চলন্ত ট্রেনের 'চেন' টানলেন জিন্স-টপ পরা মহিলা, RPF কারণ জানতে চাইলে যা বললেন...শুনে শিউরে উঠল সবাই!

Last Updated:
Train Chain Pulling: RPF (রেলওয়ে সুরক্ষা বাহিনী) দ্রুত সেই কোচে পৌঁছে যায়, যেখানে চেন টানা হয়েছিল। যাত্রীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, এক ভদ্রমহিলা চেন টেনেছেন। কী ব্যাপার? জিজ্ঞাসা করতেই চোখ কপালে সবার!
1/7
আগ্রা ডিভিশনের একটি স্টেশন থেকে ট্রেন ছেড়ে যায়। কিছু দূর যাওয়ার পরই চেন টানা হয় সেই ট্রেনের! RPF (রেলওয়ে সুরক্ষা বাহিনী) দ্রুত সেই কোচে পৌঁছে যায়, যেখানে চেন টানা হয়েছিল। যাত্রীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, এক ভদ্রমহিলা চেন টেনেছেন। কী ব্যাপার? জিজ্ঞাসা করতেই চোখ কপালে সবার!
আগ্রা ডিভিশনের একটি স্টেশন থেকে ট্রেন ছেড়ে যায়। কিছু RPF (রেলওয়ে সুরক্ষা বাহিনী) দ্রুত সেই কোচে পৌঁছে যায়, যেখানে চেন টানা হয়েছিল। যাত্রীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, এক ভদ্রমহিলা চেন টেনেছেন। কী ব্যাপার? জিজ্ঞাসা করতেই চোখ কপালে সবার!
advertisement
2/7
RPF সেই মহিলার কাছে চেন টানার কারণ জানতে চাইলে তিনি নিরীহ মুখ করে এমন একটি কারণ জানান, যা শুনে টিটি এবং আশেপাশের যাত্রীরা রেগে যান। RPF এর পর যা করে, ভাবতেও পারছেন না!
জিন্স-টপ পরা, শহুরে নারী তিনি। RPF সেই মহিলার কাছে চেন টানার কারণ জানতে চাইলে তিনি নিরীহ মুখ করে এমন একটি কারণ জানান, যা শুনে টিটি এবং আশেপাশের যাত্রীরা রেগে যান। RPF এর পর যা করে, ভাবতেও পারছেন না!
advertisement
3/7
চেন টানার অদ্ভুত কারণ উত্তর-মধ্য রেলের আগ্রা বিভাগের জনসংযোগ কর্মকর্তা জানান, ট্রেন ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই এক ভদ্রমহিলা চেন টানেন। RPF কারণ জানতে চাইলে তিনি বলেন, "আমি শুনেছি চেন টানলে ট্রেন থেমে যায়। আজ ভাবলাম চেষ্টা করে দেখি সত্যিই ট্রেন থামে কিনা। তাই চেন টেনেছি।" এই কথা শুনে আশেপাশের যাত্রীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।
চেন টানার অদ্ভুত কারণ উত্তর-মধ্য রেলের আগ্রা বিভাগের জনসংযোগ কর্মকর্তা জানান, ট্রেন ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই এক ভদ্রমহিলা চেন টানেন। RPF কারণ জানতে চাইলে তিনি বলেন, "আমি শুনেছি চেন টানলে ট্রেন থেমে যায়। আজ ভাবলাম চেষ্টা করে দেখি সত্যিই ট্রেন থামে কিনা। তাই চেন টেনেছি।" এই কথা শুনে আশেপাশের যাত্রীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।
advertisement
4/7
RPF জানায়, "এখন আপনি জেনে গেলেন চেন টানলে ট্রেন থামে। কিন্তু এ কারণে আপনাকে জরিমানা দিতে হবে।" ভদ্রমহিলা বারবার অনুনয় করলেও RPF কোনো কথা শোনেনি। শেষে তাকে জরিমানা দিতে হয়।
RPF জানায়, "এখন আপনি জেনে গেলেন চেন টানলে ট্রেন থামে। কিন্তু এ কারণে আপনাকে জরিমানা দিতে হবে।" ভদ্রমহিলা বারবার অনুনয় করলেও RPF কোনো কথা শোনেনি। শেষে তাকে জরিমানা দিতে হয়।
advertisement
5/7
১৬৪৭ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে আগ্রা বিভাগে এপ্রিল ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত ১৬৪৭ জন ব্যক্তির বিরুদ্ধে চেন টানার অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে মোট ২,৯৯,৬৬০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। যাত্রীদের জন্য ভালো পরিষেবা নিশ্চিত করতে আগ্রা বিভাগের বাণিজ্যিক বিভাগ এবং রেলওয়ে সুরক্ষা বাহিনী নিয়মিত চেকিং অভিযান চালাচ্ছে।
১৬৪৭ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে আগ্রা বিভাগে এপ্রিল ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত ১৬৪৭ জন ব্যক্তির বিরুদ্ধে চেন টানার অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে মোট ২,৯৯,৬৬০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। যাত্রীদের জন্য ভালো পরিষেবা নিশ্চিত করতে আগ্রা বিভাগের বাণিজ্যিক বিভাগ এবং রেলওয়ে সুরক্ষা বাহিনী নিয়মিত চেকিং অভিযান চালাচ্ছে।
advertisement
6/7
এপ্রিল ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত চেন টানার জন্য মথুরা জংশনে ৭৫০ জন, আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে ৬২৯ জন, আগ্রা ফোর্ট স্টেশনে ৮০ জন, কোসিকলা স্টেশনে ৭৫ জন এবং ধোলপুর স্টেশনে ৭১ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এপ্রিল ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত চেন টানার জন্য মথুরা জংশনে ৭৫০ জন, আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে ৬২৯ জন, আগ্রা ফোর্ট স্টেশনে ৮০ জন, কোসিকলা স্টেশনে ৭৫ জন এবং ধোলপুর স্টেশনে ৭১ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
advertisement
7/7
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, চেন টানার ফলে ট্রেনে থাকা অন্যান্য যাত্রীদের অসুবিধার মুখে পড়তে হয়। তাই যথাযথ কারণ ছাড়া চেন না টানার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, চেন টানার ফলে ট্রেনে থাকা অন্যান্য যাত্রীদের অসুবিধার মুখে পড়তে হয়। তাই যথাযথ কারণ ছাড়া চেন না টানার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।
advertisement
advertisement
advertisement