যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে আরও কয়েকটি স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই স্পেশ্যাল ট্রেনগুলি ২৫ ও ২৬ মে, ২০২৩ তারিখে একটি ট্রিপের জন্য চলবে।
০৫৬০৯ নং. (শিলচর-গোরখপুর) স্পেশ্যাল ট্রেনটি ২৫ মে, ২০২৩ (বৃহস্পতিবার) তারিখের ১৮.৪৫ ঘণ্টায় শিলচর থেকে রওনা দিবে। এই স্পেশ্যাল ট্রেনটি নিউ হাফলং, গুয়াহাটি, গোয়ালপাড়া টাউন, নিউ বঙাইগাঁও, নিউ জলপাইগুড়ি, কাটিহার, বারাউনী জং., হাজিপুর জং., ছাপরা রেলওয়ে স্টেশন হয়ে ২৭ মে, ২০২৩ (শনিবার) তারিখের ০৫.৪৫ ঘণ্টায় গোরখপুর পৌঁছবে। স্পেশ্যাল ট্রেনটিতে স্লিপার ক্লাস ও সেকেন্ড সিটিং কোচ সহ মোট ১৮টি কামরা থাকবে।
০৫৬১০ নং. (আগরতলা-গয়া) স্পেশ্যাল ট্রেনটি ২৫ মে, ২০২৩ (বৃহস্পতিবার) তারিখের ১০.০০ ঘণ্টায় আগরতলা থেকে রওনা দিবে। এই স্পেশাল ট্রেনটি নিউ করিমগঞ্জ, নিউ হাফলং, গুয়াহাটি, গোয়ালপাড়া টাউন, নিউ বঙাইগাঁও, নিউ জলপাইগুড়ি, মালদা টাউন, ভাগলপুর রেলওয়ে স্টেশন হয়ে পরের দিন ২৩.৩০ ঘণ্টায় গয়া পৌঁছবে। স্পেশ্যাল ট্রেনটিতে স্লিপার ক্লাস ও সেকেন্ড সিটিং কোচ সহ মোট ২০টি কামরা থাকবে।
আরও পড়ুন: দু’জনের তর্কাতর্কি, হঠাৎ লাইনে ঝাঁপ এক ব্যক্তির! কলকাতা মেট্রোয় হাড়হিম ঘটনা, কোনদিকে বন্ধ রেল
০৫৬৫০ নং. (গুয়াহাটি-পুনে) স্পেশ্যাল ট্রেনটি ২৬ মে, ২০২৩ (শুক্রবার) তারিখের ২০.৪০ ঘণ্টায় গুয়াহাটি থেকে রওনা দিবে। এই স্পেশাল ট্রেনটি বরপেটা রোড, নিউ বঙাইগাঁও, নিউ জলপাইগুড়ি, কাটিহার, বারাউনী জং., মির্জাপুর, ইতরসি, জলগাঁও জং., আহমেদনগর রেলওয়ে স্টেশন হয়ে ২৮ মে, ২০২৩ (রবিবার) তারিখের ১৮.২০ ঘণ্টায় পুনে পৌঁছবে। স্পেশাল ট্রেনটিতে এসি ৩-টিয়ার, স্লিপার ক্লাস ও সেকেন্ড সিটিং কোচ-সহ মোট ১৮টি কামরা থাকবে।
এই রুটে যাত্রা করা অন্যান্য ট্রেনের ওয়েটিং লিস্টের যাত্রীরা এই স্পেশ্যাল ট্রেনটির সুবিধা গ্রহণ করতে পারবেন। এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন খবরের কাগজ ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোসিয়াল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রার করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।