Birth Certificate | CAA: দেশজুড়ে চালু হয়েছে CAA, বার্থ সার্টিফিকেট না থাকলেই কি সমস্যা? কী প্রভাব পড়বে আপনার উপর!

Last Updated:
গত বছরের ১ অক্টোবর থেকেই গুরুত্ব বেড়েছে ভারতীয় নাগরিকদের বার্থ সার্টিফিকেটের৷ নতুন নিয়ম অনুযায়ী, আধার কার্ডের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির জন্মের শংসাপত্রও সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে৷ এখন যে কোনও সরকারি কাজ করতে গেলে বার্থ সার্টিফিকেট লাগে৷ স্কুল-কলেজে ভর্তি থেকে শুরু করে বিয়ের রেজিস্ট্রেশন, সবেতেই লাগে জন্মের শংসাপত্র৷
1/10
কানাঘুঁষো জল্পনা চলছিল চলতি বছরের শুরু থেকেই৷ হলও তাই৷ লোকসভা নির্বাচনের আগে এক ঐতিহাসিক পদক্ষেপ করল কেন্দ্রের বিজেপি সরকার৷ দেশজুড়ে কার্যকর হল নাগরিক্ত সংশোধনী আইন বা সিএএ৷ ২০১৯ সালে সংসদে পাশ হয়েছিল সংশোধনী বিল৷ পরে তা আইনে পরিণত হয়৷ আইন প্রণয়ন হওয়ার পাঁচ বছর পরে দেশজুড়ে কার্যকর হল এই আইন৷
কানাঘুঁষো জল্পনা চলছিল চলতি বছরের শুরু থেকেই৷ হলও তাই৷ লোকসভা নির্বাচনের আগে এক ঐতিহাসিক পদক্ষেপ করল কেন্দ্রের বিজেপি সরকার৷ দেশজুড়ে কার্যকর হল নাগরিক্ত সংশোধনী আইন বা সিএএ৷ ২০১৯ সালে সংসদে পাশ হয়েছিল সংশোধনী বিল৷ পরে তা আইনে পরিণত হয়৷ আইন প্রণয়ন হওয়ার পাঁচ বছর পরে দেশজুড়ে কার্যকর হল এই আইন৷
advertisement
2/10
গত বছরের ১ অক্টোবর থেকেই গুরুত্ব বেড়েছে ভারতীয় নাগরিকদের বার্থ সার্টিফিকেটের৷ নতুন নিয়ম অনুযায়ী, আধার কার্ডের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির জন্মের শংসাপত্রও সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে৷ এখন যে কোনও সরকারি কাজ করতে গেলে বার্থ সার্টিফিকেট লাগে৷ স্কুল-কলেজে ভর্তি থেকে শুরু করে বিয়ের রেজিস্ট্রেশন, সবেতেই লাগে জন্মের শংসাপত্র৷
গত বছরের ১ অক্টোবর থেকেই গুরুত্ব বেড়েছে ভারতীয় নাগরিকদের বার্থ সার্টিফিকেটের৷ নতুন নিয়ম অনুযায়ী, আধার কার্ডের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির জন্মের শংসাপত্রও সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে৷ এখন যে কোনও সরকারি কাজ করতে গেলে বার্থ সার্টিফিকেট লাগে৷ স্কুল-কলেজে ভর্তি থেকে শুরু করে বিয়ের রেজিস্ট্রেশন, সবেতেই লাগে জন্মের শংসাপত্র৷
advertisement
3/10
সরকারি চাকরি, বা পাবলিক সেক্টরের কাজ, পাসপোর্ট তৈরি করতে যাওয়ার ক্ষেত্রেও জন্মের শংসাপত্র প্রধান প্রামাণ্য নথি হিসাবে বিবেচিত হয় এখন৷ এমনকি, আধার কার্ড তৈরি করতে গেলেও দেখাতে হবে বার্থ সার্টিফিকেট৷ এই সংশোধনী আইনের ফলে ভারতীয়দের জন্ম-মৃত্যু সংক্রান্ত যাবতীয় তথ্য কেন্দ্রীয় সরকারের হাতে আরও নিখুঁত ভাবে থাকবে। সরকারি সুযোগ সুবিধার ক্ষেত্রেও স্বচ্ছতা আসবে বলে দাবি সংশ্লিষ্ট মহলের৷
সরকারি চাকরি, বা পাবলিক সেক্টরের কাজ, পাসপোর্ট তৈরি করতে যাওয়ার ক্ষেত্রেও জন্মের শংসাপত্র প্রধান প্রামাণ্য নথি হিসাবে বিবেচিত হয় এখন৷ এমনকি, আধার কার্ড তৈরি করতে গেলেও দেখাতে হবে বার্থ সার্টিফিকেট৷ এই সংশোধনী আইনের ফলে ভারতীয়দের জন্ম-মৃত্যু সংক্রান্ত যাবতীয় তথ্য কেন্দ্রীয় সরকারের হাতে আরও নিখুঁত ভাবে থাকবে। সরকারি সুযোগ সুবিধার ক্ষেত্রেও স্বচ্ছতা আসবে বলে দাবি সংশ্লিষ্ট মহলের৷
advertisement
4/10
কিন্তু,  CAA কার্যকর হওয়া নিয়ে ভারতীয় নাগরিকদের কোনও সুবিধা বা অসুবিধা সংক্রান্ত কোনও সম্পর্কই নেই৷ অন্তত, তেমনটাই আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷ এই আইনের কোনও প্রভাব হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান নির্বিশেষে কোনও ভারতীয় নাগরিকের উপরে পড়বে না বলে জানিয়েছে তারা৷ তাহলে, কী এই  CAA? কাদের জন্য প্রয়োজনীয়৷
কিন্তু, CAA কার্যকর হওয়া নিয়ে ভারতীয় নাগরিকদের কোনও সুবিধা বা অসুবিধা সংক্রান্ত কোনও সম্পর্কই নেই৷ অন্তত, তেমনটাই আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷ এই আইনের কোনও প্রভাব হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান নির্বিশেষে কোনও ভারতীয় নাগরিকের উপরে পড়বে না বলে জানিয়েছে তারা৷ তাহলে, কী এই CAA? কাদের জন্য প্রয়োজনীয়৷
advertisement
5/10
CAA আইনের মূল বিষয় হল, ২০১৪ সালের মধ্যে পাকিস্তান, আফগানিস্তান কিংবা বাংসাদেশ থেকে আসা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ ও পারসিদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে৷ এক্ষেত্রে, শর্ত হল, তাঁদের অন্তত ৫ বছর ভারতে বসবাস করতে হবে৷ তবেই তাঁরা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন৷ সিএএ আবেদনের জন্য একটি সরকারি পোর্টাল খুলেছে কেন্দ্রীয় সরকার। https://indiancitizenshiponline.nic.in/
CAA আইনের মূল বিষয় হল, ২০১৪ সালের মধ্যে পাকিস্তান, আফগানিস্তান কিংবা বাংসাদেশ থেকে আসা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ ও পারসিদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে৷ এক্ষেত্রে, শর্ত হল, তাঁদের অন্তত ৫ বছর ভারতে বসবাস করতে হবে৷ তবেই তাঁরা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন৷ সিএএ আবেদনের জন্য একটি সরকারি পোর্টাল খুলেছে কেন্দ্রীয় সরকার। https://indiancitizenshiponline.nic.in/
advertisement
6/10
CAA আইনের আওতায় ভারতীয় নাগরিকত্বের আবেদন করতে গেলে কী কী নথি লাগবে আসুন দেখে নিই৷ বৈধ বিদেশি পাসপোর্ট৷ পাকিস্তান, বাংলাদেশ বা আফগানিস্তান থেকে এলে সেই দেশের সরকার প্রদত্ত বৈধ পাসপোর্টের কপি লাগবে৷
CAA আইনের আওতায় ভারতীয় নাগরিকত্বের আবেদন করতে গেলে কী কী নথি লাগবে আসুন দেখে নিই৷ বৈধ বিদেশি পাসপোর্ট৷ পাকিস্তান, বাংলাদেশ বা আফগানিস্তান থেকে এলে সেই দেশের সরকার প্রদত্ত বৈধ পাসপোর্টের কপি লাগবে৷
advertisement
7/10
আফগানিস্তান, বাংলাদেশ বা পাকিস্তান থেকে এলে সেখানকার রেজিস্ট্রেশন সার্চিফিকেট বা রেসিডেনশিয়াল পারমিট লাগবে৷ অর্থাৎ, বিদেশি নাগরিক হিসাবে সার্টিফিকেট থাকতে হবে৷
আফগানিস্তান, বাংলাদেশ বা পাকিস্তান থেকে এলে সেখানকার রেজিস্ট্রেশন সার্চিফিকেট বা রেসিডেনশিয়াল পারমিট লাগবে৷ অর্থাৎ, বিদেশি নাগরিক হিসাবে সার্টিফিকেট থাকতে হবে৷
advertisement
8/10
বাবা-মায়ের জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট অথবা ভারতীয় পাসপোর্টের নথি লাগবে৷ আবেদনকারীর স্বামী বা স্ত্রীর ভারতীয় পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট থাকা জরুরি৷
বাবা-মায়ের জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট অথবা ভারতীয় পাসপোর্টের নথি লাগবে৷ আবেদনকারীর স্বামী বা স্ত্রীর ভারতীয় পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট থাকা জরুরি৷
advertisement
9/10
ভারতের একটি ভাষা সম্পর্কে কতটা জ্ঞান রয়েছে, তার প্রমাণ হিসাবে কোনও শিক্ষা প্রতিষ্ঠানের শংসাপত্র থাকতে হবে৷ আবেদনকারী এ দেশের হোক বা ভিনদেশের, সেখানকার স্কুল, কলেজ, ইউনিভর্সিটির শংসাপত্র থাকাটা জরুরি৷
ভারতের একটি ভাষা সম্পর্কে কতটা জ্ঞান রয়েছে, তার প্রমাণ হিসাবে কোনও শিক্ষা প্রতিষ্ঠানের শংসাপত্র থাকতে হবে৷ আবেদনকারী এ দেশের হোক বা ভিনদেশের, সেখানকার স্কুল, কলেজ, ইউনিভর্সিটির শংসাপত্র থাকাটা জরুরি৷
advertisement
10/10
আবেদনকারীর চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিতে হবে অন্তত দু’জনকে৷ আবেদনকারী ভিনদেশ থেকে এলে সেখানকার সরকার প্রদত্ত কোনও লাইসেন্স বা সার্টিফিকেট থাকলে তা জমা দিতে হবে৷ ৫০০ টাকার একটি ব্যাঙ্ক চালান, যা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় জমা করতে হবে৷
আবেদনকারীর চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিতে হবে অন্তত দু’জনকে৷ আবেদনকারী ভিনদেশ থেকে এলে সেখানকার সরকার প্রদত্ত কোনও লাইসেন্স বা সার্টিফিকেট থাকলে তা জমা দিতে হবে৷ ৫০০ টাকার একটি ব্যাঙ্ক চালান, যা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় জমা করতে হবে৷
advertisement
advertisement
advertisement