Hospital for Animals: পোষ্য সারমেয়র মৃত্যুশোকে যুবক খুলেছেন পশু-হাসপাতাল, বিনামূল্যে সেবা করা হয় গৃহহীন অনাথ পশুদের
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Hospital for Animals: পোষ্যের মৃত্যুতে সঞ্জয় অনুভব করেন অবোলা প্রাণীদের জন্য কিছু করতে হবে
নয়ডা : অপত্যস্নেহ থাকে পোষ্যের জন্যেও৷ সেই পিতৃস্নেহের নজির গড়লেন নয়ডার বাসিন্দা সঞ্জয় মহাপাত্র৷ স্থানীয় এলাকায় তিনি এখন পরিচিত সারমেয়দের পিতা হিসেবে৷ এর পিছনে রয়েছে মর্মস্পর্শী কাহিনি৷
আদতে ওড়িশার বাসিন্দা সঞ্জয় বরাবরই সারমেয়প্রেমী৷ জানিয়েছেন গত বছর মার্চে তাঁর পোষা কুকুর অসুস্থ হয়ে মারা যায়৷ পোষা কুকুরের নাম ছিল শিবা৷ তার মৃত্যুতে নিঃসঙ্গতা ও একাকিত্ব গ্রাস করে সঞ্জয়কে৷ পোষ্যের মৃত্যুতে সঞ্জয় অনুভব করেন অবোলা প্রাণীদের জন্য কিছু করতে হবে৷
advertisement
advertisement
এর পরই পথের প্রাণীদের জন্য হাসপাতাল তৈরি করার কথা ভাবেন সঞ্জয়৷ সম্প্রতি সত্যি হয়েছে তাঁর স্বপ্ন৷ পথ চলা শুরু করেছে হাউস অব স্ট্রিট অ্যানিম্যালস৷ এখানে পথের পশু প্রাণীদের সেবা শুশ্রূষা ও চিকিৎসা পরিষেবা দেওয়া হয়৷
গৃহহীন পশু, যাদের দেখাশোনা করার কেউ নেই, তাদের সেবা যত্ন করেন সঞ্জয়৷ রাস্তায় কোনও পশু দুর্ঘটনার শিকার হলে খবর দেওয়া হয় সঞ্জয়দের৷ তাঁরা গিয়ে সেবাযত্ন করেন সঞ্জয় এবং তাঁর সহকারীরা৷ আহত পশুদের উদ্ধারের পর বিনা খরচে তাদের সেবা করা হয়৷ এখনও পর্যন্ত কয়েকশো পশুকে তাঁরা রক্ষা করেছেন৷
advertisement
নয়ডার ৫৪ নম্বর সেক্টরে চলছে পশুদের সেই হাসপাতাল৷ সেখানে নিঃস্বার্থভাবে সেবা করে অবোলা পশুদের নতুন জীবন দিয়ে চলেছেন সঞ্জয়ের মতো পশুপ্রেমী৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 03, 2023 5:36 PM IST