One Nation One Election: 'এক দেশ এক দেশ নির্বাচন'- অধিবেশনের শেষদিনে যৌথ কমিটিতে পাঠান হল বিল, উত্তাল সংসদে ধ্বনি ভোটে গৃহীত সিদ্ধান্ত
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
'এক দেশ এক নির্বাচন'-এর দু'টি বিল পাঠানো হল সংসদের যৌথ কমিটিতে। শুক্রবার, ধ্বনি ভোটের মাধ্যমে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাজ্যসভায় সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য ঘিরে মঙ্গলবার উত্তাল হয় সংসদ।
নয়াদিল্লি: ‘এক দেশ এক নির্বাচন’-এর দু’টি বিল পাঠানো হল সংসদের যৌথ কমিটিতে। শুক্রবার, ধ্বনি ভোটের মাধ্যমে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাজ্যসভায় সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য ঘিরে মঙ্গলবার উত্তাল হয় সংসদ। বিরোধীদের স্লোগানে দফায় দফায় স্থগিত হয় অধিবেশন। সেই ক্ষোভের আঁচ ছিল শুক্রবারেও। এইদিনও বিরোধীদের স্লোগানের মধ্যেই অধিবেশন শেষ হয়।
আরও পড়ুন: সংসদে হাতাহাতি কাণ্ডে রাহুলের বিরুদ্ধে পাল্টা স্বাধিকার ভঙ্গের নোটিশ বিজেপির
অধিবেশন চলাকালীন প্রশ্নোত্তর পর্বে, স্পিকার ওম বিড়লা দেশের আইনমন্ত্রী অর্জুন মেঘওয়ালকে সংবিধানের ১২৯তম সংশোধনী বিল ২০২৪ এবং কেন্দ্রশাসিত অঞ্চল (সংশোধনী) বিল ২০২৪ সংসদের যৌথ কমিটিতে পর্যবেক্ষণের জন্য পাঠানোর প্রস্তাব দেন। শুক্রবারেও বিরোধীদের বিক্ষোভে উত্তাল হয় সংসদ। এর মাঝেই ধ্বনি ভোটের মাধ্যমে পাস হয় এই সিদ্ধান্ত। সংসদের যৌথ কমিটি গঠনের পাশাপাশিই এবারের মতন শেষ হয়ে গেল শীতকালীন অধিবেশন।
advertisement
আরও পড়ুন: সংসদে হাতাহাতি কাণ্ডে FIR দায়ের, গ্রেফতার হবেন রাহুল? কী শাস্তি হতে পারে?
৩৯ জনের এই কমিটিতে লোকসভার ২৭ জন সাংসদ এবং রাজ্যসভার মোট ১২জন সদস্য থাকছেন।
advertisement
সংসদ সূত্রের খবর, লোকসভার সদস্যদের মধ্যে, ১৭ জন রয়েছেন বিজেপির ন্যাশনাল ডেমক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ)-এর ১২ জন সাংসদ। এই কমিটিতে থাকা সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য নাম হল বিজেপির অনুরাগ ঠাকুর এবং কংগ্রেসের প্রিয়ঙ্কা গান্ধী।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 20, 2024 2:22 PM IST