Offbeat Destination: না গেলেই মিস! গরমেও শীতলতার পাবেন এই কয়েক জায়গা! গ্রীষ্মে খুব কম খরচে ঘুরে আসুন
- Published by:Salmali Das
- trending desk
Last Updated:
Offbeat Destination: প্রতি বছর হাজার হাজার মানুষ এই রাজ্যে ঘুরতে আসেন। এখানে কেদারনাথ থেকে শুরু করে পাঁচটি প্রয়াগ, মুসৌরি বা নৈনিতালের মতো সুন্দর পাহাড়ি শহর, ধার্মিক থেকে নান্দনিক সমস্ত রকমের স্থানই এখানে রয়েছে।
উত্তরাখণ্ডঃ ভারতে অন্যতম দর্শনীয় রাজ্যগুলির মধ্যে একটি হল উত্তরাখণ্ড। প্রতি বছর হাজার হাজার মানুষ এই রাজ্যে ঘুরতে আসেন। এখানে কেদারনাথ থেকে শুরু করে পাঁচটি প্রয়াগ, মুসৌরি বা নৈনিতালের মতো সুন্দর পাহাড়ি শহর, ধার্মিক থেকে নান্দনিক সমস্ত রকমের স্থানই এখানে রয়েছে। নৈনিতাল থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে অবস্থিত সুন্দর হিল স্টেশন প্যাঙ্গোট। খুব সুন্দর এই জায়গাটি নৈনিতালে আসা পর্যটকদের খুব পছন্দ হয়। এখানকার শান্ত, মনোরম আবহাওয়া এবং সুন্দর দৃশ্য যে কোনও পর্যটকের হৃদয় ছুঁয়ে যাবে।
আরও পড়ুনঃ রাতে দেরিতে ঘুমিযে সকালে দেরিতে ওঠার অভ্যাস? শরীরে কী হচ্ছে জানেন? জানুন আসল সত্যি
কিলবাড়ি নৈনিতাল থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে অবস্থিত। খুব সুন্দর এই জায়গায় বন বিভাগ একটি কৃত্রিম লেক তৈরি করেছে। এর পাশাপাশি এখানে অবস্থিত বাংলো থেকে দেখা হিমালয়ের সুন্দর দৃশ্য হৃদয়কে প্রশান্তি দেয়।
advertisement
নাথুভাখান শহর নৈনিতাল থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত। পাহাড়ি ভূখণ্ড, সবুজ উপত্যকা এবং ললাট বন সহ, এই অঞ্চলটি শহরের দ্রুত জীবন থেকে দূরে বিশ্রাম নেওয়ার এবং নির্জনতা উপভোগ করার জন্য একটি দুর্দান্ত জায়গা। এখান থেকে হিমালয়ের সুন্দর রেঞ্জ দেখতে পাওয়া যায়।
advertisement
মুক্তেশ্বর নৈনিতাল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। প্রাচীনকাল থেকে এখানে স্থাপিত মুক্তেশ্বর মহাদেব মন্দিরে প্রতি বছর অগুনতি ভক্তের আগমন ঘটে। বলা হয় যে, পাণ্ডবরা এই স্থানে ভগবান শিবের দর্শন করে মোক্ষ লাভ করেছিলেন। এই কারণেই এই স্থানের নামকরণ হয় মুক্তেশ্বর। এখান থেকে দেখা সূর্যাস্তের দৃশ্যের পাশাপাশি হিমালয়ের অতিপ্রাকৃত পরিসর পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। মুক্তেশ্বর হল ব্রিটিশদের দ্বারা বসতি স্থাপন করা একটি শহর, যা সারা বিশ্বে আপেলের জন্য পরিচিত।
advertisement
গাগর শহর নৈনিতাল জেলা সদর থেকে ২৩ কিলোমিটার দূরে অবস্থিত। ভাওয়ালি মুক্তেশ্বর রোডের মাল্লা রামগড়ের কাছে অবস্থিত একটি ছোট খুব সুন্দর শহর গাগর। এখান থেকে দৃশ্যমান সমগ্র হিমালয় পর্বতমালার দৃশ্য অতিপ্রাকৃত। অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অবস্থিত এই স্থানটি পরিবেশপ্রেমী ও পর্যটকদের প্রথম পছন্দ। ভাওয়ালি থেকে মুক্তেশ্বর যাওয়ার পর্যটকরা প্রায়ই এই জায়গায় থামেন এবং প্রকৃতির অপূর্ব সৌন্দর্যের সাক্ষাৎ পান।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 07, 2024 1:15 PM IST