সলমন খানের প্রথম প্রেমিকার সঙ্গে বিয়ে! এখন সম্পর্কে টাবুর জামাইবাবু! চেনেন কি এক সময়ের এই সুদর্শন নায়ককে?
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Bollywood Actor Sumeet Saigal Story: কথা হচ্ছে বলিউড অভিনেতা সুমিত সায়গলের বিষয়ে! অনেকেই হয়তো এক সময়ের এই সুদর্শন নায়ককে চেনেন না। পরিচয় করিয়ে দেওয়াই যাক। অবশ্য তাঁর আরও একটি পরিচয় রয়েছে।
advertisement
advertisement
১৯৮৭ সালে ‘ইনসানিয়ত কে দুশমন’ ছবির হাত ধরে পর্দায় অভিষেক ঘটেছিল সুমিতের। সেই ছবিতে অবশ্য তাঁর পাশাপাশি ছিলেন সঞ্জয় দত্ত, গোবিন্দ, মিঠুন চক্রবর্তীর মতো তাবড় অভিনেতারাও। ছবিটিতে অবশ্য সুমিতের ভূমিকা বিশেষ ছিল না। তবে তাঁর নিষ্পাপ মুখ এবং অভিনয় ভক্তদের নজর কাড়ে। এমনকী ছবিটিও বক্স অফিসে চূড়ান্ত ভাবে সফল হয়।
advertisement
advertisement
খ্যাতির শিখরে থাকাকালীনই বিয়ে করেছিলেন শাহিন বানুকে। তিনি আসলে অভিনেত্রী সায়রা বানুর আত্মীয়া। এখানেই শেষ নয়, ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যায়, এক সময় এই শাহিন বানুর সঙ্গেই প্রেম ছিল সলমন খানের! এমনকী বলা হয়, সলমনের প্রথম প্রেম ছিলেন শাহিন! ১৯৯০ সালে সুমিতের সঙ্গে সংসার পেতেছিলেন শাহিন এবং ১৯৯৭ সালে তাঁদের একটি কন্যাসন্তান জন্মায়। ১৩ বছর একসঙ্গে ঘর করেছিলেন এই দম্পতি। ২০০৩ সালে বিচ্ছেদ হয় তাঁদের। এর পরে অভিনেত্রী ফারাহ নাজকে বিয়ে করেছিলেন প্রাক্তন অভিনেতা। বর্তমানে সুখেই ঘরকন্না করছেন তাঁরা।
advertisement
তবে পর্দায় আর ফেরা হয়নি সুমিতের। অবশ্য ২০১০ সালে ফের ছবির দুনিয়ায় প্রত্যাবর্তন ঘটে তাঁর। এ-বার আর অভিনেতার ভূমিকায় নয়, বরং প্রযোজকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন সুমিত। তবে তাঁর সেই সুদর্শন চেহারা পুরোপুরি বদলে গিয়েছিল। ফলে ভক্তরাও তাঁকে আর চিনতে পারেননি। সেই সময় ভয়ের ছবি ‘রক’ প্রযোজনা করেছিলেন সুমিত। ওই ছবিতে প্রধান ভূমিকায় ছিলেন তনুশ্রী দত্ত এবং উদিতা গোস্বামীর মতো অভিনেত্রী। এ-ছাড়াও শোনা যায়, আশি-নব্বইয়ের দশকের এই সুদর্শন নায়কের রয়েছে একটি সংস্থাও। যার নাম ‘সুমিত আর্ট’। এখান থেকে ডাবিংয়ের কাজ হয়। ফলে এই সংস্থা থেকে কোটি কোটি টাকা আয় করেন প্রাক্তন অভিনেতা।