Northeast Frontier Railway: গ্রাহক সংযোগ উন্নত করতে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের বিভিন্ন পদক্ষেপ
- Published by:Siddhartha Sarkar
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
নতুন পার্সেল ম্যানেজমেন্ট সিস্টেম স্থাপন চালু করা হল।
আবীর ঘোষাল, কলকাতা: পণ্যবাহী ট্রেন চলাচলের ক্রমাগত উন্নয়নের প্রচেষ্টার সঙ্গে সামঞ্জস্য রেখে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে অন্তর্মুখী ও বহির্মুখী পণ্য পরিচালনার জন্য আরও কিছু স্টেশন খোলা হয়েছে। ফেব্রুয়ারি, ২০২৩-এ আরও কিছু রেলওয়ে স্টেশন পণ্য চলাচলের খোলা হয়েছে, যার ফলে উপভোক্তারা বিভিন্ন পণ্য সামগ্রী সহজেই পরিবহণ করতে সক্ষম হচ্ছেন।
এর ফলে স্থানীয় অর্থনীতির উন্নয়ন-সহ পরিবহণ ব্যবসায়ীরা বিশালভাবে লাভাম্বিত হবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। গ্রাহক সংযোগ উন্নত করতে এবং পণ্য পরিবহণ আরও বৃদ্ধি করতে রঙিয়া ডিভিশনের অন্তর্গত মির্জা স্টেশনটি কয়লা, পিওএল, পশুসম্পদ, বিস্ফোরক ও ক্রেন চালান ব্যতীত অন্যান্য সমস্ত অন্তর্মুখী পণ্য ট্রাফিক পরিচালনার জন্য খোলা হয়েছে। এছাড়াও, এই স্টেশনটি ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ থেকে পার্সেল কার্গো এক্সপ্রেস ট্রেন পরিচালনার জন্যও খোলা হয়েছে।
advertisement
advertisement
রঙিয়া ডিভিশনের অন্তর্গত হারমুতি স্টেশনে অন্তর্মুখী স্টিল পাইপ চালান পরিচালনার অনুমতি ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ থেকে আরও ০৬ মাস সময়ের জন্য বৃদ্ধি করা হয়েছে। পূর্বে ২৭ জুলাই, ২০২২ তারিখ থেকে ৬ মাস সময়ের জন্য এই স্টেশনটি অন্তর্মুখী স্টিল পাইপ চালান পরিচালনার জন্য খোলা হয়েছিল। তিনসুকিয়া ডিভিশনের অন্তর্গত নামরূপ স্টেশনটি ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ থেকে বহির্মুখী বালু ট্র্যাফিক পরিচালনার জন্য খোলা হয়েছিল। এ ছাড়াও, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ থেকে কয়লা ট্রাফিক লোডিঙের জন্য আরও ৬ মাস অনুমতি বৃদ্ধি করা হয়েছে। পূর্বে, ১০ অক্টোবর, ২০২২ তারিখ থেকে ৩ মাস সময়ের জন্য বহির্মুখী কয়লা ট্রাফিক পরিচালনার জন্য এটি খোলা হয়েছিল।
advertisement
পার্সেল বুকিং সিস্টেম আধুনিক করে তুলতে এবং ব্যবহারকারীর অনুকূল সংযোগ ব্যবস্থা বৃদ্ধি করতে লামডিং ডিভিশনের অন্তর্গত আগথোরি রেলওয়ে স্টেশনে ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে একটি পার্সেল ম্যানেজমেন্ট সিস্টেম (পিএমএস) স্থাপন করা হয়েছে। উন্নত এই পদ্ধতির অধীনে পার্সেল অফিসে কম্পিউটারাইজড সিস্টেমের মাধ্যমে পার্সেল বুকিং করা হচ্ছে। ট্রেডার্স বা ব্যবসায়ীরা এখন দ্রুত, বিশ্বস্ত ও পরিবেশ অনুকূল পদ্ধতিতে নিজেদের পণ্য সামগ্রী পরিবহণের জন্য এই পরিষেবা ব্যবহার করতে পারবেন। এ ছাড়াও তাঁরা নিজেদের চালান ট্র্যাকও করতে পারবেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
March 16, 2023 9:08 AM IST