Odisha Train Accident: বাহানাগা বাজার স্টেশনে দুর্ঘটনা, এখনও বাতিল একাধিক ট্রেন! দেখুন তালিকা

Last Updated:

Odisha Train Accident: দক্ষিণ পূর্ব রেল একটি বিবৃতি দিয়ে  জানিয়েছে, আগামী কাল৷ ১২ জুন সোম এবং ১৩ জুন মঙ্গলবার— এই দুই দিন মিলিয়ে মোট ৩২টি ট্রেন বাতিল করা হয়েছে।

বাহানাগা: দুর্ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে রেলমন্ত্রী জানিয়েছিলেন ৭২ ঘন্টার মধ্যে রেল পরিষেবা স্বাভাবিক হবে। যদিও দুর্ঘটনার ৯ দিন পেরিয়ে গেলেও এখনও স্বাভাবিক হল না দক্ষিণ ভারতের সঙ্গে রেল যোগাযোগ ব্যবস্থা৷ প্রতিদিন একাধিক ট্রেন বাতিল হচ্ছে। এই বাতিল হওয়া ট্রেনের মধ্যে একদিকে যেমন আছে পুরী যাওয়ার ট্রেন। তেমনি আছে চেন্নাই যাওয়ার ট্রেনও। একের পর এক ট্রেন প্রতিদিন বাতিল ঘোষণা হওয়ায় সমস্যার মধ্যে পড়ছেন যাত্রীরা।
দক্ষিণ পূর্ব রেল একটি বিবৃতি দিয়ে  জানিয়েছে, আগামী কাল৷ ১২ জুন সোম এবং ১৩ জুন মঙ্গলবার— এই দুই দিন মিলিয়ে মোট ৩২টি ট্রেন বাতিল করা হয়েছে। মঙ্গলবারের বাতিল ট্রেনগুলি হল— শালিমার-পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস, শালিমার-বিশাখাপত্তনম সুপারফাস্ট এক্সপ্রেস, সাঁতরাগাছি-এমজিআর চেন্নাই সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেস, খড়্গপুর-জাজপুর কেওনঝাড় রোড এক্সপ্রেস, হাওড়া-ভদ্রক এক্সপ্রেস, বালেশ্বর-ভদ্রক মেমু স্পেশাল, হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস, হাওড়া-শ্রী এম বিশ্বেশ্বরায় টার্মিনাল এক্সপ্রেস, শালিমার-এমজিআর চেন্নাই সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেস, শালিমার-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস, শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস, বালেশ্বর-ভুবনেশ্বর স্পেশাল, জলেশ্বর-পুরী মেমু স্পেশাল, খড়্গপুর-খুরদা রোড এক্সপ্রেস, বাংরিপোসি-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, ভদ্রক-হাওড়া এক্সপ্রেস, পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস, জাজপুর-কেওনঝাড় রোড-খড়্গপুর এক্সপ্রেস, ভদ্রক-বালেশ্বর মেমু স্পেশাল, পুরী-শালিমার ধৌলি এক্সপ্রেস, পুরী-জলেশ্বর মেমু স্পেশাল, পুরী-বাংরিপোসি সুপারফাস্ট এক্সপ্রেস, খুরদা রোড-খড়্গপুর এক্সপ্রেস, ভুবনেশ্বর-বালেশ্বর স্পেশাল, শালিমার-পুরী গরিবরথ এক্সপ্রেস, সেকেন্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস, সম্বলপুর-শালিমার সাপ্তাহিক এক্সপ্রেস, পুরী-শালিমার শ্রী জগন্নাথ এক্সপ্রেস, হায়দরাবাদ-শালিমার ইস্ট কোস্ট এক্সপ্রেস, ভিল্লুপুরম-খড়্গপুর এক্সপ্রেস ছাড়া, সোমবার বাতিল করা হয়েছে এর্নাকুলাম-হাওড়া এক্সপ্রেস।মঙ্গলবার খড়্গপুর-ভদ্রক মেমু স্পেশাল এবং ভদ্রক-খড়্গপুর মেমু স্পেশাল বালেশ্বর পর্যন্ত চলবে।
advertisement
advertisement
যোগ নগরী ঋষিকেশ-পুরী এক্সপ্রেস এবং পুরী-যোগ নগরী ঋষিকেশ এক্সপ্রেস মঙ্গলবার ঝাড়সুগুরা রোড-সম্বলপুর দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। এ ছাড়া, ওই দিন আনন্দবিহার টার্মিনাল-ভুবনেশ্বর এক্সপ্রেস চান্ডিল-কান্দ্রা-সিনি-ঝড়সুগুরা দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। ট্রেনটি কান্দ্রা এবং সিনি স্টেশনে দাঁড়াবে।
advertisement
দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, এখনও বেশ কিছু কাজ বাকি আছে৷ সেটা দ্রুত শেষ করে পরিস্থিতি স্বাভাবিক করা হবে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Odisha Train Accident: বাহানাগা বাজার স্টেশনে দুর্ঘটনা, এখনও বাতিল একাধিক ট্রেন! দেখুন তালিকা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement