অসম NRC: শিলচর বিমানবন্দরেই আটকে দেওয়া হল তৃণমূলের প্রতিনিধি দলকে

Last Updated:
#শিলচর: প্রথমেই বাধা ৷ নিরাপত্তার দোহাই দিয়ে শিলচর বিমানবন্দরেই আটকে দেওয়া হল তৃণমূলের প্রতিনিধি দলকে ৷ শিলচর বিমানবন্দরে নামতেই আটকে দেওয়া হয় তাঁদের ৷ ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন ৷ শিলচর বিমানবন্দরে কড়া নিরাপত্তা ব্যবস্থা ৷ অসম NRC ইস্যুতে তৃণমূল নেত্রীর নির্দেশে পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার শিলচরে পৌঁছান তৃণমূল প্রতিনিধিরা ৷
শিলচরে বিমান থেকে নামতেই আটকে দেওয়া হয় তৃণমূলের আট প্রতিনিধিকে ৷ ৬ সাংসদ, ১ বিধায়ক আছেন প্রতিনিধি দলে > বাকি যাত্রীদের বের করে তৃণমূলের সাতজনকে বেরতে না দিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয় ৷ নিরাপত্তা কারণে আটকে রাখা বলে জানিয়েছে প্রশাসন ৷ সূত্রের খবর, বিকেলেই তাদের কলকাতায় ফেরত পাঠানোর পরিকল্পনা করেছে অসম সরকার ৷ আটকে দেওয়া হয়েছে অসমে তৃণমূল সাংসদদের কনভেনশনের আয়োজকদেরও ৷ শিলচর বিমানবন্দরে তাদেরও আটকে দেয় প্রশাসন ৷
advertisement
advertisement
অন্যদিকে, বিমানবন্দরের ভিতরে মহিলা তৃণমূল সাংসদদের মারধরের অভিযোগ উঠেছে ৷ সুখেন্দুশেখর রায়ের অভিযোগ, ‘পরিকল্পিতভাবে আটকানো হয়েছে ৷ মহুয়া মৈত্র, মমতাবালা ঠাকুরকে মারধর করেছে অসম পুলিশ ৷’ বিমানবন্দরে ধর্ণায় তৃণমূল কংগ্রেস৷
আরও পড়ুন 
advertisement
সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের অভিযোগ, ‘পুলিশ দিয়ে ঘিরে রাখা হয়েছে ৷ বিমানবন্দরে নামতেই ঘিরে ফেলা হয় ৷ আমাদের মারধর করা হয়েছে ৷ আমাদের ঘরবন্দি করার চেষ্টা হয় ৷ আমাদের ফোন কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে ৷’
ঘটনায় প্রবল ক্ষুব্ধ সাংসদ ও তৃণমূল কংগ্রেস মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন ৷ শিলচরের ঘটনার প্রতিক্রিয়ায় ডেরেক বলেন, ‘সুপার এমার্জেন্সি চলছে ৷ পুলিশ দিয়ে আটকে রাখা হয়েছে ৷ বিধায়ক মহুয়া মৈত্রকে পুলিশ মেরেছে ৷ মমতাবালা,কাকলি ঘোষদস্তিদারকে মেরেছে ৷ মারধরে এক মহিলা সাংসদ আহত ৷ স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাখ্যা চেয়েছিল তৃণমূল ৷ কোনও ব্যাখ্যা দেননি স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ৷’
বাংলা খবর/ খবর/দেশ/
অসম NRC: শিলচর বিমানবন্দরেই আটকে দেওয়া হল তৃণমূলের প্রতিনিধি দলকে
Next Article
advertisement
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
  • বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা প্রতিমা পাড়ি জমালো সুদূর কানাডায়। ফাইবার দিয়ে তৈরি ছোট্ট সাবেকি  একচালার দুর্গা প্রতিমা। পৌঁছে যাচ্ছে বিদেশে। এর আগে শিল্পী নরওয়েতে লক্ষ্মী ও সরস্বতী এবং আমেরিকায় শিবের মূর্তি পাঠিয়েছিলেন। এই প্রথম বিদেশে দুর্গা প্রতিমা পাঠালেন তিনি।

VIEW MORE
advertisement
advertisement