One Station One Product: রেলযাত্রায় চমক! এবার স্টেশনেই পাবেন অসমিয়া পিঠা, দার্জিলিং চা, পোশাক, নজরকাড়া নয়া উদ্যোগ
- Published by:Teesta Barman
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
One Station One Product: উত্তর পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, এখনও পর্যন্ত উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে অধিক্ষেত্রের অধীনে ৮৬টি রেলওয়ে স্টেশনে ১২২টি ওএসওপি আউটলেট সক্রিয় হয়ে রয়েছে।
স্থানীয়/দেশীয় সামগ্রীর জন্য বাজার প্রদান করতে এবং সমাজের প্রান্তিক শ্রেণির জন্য অতিরিক্ত উপার্জনের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে ভারত সরকারের ‘ভোকাল ফর লোকাল’ দৃষ্টিভঙ্গি প্রচারের জন্য ভারতীয় রেলওয়ের দ্বারা ‘ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট’ (ওএসওপি) প্রকল্প চালু করা হয়েছে। রেলওয়ের পক্ষ থেকে দেশীয়/স্থানীয় সামগ্রীর প্রদর্শন, বিক্রি ও উচ্চ দৃশ্যমানতা প্রদান করার জন্য রেলওয়ে স্টেশনগুলিতে ন্যাশনাল ডিজাইন ইনস্টিটিউট দ্বারা ডিজাইন করা ওএসওপি স্টল প্রদান করা হয়েছে। উৎপাদন সামগ্রীর শ্রেণিতে রয়েছে সংশ্লিষ্ট স্থানের দেশীয়/জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (জিআই) ট্যাগ থাকা/স্থানীয় জিনিসপত্র এবং এর মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারে স্থানীয় শিল্পী, তাঁতি, কারিগর, উপজাতি ইত্যাদির দ্বারা তৈরি করা বিভিন্ন শিল্পকর্ম, হস্তশিল্প, বস্ত্র ও হস্ততাঁত, খেলনা, চামড়ার সামগ্রী, ঐতিহ্যবাহী সরঞ্জাম/যন্ত্র, পোশাক, রত্ন ও অলংকার ইত্যাদি এবং প্রক্রিয়াজাত, অর্ধ প্রক্রিয়াজত ও দেশীয়ভাবে তৈরি/সংশ্লিষ্ট এলাকায় উৎপাদিত অন্যান্য খাদ্য সামগ্রী।
এই প্রকল্পের অধীনে সমাজের পিছিয়ে থাকা/প্রান্তিক ও দুর্বল শ্রেণির মানুষ ও আত্ম-সহায়ক গোষ্ঠীগুলিকে উৎসাহিত করা হচ্ছে। এই প্রকল্পে অংশগ্রহণের সময় ন্যূনতম রেজিস্ট্রেশন মাসুল-সহ ১৫ দিন থেকে ৩ মাস পর্যন্ত আবণ্টন করা হয়। স্বতন্ত্র শিল্পী, স্বতন্ত্র কারিগর, স্বতন্ত্র তাঁতি, উপজাতি, কৃষক, আত্ম-সহায়ক গোষ্ঠীর সদস্য, মহিলা আত্ম-সহায়ক গোষ্ঠীর সদস্য, পঞ্জীয়নভুক্ত মাইক্রো এন্টারপ্রাইজের সঙ্গে যুক্ত সদস্য এবং সামাজিক সংগঠনের সাথে যুক্ত সদস্য, রাজ্য সরকারি সংস্থা, ইত্যাদি এই প্রকল্পের অধীনে সুবিধা লাভ করতে পারেন।
advertisement
advertisement
উত্তর পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, এখনও পর্যন্ত উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে অধিক্ষেত্রের অধীনে ৮৬টি রেলওয়ে স্টেশনে ১২২টি ওএসওপি আউটলেট সক্রিয় হয়ে রয়েছে।a আলিপুরদুয়ার ডিভিশনের ২৭টি স্টেশনে ৩৯টি, কাটিহার ডিভিশনের ১২টি স্টেশনে ২৬টি, লামডিং ডিভিশনের ১৫টি স্টেশনে ১৬টি, রঙিয়া ডিভিশনের ২০টি স্টেশনে ২৭টি ও তিনসুকিয়া ডিভিশনে ১২টি স্টেশনে ১৪টি ওএসওপি আউটলেট আছে।
advertisement
সবগুলি স্টলে স্থানীয়ভাবে উৎপাদিত স্বতন্ত্র ও অমূল্য সামগ্রীর বৈচিত্র্য প্রদর্শন ও বিপণন করা হচ্ছে। অসমের গুয়াহাটি, ডিব্রুগড়, নিউ তিনসুকিয়া, পশ্চিমবঙ্গের নিউ আলিপুরদুয়ার, নিউ জলপাইগুড়ির মতো কিছু প্রধান স্টেশন এই প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছে। বিভিন্ন ধরনের অসমিয়া পিঠা, ঐতিহ্যবাহী অসমিয়া গামছা, ঐতিহ্যবাহী রাজবংশী পোশাক, ঝাপি, স্থানীয় বস্ত্র, পাটের সামগ্রী (টুপি, গামোছা, পুতুল), হস্ততাঁত, দার্জিলিং চা, স্থানীয়ভাবে তৈরি করা ডিজাইনার চুড়ি, গলার হার, কানের দুল, চুলের ক্লিপ ইত্যাদির পাশাপাশি স্থানীয় খাদ্য সামগ্রী যাত্রীদের আকর্ষণ করতে সক্ষম হয়েছে।
advertisement
এই স্কিমের পাইলট প্রকল্পের কাজ ২৫-০৩-২০২২ তারিখে শুরু হয়েছিল এবং বর্তমান পর্যন্ত দেশের ২১টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৭৮২টি স্টেশনে ৮৫০টি ওএসওপি আউটলেট অন্তর্ভুক্ত হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 29, 2023 10:40 AM IST