কেন্দ্রের সিদ্ধান্ত, আর বদলানো যাবে না পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট!

Last Updated:

আর নয় নোট বদল ৷ নোট বদলের মেয়াদ শেষ হল ৷ ২৪ নভেম্বরের পর আর পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বদলানো যাবে না

#নয়াদিল্লি: আর নয় নোট বদল ৷ নোট বদলের মেয়াদ শেষ হল ৷ ২৪ নভেম্বরের পর আর পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বদলানো যাবে না বলে নতুন নির্দেশ আনল কেন্দ্র ৷ এর আগে কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছিল ৩১ ডিসেম্বর অবধি নোট বদল চলবে ৷ কিন্তু সেই সিদ্ধান্তের বদল ঘটল বৃহস্পতিবারই ৷
ব্যাঙ্ক, ডাকঘরে নোট বদল করা যাবে না ৷ তবে ১৫ ডিসেম্বর পর্যন্ত কিছু ক্ষেত্রে লেনদেন করা যাবে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফ থেকে ৷ ২৪ নভেম্বর মধ্যরাত থেকেই নোট বদল বাতিল ৷ তবে পুরনো নোট ব্যাঙ্কে জমা দেওয়া যাবে ৷
তবে পুরনো নোটে ছাড় রয়েছে সরকারি স্কুল-কলেজের ক্ষেত্রে ৷ ছাড় প্রিপেড মোবাইলেন ক্ষেত্রে ৷ জল-বিদ্যুৎ, ওষুধে, পেট্রোল পাম্পে একমাত্র ব্যবহার করা যাবে পুরনো ৫০০ টাকার নোট ৷ তবে এক্ষেত্রে বাতিল ১০০০ টাকার নোট ৷
advertisement
advertisement
৫০০, ১০০০-এর নোট বদল বন্ধ
আজ মধ্যরাত থেকে বন্ধ নোট বদল
ব্যাঙ্ক, ডাকঘরে নোট বদল বন্ধ
হাজার টাকার নোটে বন্ধ লেনদেন
৫০০ টাকার পুরনো নোটে লেনদেনে ছাড়
১৫ ডিসেম্বর পর্যন্ত কিছু ক্ষেত্রে লেনদেন
লেনদেন পেট্রোল পাম্প, সরকারি হাসপাতালে
advertisement
ছাড় ওষুধের দোকান ও সমবায় বিপণিতে
কেন্দ্র ও রাজ্য সরকােরর দোকানে লেনদেন
পুরনো নোটে ছাড় সরকারি কলেজেও
জল ও বিদ্যুতের বিল জমায় ছাড়
ছাড় প্রি-পেড মোবাইলের ক্ষেত্রে
কেন্দ্র, রাজ্য, পুরসভা পরিচালিত স্কুলে বেতনসীমা ২০০০ টাকা
ছাত্রপ্রতি ২ হাজার টাকা বেতন দেওয়া যাবে
advertisement
বেতন দিতে হবে ৫০০ টাকার নোটেই
সমবায়িকায় এককালীন ৫ হাজার টাকার জিনিস কেনা যাবে
সমাবায়িকাতেও ৫০০ টাকার নোটেই লেনদেন হবে
যে সমস্ত ক্ষেত্র ছাড়ের আওতায় ছিল
সেখানেও শুধুমাত্র ৫০০ টাকার নোটেই লেনদেন
সপ্তাহে ৫ হাজার টাকা পর্যন্ত বিদেশি মুদ্রা
advertisement
বিদেশি মুদ্রা ভাঙাতে পারবেন বিদেশিরা
প্রতি সপ্তাহের লেনদেন পাসপোর্টে লেখা হবে
টোল প্লাজাতেও পুরনো ৫০০ টাকার নোট চালু
প্রি পেইড মোবাইল টপ আপের উর্ধ্বসীমা ৫০০ টাকা
মোবাইল টপ আপে পুরনো ৫০০ টাকার নোট দেওয়া যাবে
তবে বৃহস্পতিবার সকালবেলাই কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছিল ৫০০ ও ১০০০ টাকার নোটের মেয়াদ বাড়ার৷ তবে এদিন কেন্দ্রের নতুন নির্দেশ অনুযায়ী, শুধুমাত্র ৫০০ টাকারই মেয়াদ বাড়ল লেনদেনের ক্ষেত্রে৷
advertisement
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অর্থমন্ত্রী অরুণ জেটলি বিশেষ বৈঠকের মধ্যে দিয়ে এই সিদ্বান্তে আনলেন বদল ৷ পুরনো ৫০০ আরও দশ দিন ৷
advertisement
বৃহস্পতিবার মধ্যরাত থেকেই পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট একেবারে বাতিল হয়ে যাওয়ার কথা ছিল ৷ তবে বুধবার গোটা দেশে নোট বাতিল পরিস্থিতি সম্পর্কে কেন্দ্রীয় প্রতিনিধি দলের রিপোর্ট পেশ হওয়ার পরেই, বিশেষ বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অরুণ জেটলি ৷ এই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় কিছু বিশেষ ক্ষেত্রে পুরনো নোট ব্যবহার করা যাবে আরও দশদিন ৷ তবে এই ছাড় পেল একমাত্র ৫০০ টাকাই ৷
কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, এই নির্দেশ জারি থাকবে ট্রেনের টিকিট ও প্লেনের টিকিট ক্রয়ের জন্য ৷ পুরনো নোট ব্যবহার করা যাবে এলপিজি গ্যাস, মাদার ডেয়ারি, শশ্মাণ, কারেন্সিএক্সচেঞ্জে (শুধুমাত্র বিদেশিদের জন্য) ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কেন্দ্রের সিদ্ধান্ত, আর বদলানো যাবে না পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement