NRC ইস্যু: মমতার বক্তব্যে ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করলেন অসমের তৃণমূল সভাপতি

Dwipen Pathak

Dwipen Pathak

তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ও দাবির বিরোধিতা করে পদত্যাগ করলেন অসমের রাজ্য তৃণমূল সভাপতি

  • Last Updated :
  • Share this:

    #গুয়াহাটি: অসম NRC ইস্যুতে ক্রমাগত চড়ছে রাজনীতির পারদ ৷ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ও দাবির বিরোধিতা করে পদত্যাগ করলেন অসমের রাজ্য তৃণমূল সভাপতি ৷ বৃহস্পতিবারই দলের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন অসমে তৃণমূল কংগ্রেসের দায়িত্বে থাকা দ্বীপেন পাঠক ৷

    আরও পড়ুন 

    অসম NRC: বাদ পড়া ৪০ লাখ মানুষের কাছে ফের নাম তোলার ‘সুযোগ’!

    জাতীয় রাজনীতিতে অসম NCR আন্দোলনের মুখ হয়ে উঠেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রথম দিন থেকেই অসমের নাগরিকপঞ্জী নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায় ৷ চুড়ান্ত খসড়ায় বাদ পড়া ৪০ লক্ষ মানুষের ভবিষ্যৎ কী হবে? এই প্রশ্ন তুলে দিল্লিতে দরবার করেছেন তৃণমূল নেত্রী ৷ একইসঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বাঙালি জাতি বিদ্বেষ ও জাত পাতের বাছবিচারের রাজনীতির অভিযোগ এনেছেন তিনি ৷

    আরও পড়ুন 

    অসম NRC: শিলচর বিমানবন্দরে TMC মহিলা সাংসদের মারধরের অভিযোগ

    NRC ইস্যুতে দলনেত্রীর এই পদক্ষেপ ও বক্তব্যের চুড়ান্ত বিরোধিতা করেছেন অসমের রাজ্য তৃণমূল সভাপতি দ্বীপেন পাঠক ৷ ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত অসম বিধানসভায় তৃণমূলের একমাত্র বিধায়ক ছিলেন পাঠক ৷ তাঁর পদত্যাগে অসমে দলের সংগঠনে কোনও প্রভাব পড়বে কিনা তা বলবে ভবিষ্যৎ ৷ তবে অসম NRC ইস্যুতে তীব্র বিরোধিতা করে আসছেন তৃণমূল নেত্রী সহ গোটা দল, তখন গ্রাউন্ড জিরো থেকে তৃণমূলের অন্যতম সদস্যের পদত্যাগে প্রভাব পড়বে বৈকি ৷

    আরও পড়ুন 

    ৪০ লাখ মানুষের ঠিকানা কি এবার ডিটেনশন সেন্টার? নতুন ভবন তৈরি করছে কেন্দ্র

    First published:

    Tags: Assam NRC, Assam TMC President Dwipen Pathak resigns, CM Mamata Banerjee, Dwipen Pathak Resigns, Mamata Banerjee, NRC issue, TMC