Child trafficking: বাজারের ব্যাগের ভিতরে কেঁদে উঠল শিশু, লোকাল ট্রেনে শিশু পাচার? বিরাটীতে তুলকালাম
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Anup Chakraborty
Last Updated:
ট্রেনের যাত্রীদের অভিযোগ, কেন ওই শিশুকে ওই ভাবে ব্যাগে ভরে নিয়ে যাচ্ছেন, সেই প্রশ্নের উত্তরে অসংলগ্ন জবাব দিতে থাকেন অভিযুক্ত মহিলা৷
বিরাটী: এবার অফিস টাইমে ভিড়ে ঠাসা লোকাল ট্রেনের ভিতরেই ব্যাগে ভরে বাচ্চা চুরির মতো মারাত্মক অভিযোগ উঠল৷ এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল বিরাটী স্টেশনে৷ ঘটনায় উদ্ধার করা হয়েছে একটি শিশুকে৷ আটক করে জিআরপি-র হাতে তুলে দেওয়া হয় অভিযুক্ত মহিলাকে৷ বেশ কিছুক্ষণ ট্রেন অবরোধও করেন যাত্রীরা৷ পরে অবশ্য অবরোধ তুলে দেয় রেল পুলিশ৷
এ দিন সকালে এই ঘটনা ঘটে দত্তপুকুর থেকে শিয়ালদহগামী একটি লোকাল ট্রেনে৷ অভিযোগ, ওই ট্রেনের মহিলা কামরার ভিতরে বাজারের ব্যাগের ভিতরে কাপড়ে মুড়িয়ে বছর খানেকের একটি শিশুকে নিয়ে যাচ্ছিলেন এক মহিলা৷ ব্যাগের ভিতর থেকে এক সময় শিশুটি কাঁদতে শুরু করে৷ তখনই সন্দেহ হয় মহিলা কামরার অন্যান্য যাত্রীদের৷
advertisement
advertisement
ট্রেনের যাত্রীদের অভিযোগ, কেন ওই শিশুকে ওই ভাবে ব্যাগে ভরে নিয়ে যাচ্ছেন, সেই প্রশ্নের উত্তরে অসংলগ্ন জবাব দিতে থাকেন অভিযুক্ত মহিলা৷ এর পর ট্রেনটি বিরাটী স্টেশনে পৌঁছতেই কোনওক্রমে ট্রেন থেকে নেমে পালানোর চেষ্টা করেন তিনি৷ তখনই তাঁকে আটক করে জিআরপির হাতে তুলে দেওয়া হয়৷ যদিও অভিযুক্ত মহিলার বক্তব্য জানা সম্ভব হয়নি৷ অভিযুক্ত মহিলাকে বিরাটী জিআরপি-র হাতে তুলে দেওয়া হয়৷
advertisement
এই ঘটনাকে কেন্দ্র করে বিরাটী স্টেশনে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়৷ শিশু চুরির অভিযোগের প্রতিবাদে রেল লাইনে নেমে ট্রেন অবরোধও করেন কিছু যাত্রী৷ যদিও অভিযুক্ত মহিলার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপের আশ্বাস দিয়ে অবরোধ তুলে দেয় রেল পুলিশ৷ এই ঘটনায় বেশ কিছুক্ষণ শিয়ালদহ মুখী ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 26, 2024 11:10 AM IST