দিল্লির পর এবার এই রাজ্যে মদের উপর দিতে হবে করোনা ট্যাক্স !
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
যোগী সরকারের তরফে নেওয়া সিদ্ধান্ত বুধবার মধ্যরাত থেকে লাগু করা হবে ৷ মদের দাম প্রায় ৩০ থেকে ৫০ টাকা বাড়ানো হয়েছে ৷
#লখনউ: দিল্লির পর এবার উত্তরপ্রদেশেও মদের উপর দিতে হবে করোনা ট্যাক্স ৷ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুধবার ক্যাবিনেট বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন ৷ এর পাশাপাশি পেট্রোল ও ডিজেলে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ যোগী সরকারের ক্যাবিনেট মদ ও পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রস্তাবে অনুমতি দিয়ে দিয়েছে ৷ এছাড়া আরও ১০ টি প্রস্তাবে অনুমতি দেওয়া হয়েছে ৷ পেট্রোলে ৩ টাকা ও ডিজেলে আড়াই টাকা ভ্যাট বাড়ানো হয়েছে ৷
যোগী সরকারের তরফে নেওয়া সিদ্ধান্ত বুধবার মধ্যরাত থেকে লাগু করা হবে ৷ মদের দাম প্রায় ৩০ থেকে ৫০ টাকা বাড়ানো হয়েছে ৷ IMFL এর বোতলের উপর এই দাম বাড়ানো হয়েছে ৷ সাধারণ মানের মদের দাম ৩০ টাকা বাড়বে ৷ প্রিমিয়াম বোতলের জন্য প্রায় ৫০ টাকা বাড়তি দিতে হবে ৷ এর পাশাপাশি দেশি মদের বোতলের দাম ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা করা হয়েছে ৷
advertisement
বিদেশি মদে (ইকোনমি বা মিডিয়াম) ১৮০ এমএল পর্যন্ত ১০ টাকা বৃদ্ধি করা হয়েছে ৷ ১৮০ এমএল থেকে ৫০০ এম এল পর্যন্ত ২০ টাকা বৃদ্ধি করা হয়েছে ৷ ৫০০ এমএল এর উপর ৩০ টাকা বৃদ্ধি করা হয়েছে ৷
advertisement
রেগুলার বা প্রিমিয়াম ব্র্যান্ডে ১৮০ এমএল পর্যন্ত ২০ টাকা বৃদ্ধি করা হয়েছে ৷ ১৮০ থেকে ৫০০ এমএল পর্যন্ত ৩০ টাকা এবং ৫০০ এমএল এর বেশি হলে ৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে ৷
advertisement
এছাড়া দামি ব্র্যান্ডের বিদেশি মদের ক্ষেত্রে ১৮০ এমএল পর্যন্ত ১০০ টাকা, ১৮০ থেকে ৫০০ এমএল পর্যন্ত ২০০ টাকা, ৫০০ এমএল এর বেশি হলে ৪০০ টাকা বৃদ্ধি করা হয়েছে ৷ নতুন রেট তৎকাল রূপে জারি করা হয়েছে ৷ অর্থ মন্ত্রালয়ের দাবি এর মাধ্যমে ২৩৫০ কোটি রাজস্ব প্রাপ্তির সম্ভাবনা রয়েছে সরকারের ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 06, 2020 3:33 PM IST