৬ তারিখই সেই ভয়াবহ দিন! 'জল' থাকবে না হায়দরাবাদের কোনও কলে! কখন থেকে শুরু বিভীষিকা?

Last Updated:

আগামী ৬ তারিখ পাইপলাইন মেরামতি হবে। সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার জন্য জল সরবরাহে বিঘ্ন ঘটবে। কিছু অঞ্চলে জল সরবরাহ করা হলেও জলের বেগ কম থাকবে। এতে ফের বড় ভোগান্তির মুখোমুখি হবেন হায়দরাবাদের মানুষ।

৬ তারিখই সেই ভয়াবহ দিন! 'জল' থাকবে না কোনও কলে! কখন থেকে শুরু 'এই রাজ্যের' বিভীষিকা?
৬ তারিখই সেই ভয়াবহ দিন! 'জল' থাকবে না কোনও কলে! কখন থেকে শুরু 'এই রাজ্যের' বিভীষিকা?
তেলেঙ্গানা: গ্রীষ্মের দাবদাহের পর ঠিক সময়ে বর্ষা না আসলে জল সংকটে ভোগে বাংলার একাধিক জেলা। তাছাড়াও পাইপলাইনের সমস্যা থাকায় গত বছর অনেক এলাকায় জলকষ্ট দেখা দিয়েছে। শিলিগুড়ির পানীয় জল সমস্যায় একের পর এক ভোগান্তির ছবি নজরে এসেছে সদ্য।
তার পরেই দু’দিন ধরে মেরামত করা হয়েছে সাপ্লাইয়ের লাইন। জল সংকট দেখা দিয়েছিল তাতেও। এমন পরিস্থিতি দেশের বহু প্রান্তে। দক্ষিণ ভারতের জলসমস্যা বহু বছরের। অধিকাংশ মানুষকে জল কিনে খেতে হয়। স্নানের জলও কিনতে হয় অনেক সময়। এবার শীতেও দেখা দিল জলকষ্ট।
advertisement
advertisement
 ২৪ ঘণ্টা জল সরবরাহ বন্ধ থাকবে, ৬ জানুয়ারি সকাল ৬টা থেকে
২৪ ঘণ্টা জল সরবরাহ বন্ধ থাকবে, ৬ জানুয়ারি সকাল ৬টা থেকে
advertisement
আগামী ৬ তারিখ তাই পাইপলাইন মেরামতি হবে। হায়দরাবাদের কিছু অংশে ৬ জানুয়ারি সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার জন্য জল সরবরাহে বিঘ্ন ঘটবে। কিছু অঞ্চলে জল সরবরাহ করা হলেও জলের বেগ কম থাকবে। তিরতির করে জল পড়বে কল দিয়ে। এতে ফের বড় ভোগান্তির মুখোমুখি হবেন রাজ্যবাসী।
advertisement
যে যে অঞ্চল এমন সমস্যার মুখোমুখি হতে চলেছে সেগুলি হল- পাতাঞ্চেরু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়, বিএইচইএল টাউনশিপ, বিএইচইএল ফ্যাক্টরি, এসবিআই ট্রেনিং সেন্টার, ডয়েন্স কলোনি, হাফিজপেট, মদিনাগুডা, গঙ্গারাম, চন্দনগর, লিঙ্গমপল্লি, জ্যোতি নগর, অশোক নগর, আরসি পুরম এবং পাতাঞ্চেরু।
হায়দরাবাদ মেট্রোপলিটন ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যুয়ারেজ বোর্ড (HMWSSB) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মানজিরা ওয়াটার সাপ্লাই স্কিম ফেজ-১-এ পাইপলাইনে ফুটো হয়েছে। এই পাইপলাইনটি হায়দরাবাদে পানীয় জল সরবরাহ করে। ফুটো মেরামত ও সংযোগের কাজ করার জন্য জল সরবরাহে এই বিঘ্ন ঘটবে। প্রভাবিত অঞ্চলের বাসিন্দাদের জল সংরক্ষণ এবং বুঝে-শুনে জল ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে। কাজ শেষ হওয়ার পর জল সরবরাহ পুনরায় শুরু হবে। সংশ্লিষ্ট এলাকাবাসীকে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
৬ তারিখই সেই ভয়াবহ দিন! 'জল' থাকবে না হায়দরাবাদের কোনও কলে! কখন থেকে শুরু বিভীষিকা?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement