তিহারে জেল খেটেছিলেন নোবেলজয়ী অভিজিত্‍, সঙ্গে পুলিশের মারও!

Last Updated:

বন্দি ছিলেন তিহার জেলে৷ পুলিশ মেরেছিল৷ কী ঘটেছিল? অভিজিত নিজেই তা একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন৷

#নয়াদিল্লি: অর্থনীতিতে নোবেলজয়ী অভিজিত্‍ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সাফল্যে খুশি আপামর ভারত৷ বাঙালির গর্বের মুহূর্ত৷ কিন্তু জানেন কি? এই নোবেলজয়ী অর্থনীতিবিদ একসময় তিহারে জেল খেটেছেন? বন্দি ছিলেন তিহার জেলে৷ পুলিশ মেরেছিল৷ কী ঘটেছিল? অভিজিত্‍‌ নিজেই তা একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন৷
২০১৬ সালে যেমন জেএনইউ-তে রাষ্ট্রদ্রোহী বিতর্ক নিয়ে আন্দোলন হয়েছিল, তেমনই একটি আন্দোলন জেএনইউ-তে হয়েছিল ১৯৮৩ সালে৷ অভিজিত্‍ বন্দ্যোপাধ্যায় তখন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র৷ সেই তীব্র আন্দোলনে সামিল হয়েছিলেন আজকের নোবেলজয়ী অর্থনীতিবিদও৷ সে দিন জেএনইউ-এর উপাচার্যকে অনির্দিষ্টকালের জন্য ঘেরাও করেছিলেন ছাত্ররা৷ ছাত্রদের অভিযোগ ছিল, ছাত্র সংসদের সভাপতিকে অনৈতিক ভাবে অপসারণ করা হয়েছে৷
advertisement
অভিজিত্‍ বন্দ্যোপাধ্যায় ও তাঁর বন্ধুদের গ্রেফতার করে পুলিশ৷ ঢুকিয়ে দেয় তিহার জেলে৷ তারপর শুরু করে মার৷ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে অভিজিত্‍ বলেন, 'আমাদের পুলিশ মারে৷ তিহার জেলে রাখে৷ আমাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার চার্জ ছিল না৷ তবে খুনের চেষ্টা-সহ একাধিক মামলা দায়ের করা হয়৷ ভগবানের কৃপায়, পরে অবশ্য সেই চার্জ থেকে মুক্ত দেওয়া হয় আমাদের৷ তবে তিহার জেলে ১০ দিন বন্দি ছিলাম৷'
advertisement
advertisement
সেই ঘটনা প্রসঙ্গে ২০১৬ সালের জেএনইউ আন্দোলন সম্পর্কে অভিজিতের বক্তব্য, ফের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাক গলানোর চেষ্টা করছে সরকার৷
আরও ভিডিও: News18 Bangla-র প্রশ্ন, MIT-র মঞ্চ থেকে বাংলায় উত্তর দিলেন নোবেলজয়ী
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
তিহারে জেল খেটেছিলেন নোবেলজয়ী অভিজিত্‍, সঙ্গে পুলিশের মারও!
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement