উত্তর-পূর্ব সীমান্ত রেলের বড় সিদ্ধান্ত, নতুন বছর ও ছুটির মরশুমে যাত্রীদের জন্য বিশেষ পরিষেবা
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Sudip Paul
Last Updated:
Northeast Frontier Railway: বর্ষবরণ ও ছুটির মরশুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে বিশেষ সিদ্ধান্ত নিল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। বড়দিন ও নববর্ষ ২০২৬ উপলক্ষে চালু করা দুটি স্পেশাল ট্রেনের পরিষেবার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
বর্ষবরণ ও ছুটির মরশুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে বিশেষ সিদ্ধান্ত নিল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। বড়দিন ও নববর্ষ ২০২৬ উপলক্ষে চালু করা দুটি স্পেশাল ট্রেনের পরিষেবার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। যাত্রী চাহিদা ক্রমাগত বাড়তে থাকায় উৎসবের সময় নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। বিশেষ ট্রেনগুলি আগের নির্ধারিত সময়সূচি, রুট, গঠন ও স্টপেজ অনুযায়ীই চলবে।
মেয়াদ বাড়ানো ট্রেনগুলির মধ্যে রয়েছে ট্রেন নং ০৫৬০৯/০৫৬১০ (গুয়াহাটি–সাইরাং–গুয়াহাটি)। এই ট্রেনটি উভয় দিক থেকে মোট তিনটি করে ট্রিপ করবে। ২৬, ২৮ ও ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে গুয়াহাটি থেকে সকাল ৬টায় রওনা দিয়ে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সাইরাং পৌঁছাবে। ফিরতি পথে ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর সাইরাং থেকে সকাল ৬টায় ছেড়ে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে গুয়াহাটি পৌঁছাবে।
advertisement
এছাড়াও ট্রেন নং ০৫৬২৮/০৫৬২৭ (আগরতলা–গুয়াহাটি–আগরতলা) সাপ্তাহিক স্পেশাল ট্রেনটির পরিষেবা বাড়ানো হয়েছে। ১ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় আগরতলা থেকে ছেড়ে পরদিন সকাল ৮টা ৪৫ মিনিটে গুয়াহাটি পৌঁছাবে। ফিরতি ট্রেনটি ২ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি শুক্রবার দুপুর ১টা ১৫ মিনিটে গুয়াহাটি থেকে যাত্রা শুরু করে পরদিন ভোর ৪টা ১০ মিনিটে আগরতলা পৌঁছাবে।
advertisement
advertisement
উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, শিলিগুড়ি ও আগরতলা রুটে যাত্রী চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই ট্রেনে ভিড়ের কারণে অসুবিধা হচ্ছিল। এই স্পেশাল ট্রেন চালু থাকায় যাত্রীরা প্রয়োজনে ট্রেন বদলে সহজে যাতায়াত করতে পারবেন। ট্রেনগুলির বিস্তারিত তথ্য আইআরসিটিসি ওয়েবসাইট ও রেলের সোশ্যাল মিডিয়ায় জানানো হচ্ছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 25, 2025 9:07 PM IST







