#নয়াদিল্লি: শুক্রবার প্রাক্তন বিজেপি মুখপাত্র নূপুর শর্মার মন্তব্য নিয়ে তীব্র ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি একক ভাবে দেশজোড়া এই অশান্তির জন্য দায়ী। তিনি পরিণতি কী হবে, সেটা না ভেবেই মন্তব্য করে ফেলেছেন, এটাও জানিয়েছে আদালত। পাশাপাশি আদালত উদ্বেগ প্রকাশ করে বলেছে, একটি জাতীয় রাজনৈতিক দলের মুখপাত্র হওয়া মানেই যখন যা-খুশি বলা, এমটনা নয়। এমন আপত্তিকর মন্তব্য করা উচিত হযনি।
এক নজরে দেখে নেওয়া যাক, নূপুর শর্মা মামলায় আদালত ঠিক কী কী বলেছে -
১. ‘‘এমন মন্তব্য করার কারণ কী। এই কারণে দেশজুড়ে ভাবাবে তৈরি হয়েছে। বর্তমানে দেশে যা হচ্ছে, নূপুর শর্মা তার জন্য একক ভাবে দায়ি।’’
২. ‘‘আপনার নামে এফআইআর হয়েছে, কিন্তু আপনাকে গ্রেফতার করা হয়নি, এটা আপনার ক্ষমতার প্রকাশ। উনি মনে করেন, ওঁর পিছনে আরও অনেক শক্তিশালী হাত রয়েছে, তাই এমন মন্তব্য করেন।’’
আরও পড়ুন: বড় সিদ্ধান্ত, বিদ্যুতের খরচ কমাতে অভিনব পরিকল্পনা রাজ্যের! সব জেলায় চিঠি
৩. ‘‘কোনও বিশেষ বিষয়ে এক জন সাংবাদিকের মত প্রকাশ করার অধিকার ও একটি রাজনৈতিক দলের মুখপাত্রের মত প্রকাশ করার অধিকার সম্পূর্ণ অন্য দুটি অর্ধের বিষয়। উনি পরিণতির কথা কল্পনা না করে মন্তব্য করেছেন।’’
৪. ‘‘আমরা সেই বিতর্কের অনুষ্ঠান দেখেছি, যে খানে তিনি কী ভাবে বিতর্ক তৈরি করছেন ধরা পড়েছে। পড়ে জেনেছি উনি এক জন আইনজীবী। কিন্তু উনি যে ভাবে ওই কথাগুলো বলেছেন, আমার শুনে লজ্জা হযেছে। গোটা দেশের কাছে তার ক্ষমা চাওয়া উচিত।’’
৫. ‘‘দিল্লি পুলিশ কী করছে। আমাদের মুখ খুলতে বাধ্য করবেন না। ওই টেলিভিশন বিতর্কটি কিসের জন্য ছিল। কেন তাঁরা একটি বিচারাধীন বিষয় নিয়ে আলোচনা করলেন।’’
আরও পড়ুন: বড় সিদ্ধান্ত, বিদ্যুতের খরচ কমাতে অভিনব পরিকল্পনা রাজ্যের! সব জেলায় চিঠি
৬. ‘‘ওঁর মন্তব্য প্রমাণ করে ওই উদ্ধত চিন্তনের কথা। তাঁর ওই সমস্ত আদালতগুলিতে যাওয়া উচিত।’’
৭. ‘‘গণতন্ত্রে প্রত্যেকের মত প্রকাশের অধিকার আছে। গণতন্ত্রে যেমন করে ঘাসের বড় হওয়ার অধিকার আছে, তেমনই গাধার সেটা খাওয়ার অধিকার আছে।’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Nupur Sharma