Viral Video: নিজের প্রাপ্য টাকা দিলেন অন্যজনকে, ফুড ডেলিভারি কর্মীর সৌজন্যে মুগ্ধ নেটিজেনরা

Last Updated:

Delivery Man Deserves Respect: তাঁর বক্তব্য তিনি একা৷ কিন্তু অপর ব্যক্তিটি সম্ভবত ফ্যামিলি ম্যান৷ ওনার কাঁধেই বেশি দায়িত্ব থাকার কথা৷ সুতরাং টাকাটি যেন ওই ব্যক্তিকেই  দেওয়া হয়৷ অনেক বাকবিতন্ডার পর শেষ অবধি মহিলাটি অপরজনকে টাকা দিতে রাজি হন৷

ফুড ডেলিভিরি কর্মীর সৌজন্যে মুগ্ধ নেটিজেনরা (Image Credits:X/gharkekalesh)
ফুড ডেলিভিরি কর্মীর সৌজন্যে মুগ্ধ নেটিজেনরা (Image Credits:X/gharkekalesh)
দিল্লি: দুই যুযুধান কোম্পানির কর্মীর সৌজন্যের দৃশ্য দেখে মুগ্ধ নেটিজেনরা৷ একজন মেয়ে সুইগি ও জোম্যাটো দুটি সংস্থা থেকেই খাবার অর্ডার করেন৷ দু’জন ফুড ডেলিভারি পার্টনার প্রায় একই সময় মহিলাটির বাড়িতে উপস্থিত হয়৷
মহিলাটির জানিয়েছিলেন যে, তিনি লক্ষ করছিলেন তাঁদের মধ্যে কে আগে খাবার ডেলিভার করতে সক্ষম হবেন৷ জোম্যাটো ডেলিভারি বয়টি আগে এসে খাবার দেওয়ায় তিনি তাঁকে ৫০০ টাকার একটা নোট টিপস হিসেবে দিতে চেয়েছিলেন৷
advertisement
ঘটনা শুরু সেখান থেকেই ছেলেটির বক্তব্য এই টাকাটি প্রকৃতপক্ষে অন্য ডেলিভারি অ্যাপ থেকে আসা লোকটিরই প্রাপ্য৷ ছেলেটির বক্তব্য ছিল, সুইগির ডেলিভারি বয়টি অনেকদূর থেকে এসেছেন৷ তাই তাঁর সময় বেশি লাগাই স্বাভাবিক৷
advertisement
কিন্তু তার পরও যেহেতু এই ছেলেটি-ই আগে এসে পৌঁছেছে, তাই মহিলাটি তাকেই পুরষ্কৃত করতে চেয়েছিলেন৷ এর পরও সেই  ছেলেটি টাকা নিতে চাননি৷
advertisement
তাঁর বক্তব্য তিনি একা৷ কিন্তু অপর ব্যক্তিটি সম্ভবত ফ্যামিলি ম্যান৷ ওনার কাঁধেই বেশি দায়িত্ব থাকার কথা৷ সুতরাং টাকাটি যেন ওই ব্যক্তিকেই  দেওয়া হয়৷ অনেক বাকবিতন্ডার পর শেষ অবধি মহিলাটি অপরজনকে টাকা দিতে রাজি হন৷
এই ঘটনাটি খুব দ্রুত ভাইরাল হয়ে যায়৷ সোশ্যাল মিডিয়ায় অনেকেই জোম্যাটোর ছেলেটিকে প্রশংসা করেন৷ একজন নেটিজেন লেখেন, ‘‘ভাই, তুমি আমার শ্রদ্ধা জিতে নিয়েছে৷’’ ভাইরাল ভিডিওতে অনেকেই তাঁকে এই ঘটনার জন্য কুর্নিশ জানান৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: নিজের প্রাপ্য টাকা দিলেন অন্যজনকে, ফুড ডেলিভারি কর্মীর সৌজন্যে মুগ্ধ নেটিজেনরা
Next Article
advertisement
আচমকা দাউ দাউ আগুন...! লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের পাঁচ পাঁচটি ইঞ্জিন
আচমকা দাউ দাউ আগুন...! লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন
  • লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড

  • ঘটনাস্থলে দমকলের পাঁচ পাঁচটি ইঞ্জিন

  • মুহূর্তের মধ্যে ঢেকে গেল কালো ধোঁয়ায়

VIEW MORE
advertisement
advertisement