Om Birla: লোকসভার স্পিকার পদে নির্বাচিত ওম বিড়লা, সংঘাত ছেড়ে সৌজন্যই দেখাল ইন্ডিয়া জোট

Last Updated:

ওম বিড়লার বিরুদ্ধে স্পিকার পদে কংগ্রেসের কে সুরেশকে প্রার্থী করেছিল ইন্ডিয়া জোট৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ওম বিড়লাকে শুভেচ্ছা জানালেন বিরোধী দলনেতা রাহুল গান্ধিও৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ওম বিড়লাকে শুভেচ্ছা জানালেন বিরোধী দলনেতা রাহুল গান্ধিও৷
নয়াদিল্লি: ১৮তম লোকসভার অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হলেন ওম বিড়লা৷ ইন্ডিয়া জোট ভোটাভুটি না চাওয়ায় ধ্বনি ভোটেই টানা দ্বিতীয়বার লোকসভার স্পিকার হিসেবে নির্বাচিত হলেন তিনি৷ সংখ্যার নিরিখে ওম বিড়লার স্পিকার হিসেবে নির্বাচিত হওয়া সময়ের অপেক্ষা ছিল৷ তাঁর বিরুদ্ধে স্পিকার পদে কংগ্রেসের কে সুরেশকে প্রার্থী করেছিল ইন্ডিয়া জোট৷
টানা দু বার লোকসভার স্পিকার হিসেবে নির্বাচিত হয়ে বলরাম জাখরের নজির ছুঁলেন ওম বিড়লা৷ এ দিন ওম বিড়লা স্পিকার পদে নির্বাচিত হওয়ার পর তাঁর ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
advertisement
এ দিন ওম বিড়লার নাম স্পিকার হিসেবে প্রস্তাব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রোটেম স্পিকার বি মেহতাব এই ঘোষণা করলেও ভোটাভুটির জন্য চাপ দেননি বিরোধীরা৷ এর পরই ধ্বনি ভোটে সংখ্যাগরিষ্ঠ সাংসদদের সমর্থনে স্পিকার পদে নির্বাচিত হন তিনি৷
advertisement
স্পিকার পদে নির্বাচনকে কেন্দ্র করে গতকাল থেকে সরকার এবং বিরোধীদের মধ্যে সংঘাতের পরিবেশ তৈরি হলেও ওম বিড়লা স্পিকার নির্বাচিত হওয়ার পর দেখা গেল সৌজন্যের ছবি৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সংসদীয় মন্ত্রী কিরেন রিজুজুর সঙ্গে বিরোধী দলনেতা রাহুল গান্ধিও আসন ছেড়ে উঠে এসে ওম বিড়লাকে তাঁর চেয়ার পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন৷
ওম বিড়লা স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ার পর গত পাঁচ বছরে দক্ষ হাতে লোকসভা পরিচালনার জন্য তাঁর ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি জানান, গত পাঁচ বছরের মতো আগামী দিনেও একাধিক গুরুত্বপূর্ণ বিল সংসদে পাস হওয়ার অপেক্ষায় রয়েছে৷ বিশেষত নতুন সাংসদদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া, কোভিড কালে প্রত্যেক সাংসসদকে ফোন করে তাঁদের খবর নেওয়ার মতো বিষয়গুলি উল্লেখ করে ওম বিড়লার প্রশংসা করেন প্রধানমন্ত্রী৷
advertisement
১৯৮০ সালে লোকসভার স্পিকার হিসেবে নির্বাচিত হন পঞ্জাবের কংগ্রেস সাংসদ বলরাম জাখর৷ ১৯৮৫ সালে ফের স্পিকার পদে নির্বাচিত হন তিনি৷ স্বাধীন ভারতে জাখরের পর ওম বিড়লাই প্রথম, যিনি পর পর লোকসভার দুটি মেয়াদে স্পিকার হিসেবে নির্বাচিত হলেন৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Om Birla: লোকসভার স্পিকার পদে নির্বাচিত ওম বিড়লা, সংঘাত ছেড়ে সৌজন্যই দেখাল ইন্ডিয়া জোট
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement