Parliament Winter Season: সংসদে হাতাহাতি কাণ্ডে বিজেপি-কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচী, এবার রাহুল গান্ধির বিরুদ্ধে পাল্টা স্বাধিকার ভঙ্গের নোটিশ দিল বিজেপি

Last Updated:

গতকাল সংসদের মকর দ্বারে কংগ্রেস এবং বিজেপি সাংসদদের ধাক্কাধাক্কির ঘটনার প্রেক্ষিতে পার্লামেন্ট হাউসের সব প্রবেশপথে যে কোনও সাংসদ বা রাজনৈতিক দলের ধর্না অবস্থানের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন স্পিকার ওম বিড়লা।

রাহুল গান্ধির বিরুদ্ধে নোটিশ দিল বিজেপি
রাহুল গান্ধির বিরুদ্ধে নোটিশ দিল বিজেপি
নয়াদিল্লিঃ বৃহস্পতিবার সকালে সংসদ চত্বরে বেনজির হাতাহাতিতে জড়িয়ে পড়েন কংগ্রেস এবং বিজেপি সাংসদরা। রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ‘আম্বেদকর ইজ দ্য ফ্যাশন’ মন্তব্য নিয়ে বিজেপি ও কংগ্রেস সাংসদদের মধ্যে ব্যাপক বিতর্ক তৈরি করে, সেই নিয়ে তোলপাড় চলছিল। এই নিয়ে আজও উত্তাল হয়েছে রাজ্য়সভা৷
সেই সময়ই রাহুল হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি সাংসদদের সঙ্গে। আম্বেদকর বিতর্ককে কেন্দ্র করে বিজেপি ও বিরোধী নেতাদের বিক্ষোভ ও পাল্টা বিক্ষোভের জেরে আহত হন দুই বিজেপি সাংসদ প্রতাপচন্দ্র সারঙ্গি ও মুকেশ রাজপুত। আহত সাংসদদের রাম মনোহর লোহিয়া হাসপাতালে চিকিৎসা চলছে।
গতকাল সংসদের মকর দ্বারে কংগ্রেস এবং বিজেপি সাংসদদের ধাক্কাধাক্কির ঘটনার প্রেক্ষিতে পার্লামেন্ট হাউসের সব প্রবেশপথে যে কোনও সাংসদ বা রাজনৈতিক দলের ধর্না অবস্থানের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন স্পিকার ওম বিড়লা। সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই বিজয়চক থেকে সংসদ ভবন পর্যন্ত মার্চের ডাক দিয়েছে কংগ্রেস।
advertisement
advertisement
অন্যদিকে সংসদ চত্বরে রাহুলের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে বিজেপি৷ সেখানে শুক্রবার সকালে ধর্না অবস্থান করেছেন বিজেপি সাংসদরা। যোগ দিয়েছিলেন বঙ্গ বিজেপির সাংসদরাও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে প্রথমে তৃণমূল এবং পরে কংগ্রেসের পক্ষ থেকে স্বাধিকার ভঙ্গের নোটিশ দেওয়া হয়৷ এবার পাল্টা বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে স্বাধিকার্য ভঙ্গের নোটিশ আনল বিজেপি।
advertisement
বিজেপির তরফে লোকসভার স্পিকারের কাছে বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দিয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ, তিনি রাজ্যসভায় সংবিধানের উপর আলোচনায় অমিত শাহের আম্বেদকর প্রসঙ্গে করা মন্তব্যতে বিকৃত করেছেন।
বাংলা খবর/ খবর/দেশ/
Parliament Winter Season: সংসদে হাতাহাতি কাণ্ডে বিজেপি-কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচী, এবার রাহুল গান্ধির বিরুদ্ধে পাল্টা স্বাধিকার ভঙ্গের নোটিশ দিল বিজেপি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement