North Eastern Frontier railway: রেলপথে চোরাই কারবার! আরপিএফ-এর হাতে এল ২৮ লক্ষ টাকার নিষিদ্ধ সামগ্রী! গ্রেফতার ১৮

Last Updated:

North Eastern Frontier railway: রেলের মাধ্যমে নিষিদ্ধ সামগ্রীর পরিবহণ প্রতিরোধ করতে নিজেদের জোনের মধ্যে বিভিন্ন স্টেশন ও ট্রেনে ধারাবাহিকভাবে তল্লাশি অভিযান চালিয়ে আসছে আরপিএফ।

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের বাহিনীর হাতে উদ্ধার নিষিদ্ধ সামগ্রী
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের বাহিনীর হাতে উদ্ধার নিষিদ্ধ সামগ্রী
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) রেলের মাধ্যমে নিষিদ্ধ সামগ্রীর পরিবহণ প্রতিরোধ করতে নিজেদের জোনের মধ্যে বিভিন্ন স্টেশন ও ট্রেনে ধারাবাহিকভাবে তল্লাশি অভিযান চালিয়ে আসছে। আরপিএফ ২০২৩ সালের ৩ ও ৭ জুলাইয়ের মধ্যে পৃথক পৃথক অভিযান চালিয়ে ২৮.৪৫ লক্ষ (আনুমানিক) টাকারও অধিক মূল্যের নিষিদ্ধ সামগ্রী সফলভাবে উদ্ধার করে। এছাড়াও আরপিএফ এই সময়ের মধ্যে নিষিদ্ধ সামগ্রী পরিবহণের অভিযোগে ১৮ জন ব্যক্তিকে গ্রেফতার করে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের জন্য পরবর্তী সময়ে উদ্ধারকৃত সামগ্রী-সহ ধৃত ব্যক্তিদের সংশ্লিষ্ট অঞ্চলের ওসি/জিআরপি-এর হাতে তুলে দেওয়া হয়।
২০২৩ সালের ৪, ৬ ও ৭ জুলাইয়ে পৃথক পৃথক ঘটনায় নিউ তিনসুকিয়ার আরপিএফ তিনসুকিয়ার স্থানীয় পুলিশ ও জিআরপি-র সঙ্গে যৌথভাবে নিউ তিনসুকিয়া রেলওয়ে স্টেশনে আনুমানিক ২০ লক্ষ টাকা মূল্যের ৪৯৬.৭ গ্রাম হেরোইন-সহ আটজন ব্যক্তিকে গ্রেফতার করে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের জন্য পরবর্তী সময়ে উদ্ধারকৃত সামগ্রী-সহ ধৃত ব্যক্তিদের তিনসুকিয়ার ওসি/জিআরপি ও স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
advertisement
advertisement
২০২৩ সালের ৬ জুলাইয়ের একটি ঘটনায় আগরতলা থেকে আরপিএফ ও জিআরপি-এর যৌথ দল আগরতলা রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ১.৫ লক্ষ টাকা মূল্যের ১৫ কেজি গাঁজা বাজেয়াপ্ত করে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তারা তিনজন ব্যক্তিকেও গ্রেফতার করে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য পরবর্তী সময়ে উদ্ধারকৃত সামগ্রী-সহ ধৃত ব্যক্তিদের জিআরপি/আগরতলার হাতে তুলে দেওয়া হয়।
advertisement
এছাড়াও ২০২৩ সালের ৩ থেকে ৭ জুলাই পর্যন্ত উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ এন. এফ. রেলওয়ের অন্তর্গত পৃথক পৃথক স্টেশন ও ট্রেনে নিয়মিত তল্লাশি চালিয়ে প্রায় ৬.৯৫ লক্ষ টাকা মূল্যের মোট ৭০ কেজি গাঁজা উদ্ধার করে। এই অভিযানের সময় তারা সাতজন ব্যক্তিকে গ্রেফতার করে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য পরবর্তী সময়ে উদ্ধারকৃত সামগ্রী-সহ ধৃত ব্যক্তিদের সংশ্লিষ্ট অঞ্চলের ওসি/জিআরপি-র হাতে তুলে দেওয়া হয়।
advertisement
উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, দেশকে মাদক মুক্ত করার লক্ষ্যে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ বিভিন্ন রেলওয়ে স্টেশন ও ট্রেনে চোরাই সামগ্রী পাচার ও নিষিদ্ধ সামগ্রী পরিবহণ সম্পর্কিত কার্যকলাপের দিকে ধারাবাহিকভাবে কড়া নজরদারি চালিয়ে আসছে, যাতে দেশকে মাদকমুক্ত করা যায়।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
North Eastern Frontier railway: রেলপথে চোরাই কারবার! আরপিএফ-এর হাতে এল ২৮ লক্ষ টাকার নিষিদ্ধ সামগ্রী! গ্রেফতার ১৮
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement