷
advertisement
তার চেয়ে হেঁটে যেতে অনেক কম সময় লাগে৷ ৪২ মিনিটেই হেঁটে গন্তব্যে পৌঁছানো যাওয়া যাবে বলে জানা যায়৷ আয়ুষের যাত্রাপথ ছিল বিগ্রেড মোট্রোপলিস থেকে কেআর পুরম রেলওয়ে স্টেশন পর্যন্ত৷
advertisement
পোস্টটি কিছু ক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায়৷ অনেকেই কমেন্টে লেখেন, ‘‘এ কেবল বেঙ্গালুরুর সমস্যা নয়৷  দিল্লি, মুম্বই সব শহরেই পিক আওয়ারে একই গল্প৷’’ একজন আবার শহরের কাঠামো নিয়েই প্রশ্ন তুলেছেন, তাঁর বক্তব্য, ‘‘শহরগুলোর ফুটপাতের যা অবস্থা, তাতে আমি ঘণ্টার পর ঘণ্টা জ্যামে কাটাতে রাজি৷ কিন্তু ফুটপাত দিয়ে হাঁটতে পারব না৷’’
advertisement
advertisement
একজন আবার কমেন্ট সেকশনে রসিক মন্তব্য করে লিখেছেন,‘‘বেঙ্গালুরু আমাদের শরীরে ফিটনেস নিয়ে ভাবছে৷ তাই জন্য ট্রাফিক সিগন্যাল গুলোও চায় আমরা হেঁটেই গন্তব্যে পৌঁছে যাই৷’’
প্রসঙ্গত বেঙ্গালুরুর এই ট্র্যাফিক যন্ত্রণা নতুন কিছু নয়৷ প্রতিদিনই ঘণ্টার পর ঘণ্টা অফিসের সময় ট্র্যাফিক জ্যামে মানুষজন ফেঁসে যায়৷ একবার একটা পোস্ট ভাইরাল হয়েছিল, সেখানে দেখা যায় একজন তাঁর বন্ধুকে এয়ারপোর্টে ছাড়তে এসেছিলেন৷ বন্ধুটি ফ্লাইট চেপে গন্তব্যে পৌঁছে যান, অথচ ব্যক্তিটি জ্যামে ফেঁসে কয়েক কিলোমিটারও এগোতে পারেননি৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bangalore Traffic Problem: ৬ কিলোমিটার রাস্তা যেতে ৪৬ ঘণ্টা সময়, বেঙ্গালুরুর ট্রাফিকে নাজেহাল শহরবাসী
Next Article
advertisement
সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি, নিয়তির আশ্চর্য সমাপতন, নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা সুলক্ষণা পণ্ডিত
সঞ্জীব কুমারকে ভালবেসেও বিয়ে হয়নি,নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা
  • সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি

  • নিয়তির আশ্চর্য সমাপতন

  • নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা

VIEW MORE
advertisement
advertisement