North Eastern Frontier Railway: যাত্রীদের জন্য সুখবর! ভিড় কমাতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে চালাবে আরও কয়েকটি স্পেশ্যাল ট্রেন

Last Updated:

North Eastern Frontier Railway: এই রুটে যাত্রা করা অন্যান্য ট্রেনের ওয়েটিং লিস্টের যাত্রীরা এই স্পেশ্যাল ট্রেনটির সুবিধা গ্রহণ করতে পারবেন। এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে।

উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে
উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে
যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে আরও কয়েকটি স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই স্পেশ্যাল ট্রেনগুলি ২৫ ও ২৬ মে, ২০২৩ তারিখে একটি ট্রিপের জন্য চলবে।
০৫৬০৯ নং. (শিলচর-গোরখপুর) স্পেশ্যাল ট্রেনটি ২৫ মে, ২০২৩ (বৃহস্পতিবার) তারিখের ১৮.৪৫ ঘণ্টায় শিলচর থেকে রওনা দিবে। এই স্পেশ্যাল ট্রেনটি নিউ হাফলং, গুয়াহাটি, গোয়ালপাড়া টাউন, নিউ বঙাইগাঁও, নিউ জলপাইগুড়ি, কাটিহার, বারাউনী জং., হাজিপুর জং., ছাপরা রেলওয়ে স্টেশন হয়ে ২৭ মে, ২০২৩ (শনিবার) তারিখের ০৫.৪৫ ঘণ্টায় গোরখপুর পৌঁছবে। স্পেশ্যাল ট্রেনটিতে স্লিপার ক্লাস ও সেকেন্ড সিটিং কোচ সহ মোট ১৮টি কামরা থাকবে।
advertisement
advertisement
০৫৬১০ নং. (আগরতলা-গয়া) স্পেশ্যাল ট্রেনটি ২৫ মে, ২০২৩ (বৃহস্পতিবার) তারিখের ১০.০০ ঘণ্টায় আগরতলা থেকে রওনা দিবে। এই স্পেশাল ট্রেনটি নিউ করিমগঞ্জ, নিউ হাফলং, গুয়াহাটি, গোয়ালপাড়া টাউন, নিউ বঙাইগাঁও, নিউ জলপাইগুড়ি, মালদা টাউন, ভাগলপুর রেলওয়ে স্টেশন হয়ে পরের দিন ২৩.৩০ ঘণ্টায় গয়া পৌঁছবে। স্পেশ্যাল ট্রেনটিতে স্লিপার ক্লাস ও সেকেন্ড সিটিং কোচ সহ মোট ২০টি কামরা থাকবে।
advertisement
০৫৬৫০ নং. (গুয়াহাটি-পুনে) স্পেশ্যাল ট্রেনটি ২৬ মে, ২০২৩ (শুক্রবার) তারিখের ২০.৪০ ঘণ্টায় গুয়াহাটি থেকে রওনা দিবে। এই স্পেশাল ট্রেনটি বরপেটা রোড, নিউ বঙাইগাঁও, নিউ জলপাইগুড়ি, কাটিহার, বারাউনী জং., মির্জাপুর, ইতরসি, জলগাঁও জং., আহমেদনগর রেলওয়ে স্টেশন হয়ে ২৮ মে, ২০২৩ (রবিবার) তারিখের ১৮.২০ ঘণ্টায় পুনে পৌঁছবে। স্পেশাল ট্রেনটিতে এসি ৩-টিয়ার, স্লিপার ক্লাস ও সেকেন্ড সিটিং কোচ-সহ মোট ১৮টি কামরা থাকবে।
advertisement
এই রুটে যাত্রা করা অন্যান্য ট্রেনের ওয়েটিং লিস্টের যাত্রীরা এই স্পেশ্যাল ট্রেনটির সুবিধা গ্রহণ করতে পারবেন। এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন খবরের কাগজ ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোসিয়াল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রার করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।
বাংলা খবর/ খবর/দেশ/
North Eastern Frontier Railway: যাত্রীদের জন্য সুখবর! ভিড় কমাতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে চালাবে আরও কয়েকটি স্পেশ্যাল ট্রেন
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement