#গুয়াহাটি: অসম NRC ইস্যুতে ক্রমাগত চড়ছে রাজনীতির পারদ ৷ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ও দাবির বিরোধিতা করে পদত্যাগ করলেন অসমের রাজ্য তৃণমূল সভাপতি ৷ বৃহস্পতিবারই দলের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন অসমে তৃণমূল কংগ্রেসের দায়িত্বে থাকা দ্বীপেন পাঠক ৷
আরও পড়ুন
অসম NRC: বাদ পড়া ৪০ লাখ মানুষের কাছে ফের নাম তোলার ‘সুযোগ’!
জাতীয় রাজনীতিতে অসম NCR আন্দোলনের মুখ হয়ে উঠেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রথম দিন থেকেই অসমের নাগরিকপঞ্জী নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায় ৷ চুড়ান্ত খসড়ায় বাদ পড়া ৪০ লক্ষ মানুষের ভবিষ্যৎ কী হবে? এই প্রশ্ন তুলে দিল্লিতে দরবার করেছেন তৃণমূল নেত্রী ৷ একইসঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বাঙালি জাতি বিদ্বেষ ও জাত পাতের বাছবিচারের রাজনীতির অভিযোগ এনেছেন তিনি ৷
আরও পড়ুন
অসম NRC: শিলচর বিমানবন্দরে TMC মহিলা সাংসদের মারধরের অভিযোগ
NRC ইস্যুতে দলনেত্রীর এই পদক্ষেপ ও বক্তব্যের চুড়ান্ত বিরোধিতা করেছেন অসমের রাজ্য তৃণমূল সভাপতি দ্বীপেন পাঠক ৷ ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত অসম বিধানসভায় তৃণমূলের একমাত্র বিধায়ক ছিলেন পাঠক ৷ তাঁর পদত্যাগে অসমে দলের সংগঠনে কোনও প্রভাব পড়বে কিনা তা বলবে ভবিষ্যৎ ৷ তবে অসম NRC ইস্যুতে তীব্র বিরোধিতা করে আসছেন তৃণমূল নেত্রী সহ গোটা দল, তখন গ্রাউন্ড জিরো থেকে তৃণমূলের অন্যতম সদস্যের পদত্যাগে প্রভাব পড়বে বৈকি ৷
আরও পড়ুন
৪০ লাখ মানুষের ঠিকানা কি এবার ডিটেনশন সেন্টার? নতুন ভবন তৈরি করছে কেন্দ্র
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Assam NRC, Assam TMC President Dwipen Pathak resigns, CM Mamata Banerjee, Dwipen Pathak Resigns, Mamata Banerjee, NRC issue, TMC