কেউ বাড়ি থেকে পালিয়ে, কেউ বা হচ্ছিল পাচার! আরপিএফের অভিযানে চার শিশু উদ্ধার! চাইল্ডলাইনে হস্তান্তর

Last Updated:

পূর্ব রেলের আরপিএফ “অপারেশন নানহে ফারিশতে”-র অধীনে হাওড়া, শিয়ালদহ, আসানসোলে চার নাবালককে উদ্ধার করে চাইল্ডলাইন কর্তৃপক্ষের হাতে তুলে দেয়।

News18
News18
পূর্ব রেলের রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) “অপারেশন নানহে ফারিশতে”-র অধীনে চার জন নাবালক ছেলেকে উদ্ধার করেছে। রেল চত্বরে অসহায় ও বিপন্ন শিশুদের সুরক্ষায় দ্রুত এবং সহানুভূতিশীল পদক্ষেপের অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়।
সূত্রের খবর, হাওড়া, শিয়ালদহ এবং আসানসোল ডিভিশনের আরপিএফ কর্মীরা বিভিন্ন রেলওয়ে স্টেশনে সমন্বিতভাবে এই উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় হাওড়া ও ডানকুনি রেলওয়ে স্টেশনে দু’জন নাবালককে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। জানা গিয়েছে, তাদের মধ্যে একজন ভুলবশত ১৩১৫২ ডাউন কলকাতা এক্সপ্রেসে উঠে পড়ে কলকাতা রেলওয়ে স্টেশনে পৌঁছে যায়। অন্য এক নাবালক পারিবারিক কলহের জেরে বাড়ি থেকে পালিয়ে এসেছে বলে জানায়।
advertisement
advertisement
এছাড়াও বিভিন্ন স্টেশন এলাকা থেকে আরও দু’জন নাবালককে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া চার জন নাবালককেই নির্ধারিত নিয়ম মেনে পরবর্তী যত্ন, কাউন্সেলিং এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট চাইল্ডলাইন কর্তৃপক্ষের হাতে নিরাপদে তুলে দেওয়া হয়েছে।
advertisement
আরপিএফ সূত্রে জানানো হয়েছে, “অপারেশন নানহে ফারিশতে” ভারতীয় রেলওয়ে সুরক্ষা বাহিনীর একটি বিশেষ অভিযান। এই অভিযানের মূল লক্ষ্য রেল স্টেশন ও ট্রেনে বিপদে থাকা, হারিয়ে যাওয়া বা পরিত্যক্ত শিশুদের উদ্ধার করা এবং তাদের পাচার, শিশুশ্রম কিংবা অন্য কোনও শোষণের হাত থেকে রক্ষা করা। উদ্ধার হওয়া শিশুদের চাইল্ড ওয়েলফেয়ার কমিটি অথবা স্বীকৃত এনজিও-র মাধ্যমে তাদের পরিবারের কাছে ফেরানোর ব্যবস্থা করা হয়।
advertisement
২০১৭ সাল থেকে চালু থাকা এই অভিযানে আরপিএফ-এর অ্যান্টি-হিউম্যান ট্র্যাফিকিং ইউনিট সক্রিয়ভাবে কাজ করছে। বাড়ি থেকে পালিয়ে আসা, নিখোঁজ অথবা পাচারের শিকার শিশুদের চিহ্নিত করে নিরাপদে উদ্ধার করাই এই অভিযানের মূল উদ্দেশ্য। আরপিএফ প্রতি বছর এই অভিযানের মাধ্যমে হাজার হাজার শিশুকে উদ্ধার করে পুনর্বাসনের পথে ফিরিয়ে দিচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
advertisement
পূর্ব রেলের আরপিএফ জানিয়েছে, রেল চত্বর ও ট্রেনের মধ্যে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা শিশু কল্যাণ সংস্থাগুলির সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ চালিয়ে যাবে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কেউ বাড়ি থেকে পালিয়ে, কেউ বা হচ্ছিল পাচার! আরপিএফের অভিযানে চার শিশু উদ্ধার! চাইল্ডলাইনে হস্তান্তর
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement