অসম NRC: শিলচর বিমানবন্দরে TMC মহিলা সাংসদের মারধরের অভিযোগ

নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র

  • Last Updated :
  • Share this:

    #শিলচর: অসমের পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে বাধার মুখে তৃণমূল কংগ্রেস ৷ নিরাপত্তার দোহাই দিয়ে শিলচর বিমানবন্দরেই আটকে দেওয়া হল তৃণমূলের প্রতিনিধি দলকে ৷ প্রশাসনের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ ৷ সুখেন্দুশেখর রায়ের অভিযোগ, দলের মহিলা সাংসদদের গায়ে হাত তুলেছে পুলিশ ৷

    অসম NRC ইস্যুতে তৃণমূল নেত্রীর নির্দেশে পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার শিলচরে পৌঁছান তৃণমূল প্রতিনিধিরা ৷ শিলচরে বিমান থেকে নামতেই আটকে দেওয়া হয় তৃণমূলের আট প্রতিনিধিকে ৷ বাকি যাত্রীদের বের করে তৃণমূলের আটজনকে বেরতে না দিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয় ৷ সুখেন্দুশেখর রায়ের অভিযোগ,

    ‘পরিকল্পিতভাবে আটকানো হয়েছে ৷ মহুয়া মৈত্র, মমতাবালা ঠাকুরকে মারধর করেছে অসম পুলিশ ৷’

    সাংসদ মমতাবালা ঠাকুরের অভিযোগ, ‘আমরা বিমানবন্দরে ধরনায় বসেছি ৷ বিমানবন্দরে আমাদের আটকে রেখেছে ৷ আমাদের গায়ে হাত তোলা হয়েছে ৷ আমাকেও মেরেছে পুলিশ ৷ কাকলি, অর্পিতাদের ধাক্কা দেওয়া হয়েছে ৷ কেড়ে নিয়েছে ফোন ৷ আগে থেকেই তৈরি ছিল স্থানীয় প্রশাসন ৷ বিমানবন্দরে নামতেই ঘিরে ফেলা হয় ৷ সাংবাদিকদেরও আটকে দেওয়া হয় ৷’

    আরও পড়ুন 

    অসম NRC: শিলচর বিমানবন্দরেই আটকে দেওয়া হল তৃণমূলের প্রতিনিধি দলকে

    সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও অভিযোগ করেছেন, ‘পুলিশ দিয়ে ঘিরে রাখা হয়েছে ৷ বিমানবন্দরে নামতেই ঘিরে ফেলা হয় ৷ আমাদের মারধর করা হয়েছে ৷ আমাদের ঘরবন্দি করার চেষ্টা হয় ৷ আমাদের ফোন কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে ৷’

    আরও পড়ুন 

    ৪০ লাখ মানুষের ঠিকানা কি এবার ডিটেনশন সেন্টার? নতুন ভবন তৈরি করছে কেন্দ্র

    ঘটনায় প্রবল ক্ষুব্ধ সাংসদ ও তৃণমূল কংগ্রেস মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন ৷ শিলচরের ঘটনার প্রতিক্রিয়ায় ডেরেক বলেন, ‘সুপার এমার্জেন্সি চলছে ৷ পুলিশ দিয়ে আটকে রাখা হয়েছে ৷ বিধায়ক মহুয়া মৈত্রকে পুলিশ মেরেছে ৷ মমতাবালা,কাকলি ঘোষদস্তিদারকে মেরেছে ৷ মারধরে এক মহিলা সাংসদ আহত ৷ স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা চেয়েছিল তৃণমূল ৷ কোনও ব্যাখ্যা দেননি স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ৷’

    First published:

    Tags: Assam, Assam NRC, Mamata Banerjee, NRC, TMC, TMC female MPs beaten up, TMC MPs