রবীন্দ্র স্মরণ নোবেল পুরস্কারের ট্যুইটারে, ফিরে এল শতবর্ষ পেরিযে যাওয়া দিনের স্মৃতি
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
অনূদিত ইংরাজি কবিতার একটি লাইনও সেখানে শেয়ার করেছে নোবেল কর্তৃপক্ষ৷
#নয়াদিল্লি: ১৯১৩ সালে কথা স্মরণ নোবেল কর্তৃপক্ষের৷ আর সেই স্মরণের কেন্দ্রে রবীন্দ্রনাথ ঠাকুর৷ অ-ইওরোপীয় হিসাবে যাঁর হাতে প্রথমবার নোবেল পুরস্কার এসেছিল৷ সেই উপলক্ষ্যেই একটি ছবি সম্প্রতি শেয়ার করা হয়েছে নোবেল কর্তৃপক্ষের ট্যুইটার হ্যান্ডেল থেকে৷ বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে ২০২২ সালের সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপকের নাম৷ আর তার আগেই শেয়ার করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি৷
অনূদিত ইংরাজি কবিতার একটি লাইনও সেখানে শেয়ার করেছে নোবেল কর্তৃপক্ষ৷ পাশাপাশি লেখা হয়েছে, ‘রবীন্দ্রনাথ ঠাকুরকে ১৯১৩ সালে নোবেল পুরস্কার দেওয়া হয় সাহিত্যে৷ তাঁর সংবেদনশীল, নতুন ও অসাধারণ কবিতাগুলির জন্য৷ তিনিই প্রথম অ-ইওরোপীয় হিসাবে নোবেল পুরস্কার পান৷’ পাশাপাশি, এই ট্যুইটের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে একটি ছবিও৷ পাশাপাশি, নোবেলের ইনস্টাগ্রাম ও ট্যুইটারেও ভিন্ন ছবি ব্যবহার করে একই পোস্ট করা হয়েছে৷
advertisement
advertisement
"The butterfly counts not months but moments, and has time enough." - Rabindranath Tagore, awarded the 1913 Nobel Prize in Literature for his sensitive, fresh and beautiful poetry. He became the first non-European literature laureate. pic.twitter.com/0A0HjkwRai
— The Nobel Prize (@NobelPrize) October 6, 2022
advertisement
সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণার আগের দিন, শুধু রবীন্দ্রনাথ ঠাকুর নন, আর্নেস্ট হেমিংওয়ের মতো সাহিত্যিকের কথাও স্মরণ করা হয়েছে৷ হেমিংওয়ে ১৯৫৪ সালে সাহিত্যের নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন৷ এ ছাড়াও ১৯৯৩ সালে সাহিত্যে নোবেল প্রাপ্ত টনি মরিসন, আফ্রিকান-আমেরিকান এই সাহিত্যিককেও নোবেল পুরস্কার দেওয়া হয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 07, 2022 5:39 PM IST