corona virus btn
corona virus btn
Loading

প্রচার ফেলে নিজেই আগুন নেভানোর কাজে হাত লাগালেন স্মৃতি ইরানি, দেখুন ভিডিও

প্রচার ফেলে নিজেই আগুন নেভানোর কাজে হাত লাগালেন স্মৃতি ইরানি, দেখুন ভিডিও
স্মৃতি ইরানি
  • Share this:

#অমেঠি: ভোটের বাজার জমমজাট ৷ প্রচার চালাচ্ছেন জোরকদমে ৷ এদিনও বেরিয়েছিলেন প্রচারে ৷ তবে গ্রামে ঢুকতেই দেখলেন সেখানে আগুন লেগেছে ৷ প্রচারকার্য বাতিল করে আগুন নেভাতে ছুটলেন অমেঠির বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি ৷ রবিবার এমনই ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশের আমেঠি লোকসভা কেন্দ্র।

প্রচারের জন্যই তিনি হাজির হয়েছিলেন আমেঠির মুন্সিগঞ্জে। সেখানেই প্রচারের মাঝে খবর পান স্থানীয় পশ্চিম দুয়ারা গ্রামে আগুন লেগেছে। অপেক্ষা না করে সেখানেই ছুটে যান স্মৃতি। সেখানে পৌঁছে খানিকটা আগুন নেভানোর তদারকি করেন। এরপর নিজেি আগুন নেভানোর কাজে হাত লাগান ৷

গ্রামের টিউবওয়েল থেকে পাত্রে জল ভরতেও দেখা যায় তাঁকে ৷ এভাবে কেন্দ্রীয় মন্ত্রীকে আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়তে দেখে তৎপর হল বিজেপি’র কর্মী-সমর্থকরা ৷

উল্লেখ্য, ওই কেন্দ্রের সাংসদ রাহুল গান্ধি ৷ ২০১৪ সালে বিজেপির স্মৃতি ইরানিকে হারিয়েই তৃতীয়বারের জন্য সাংসদ হয়েছিলেন রাহুল। যদিও ২০০৯-এর চেয়ে ২০১৪ সালে স্মৃতির টক্করের জেরে লিড কমেছিল রাহুলের। এ বারও স্মৃতি উপর ভরসা রেখেছে বিজেপি।

First published: April 28, 2019, 9:31 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर