One Nation One Election: ভারতে কি চালু হচ্ছে ‘এক দেশ এক নির্বাচন’ নীতি? রাষ্ট্রপতির কাছে রিপোর্ট জমা দিল রামনাথ কোবিন্দের কমিটি..কী লেখা হল তাতে?

Last Updated:

গত বছরের ২ সেপ্টেম্বর তৈরি করা হয়েছিল এই বিশেষজ্ঞ কমিটি৷ গত ১৯১ দিন ধরে সেই কমিটির সদস্যেরা দেশজুড়ে বিভিন্ন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে তাঁদের অনুসন্ধান চালান৷ সেই অনুসন্ধানের ফল স্বরূপ ১৮ হাজার ৬২৭ পাচার এই রিপোর্ট আজ তুলে দেওয়া হল রাষ্ট্রপতির হাতে৷

নয়াদিল্লি: রাজনৈতিক মহলে কানাঘুঁষো খবর, চলতি সপ্তাহের মধ্যেই দিন ঘোষণা হতে পারে লোকসভা নির্বাচনের৷ কিন্তু, তার আগেই ঘটে গেল এক উল্লেখযোগ্য ঘটনা৷ ‘এক দেশ, এক নির্বাচন’ নীতি ভারতের মতো দেশে প্রণয়ন করার বাস্তব চিত্রটা ঠিক কেমন সে বিষয় নিয়ে বিশদে পর্যবেক্ষণ চালাতে মাস কয়েক আগেই একটি নির্দিষ্ট কমিটি গড়েছিলে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার৷ কমিটির দায়িত্বে ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ আজ, বৃহস্পতিবার সেই কমিটি তাঁদের ‘এক দেশ, এক নির্বাচন’ সংক্রান্ত রিপোর্ট তুলে দিল রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূর হাতে৷
গত বছরের ২ সেপ্টেম্বর তৈরি করা হয়েছিল এই বিশেষজ্ঞ কমিটি৷ গত ১৯১ দিন ধরে সেই কমিটির সদস্যেরা দেশজুড়ে বিভিন্ন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে তাঁদের অনুসন্ধান চালান৷ সেই অনুসন্ধানের ফল স্বরূপ ১৮ হাজার ৬২৭ পাচার এই রিপোর্ট আজ তুলে দেওয়া হল রাষ্ট্রপতির হাতে৷
রিপোর্টে ‘এক দেশ, এক নির্বাচন’ অর্থাৎ, লোকসভা এবং বিধানসভা নির্বাচন একসঙ্গে করানোর পক্ষেই পরামর্শ দেওয়া হয়েছে৷ সেখানে জানানো হয়েছে, ‘‘মানুষের অপ্রতিরোধ্য সমর্থন গণতন্ত্রের ভিত্তিকে আরও মজুবত করবে৷ ভারত, অর্থাৎ ইন্ডিয়া সার্বিক ভাবে কী চায়, সেই আকাঙ্খাও সর্বসমক্ষে আসবে৷’’
advertisement
advertisement
আরও পড়ুন:দেশজুড়ে চালু হয়েছে CAA, বার্থ সার্টিফিকেট না থাকলেই কি সমস্যা? কী প্রভাব পড়বে আপনার উপর!
শুধু তাই নয়, একসঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচন হওয়ার পাশাপাশি, নির্বাচনের ১০০ দিনের মধ্যে পুর নির্বাচন করানোর কথাও বলা হয়েছে এই রিপোর্টে৷
রিপোর্টে বলা হয়েছে, এই লোকসভা নির্বাচনের পরে, সংসদের প্রথম অধিবেশনে একটি দিন স্থির করা হবে৷ এরপরে যে সমস্ত রাজ্যে বিধানসভা নির্বাচন হবে, তার মেয়াদ হবে ২০২৯ সাল পর্যন্ত৷ তারপর, ২০২৯ সালে কেন্দ্রে তো বটেই রাজ্য সরকারের নির্বাচনও একই সঙ্গে অনুষ্ঠিত হবে৷ এতে বারবার নির্বাচনের খরচ, সাধারণ মানুষের ভোগান্তি অনেকটা লঘু হবে বলে জানানো হয়েছে রিপোর্টে৷
advertisement
আরও পড়ুন:মুখোমুখি তর্কে বসার চ্যালেঞ্জ…ফের শ্বেতপত্র প্রকাশের দাবি অভিষেকের! কাঁটায় কাঁটায় টক্কর দিল বিজেপি-ও
যদিও, শুরু থেকেই এই ‘এক দেশ এক নির্বাচন’ নীতি চূড়ান্ত বিরোধিতা করে আসছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আপ, আরজেডি-র মতো আঞ্চলিক বিরোধী রাজনৈতিক দলগুলি৷ তাদের দাবি, ধীরে ধীরে আমেরিকার কায়দায় নির্বাচন পরিচালনা করতে চাইছে বিজেপি৷
শুধু তাই নয়, লোকসভা নির্বাচনের সময়ে বিধানসভা নির্বাচন হলে, তা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী হবে বলেও মত তাঁদের৷ এতে, কেন্দ্রে যখন যে দলের প্রভাব থাকবে, তার জোয়ারে আঞ্চলিক দলগুলি ‘ভেসে’ যেতে পারবে বলে আশঙ্কা করছে অনেকে৷ সেক্ষেত্রে, আঞ্চলিক দলগুলির প্রভাব কতটা বজায় থাকবে তা নিয়েও সন্দিহান রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
One Nation One Election: ভারতে কি চালু হচ্ছে ‘এক দেশ এক নির্বাচন’ নীতি? রাষ্ট্রপতির কাছে রিপোর্ট জমা দিল রামনাথ কোবিন্দের কমিটি..কী লেখা হল তাতে?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement