অসম NRC: শিলচর বিমানবন্দরে TMC মহিলা সাংসদের মারধরের অভিযোগ

Last Updated:
#শিলচর: অসমের পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে বাধার মুখে তৃণমূল কংগ্রেস ৷ নিরাপত্তার দোহাই দিয়ে শিলচর বিমানবন্দরেই আটকে দেওয়া হল তৃণমূলের প্রতিনিধি দলকে ৷ প্রশাসনের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ ৷ সুখেন্দুশেখর রায়ের অভিযোগ, দলের মহিলা সাংসদদের গায়ে হাত তুলেছে পুলিশ ৷
অসম NRC ইস্যুতে তৃণমূল নেত্রীর নির্দেশে পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার শিলচরে পৌঁছান তৃণমূল প্রতিনিধিরা ৷ শিলচরে বিমান থেকে নামতেই আটকে দেওয়া হয় তৃণমূলের আট প্রতিনিধিকে ৷ বাকি যাত্রীদের বের করে তৃণমূলের আটজনকে বেরতে না দিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয় ৷ সুখেন্দুশেখর রায়ের অভিযোগ,
‘পরিকল্পিতভাবে আটকানো হয়েছে ৷ মহুয়া মৈত্র, মমতাবালা ঠাকুরকে মারধর করেছে অসম পুলিশ ৷’
advertisement
advertisement
সাংসদ মমতাবালা ঠাকুরের অভিযোগ, ‘আমরা বিমানবন্দরে ধরনায় বসেছি ৷ বিমানবন্দরে আমাদের আটকে রেখেছে ৷ আমাদের গায়ে হাত তোলা হয়েছে ৷ আমাকেও মেরেছে পুলিশ ৷ কাকলি, অর্পিতাদের ধাক্কা দেওয়া হয়েছে ৷ কেড়ে নিয়েছে ফোন ৷ আগে থেকেই তৈরি ছিল স্থানীয় প্রশাসন ৷ বিমানবন্দরে নামতেই ঘিরে ফেলা হয় ৷ সাংবাদিকদেরও আটকে দেওয়া হয় ৷’
advertisement
আরও পড়ুন 
সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও অভিযোগ করেছেন, ‘পুলিশ দিয়ে ঘিরে রাখা হয়েছে ৷ বিমানবন্দরে নামতেই ঘিরে ফেলা হয় ৷ আমাদের মারধর করা হয়েছে ৷ আমাদের ঘরবন্দি করার চেষ্টা হয় ৷ আমাদের ফোন কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে ৷’
advertisement
আরও পড়ুন 
ঘটনায় প্রবল ক্ষুব্ধ সাংসদ ও তৃণমূল কংগ্রেস মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন ৷ শিলচরের ঘটনার প্রতিক্রিয়ায় ডেরেক বলেন, ‘সুপার এমার্জেন্সি চলছে ৷ পুলিশ দিয়ে আটকে রাখা হয়েছে ৷ বিধায়ক মহুয়া মৈত্রকে পুলিশ মেরেছে ৷ মমতাবালা,কাকলি ঘোষদস্তিদারকে মেরেছে ৷ মারধরে এক মহিলা সাংসদ আহত ৷ স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা চেয়েছিল তৃণমূল ৷ কোনও ব্যাখ্যা দেননি স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ৷’
বাংলা খবর/ খবর/দেশ/
অসম NRC: শিলচর বিমানবন্দরে TMC মহিলা সাংসদের মারধরের অভিযোগ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement